OnePlus Nord 2 ও Nord CE আসছে জুনেই? জল্পনা বাড়ালো কোম্পানির‌ ওয়েবসাইট

OnePlus তাদের Nord সিরিজের দুটি ফোন- Nord 2 ও‌ Nord CE ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছিল। যদিও কোম্পানির তরফে এতদিন এই ফোন দুটি নিয়ে বলতে দেখা যায়নি। তবে সম্প্রতি OnePlus UK-এর ওয়েবসাইট ভুলবশত OnePlus Nord 2-এর অস্বিত্ব জানিয়ে ফেললো। আসলে নতুন OnePlus স্মার্টফোন কিনলেই Stadia Premire Edition (Chromecast Ultra ও Stadia Controller) একদম বিনামূল্যে পাওয়া যাবে বলে OnePlus UK ওয়েবসাইট থেকে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। কোন কোন ডিভাইসে এটি সাপোর্ট করবে, তা উল্লেখ করতে গিয়ে FAQ পেজে ইতিমধ্যেই বিশ্বজুড়ে লঞ্চ হয়ে যাওয়া ডিভাইসের পাশাপাশি OnePlus Nord 2-এর নাম উল্লেখ করা হয়। ফলে গত বছরের জুলাইতে ভারতে লঞ্চ হওয়া OnePlus Nord-এর উত্তরসূরী যে OnePlus Nord 2 নামেই আসছে, তা একপ্রকার সুনিশ্চিত হয়ে গেল।

পরে অবশ্য ভুল বুঝতে পেরে ওয়ানপ্লাস তড়িঘড়ি FAQ পেজ থেকে ওয়ানপ্লাস নর্ড ২-এর নাম সড়িয়ে দেয়। কিন্তু তার আগেই Android Police পেজের স্ক্রিনশট তুলে সেটি ভাইরাল করে ফেলেছে। Stadia Premier Edition-এর অফারটি ফ্রান্স, জার্মানী, এবং যুক্তরাজ্যে OnePlus গ্রাহকদের জন্য উপলব্ধ করা হয়েছে। এবং অফারটির বৈধতা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ফলে OnePlus Nord 2 ওই সময়ের আগেই লঞ্চ হয়ে যেতে পারে বলেই জল্পনা শুরু হয়েছে।

এদিকে OnePlus-এর স্মার্টফোনে এতদিন Qualcomm প্রসেসর ব্যবহার হওয়ায় চিরাচরিত রীতির পরিবর্তন ঘটছে। কারণ রিপোর্ট বলছে, Qualcomm-এর পরিবর্তে OnePlus-তার আপকামিং স্মার্টফোনে MediaTek প্রসেসর ব্যবহার করবে। সে ক্ষেত্রে OnePlus Nord 2, মিডিয়াটেক ডায়মেনসিটি ১২০০ (MediTek Dimensity 1200) প্রসেসর সহ আসতে পারে।

অন্য দিকে, টিপস্টার মুকুল শর্মার দাবি, OnePlus ভারতে জুনেই দু’টি স্মার্টফোন লঞ্চ করবে। যাদের মধ্যে একটি ১০ জুন এবং অপরটি ২৫ জুন আত্মপ্রকাশ করবে। যেহেতু OnePlus Nord 2 ও OnePlus Nord N10 5G-এর সাক্সেসর হিসেবে OnePlus Nord CE নিয়ে কোম্পানি বর্তমানে কাজ করছে, তাই জুনে ভারতে এই দু’টি স্মার্টফোন লঞ্চ হতে পারে।

উল্লেখ্য, OnePlus Nord 2 ইতিমধ্যেই BIS সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। ফলে ভারতে এমনিতেও ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে। তবে OnePlus লঞ্চের দিনক্ষনের বিষয়ে এখনও কিছু জানায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন