iQOO 7 Pro শীঘ্রই বাজারে আসছে? দেখা গেল IMEI ডেটাবেসে

Vivo-র সাব ব্র্যান্ড iQOO গত মাসে ভারতে iQOO 7 ও iQOO 7 Legend স্মার্টফোন লঞ্চ করেছিল। হাই-এন্ড স্পেসিফিকেশনে ঠাসা এই স্মার্টফোন দু’টি নিয়ে ভালই উন্মাদনা চোখে পড়েছিল। এখন আবার সূত্রের খবর, Pro মডেল আনার মাধ্যমে iQOO ভারতে iQOO 7 লাইনআপ আরও প্রসারিত করতে পারে। আপকামিং iQOO 7 Pro স্মার্টফোনটি IMEI ডেটাবেস সাইট দেখা গিয়েছে বলে জানা গিয়েছে।

মুকুল শর্মা টুইট করে খবরটি জানিয়েছেন। IMEI ডেটাবেস সাইটে স্পট করা iQOO স্মার্টফোনটির মডেল নম্বর হল I2017। এদিকে ভারতে ইতিমধ্যেই লঞ্চ হয়ে যাওয়া iQOO 7 ও iQOO 7 Legend-এর মডেল নম্বহ ছিল যথাক্রমে I2012 ও I2009। I2017 মডেল নম্বরের ডিভাইসটি যে iQOO 7 Pro নামে আসবে, তা IMEI সাইট নিশ্চিত করেছে।

উল্লেখ্য, শুধুমাত্র আইকো ৭ প্রো-র মার্কেটিং নাম ও মডেল নম্বরই জানা সম্ভব হয়েছে। এর ডিজাইন, স্পেসিফিকেশন বা ফিচার সর্ম্পকিত কোনো তথ্য সামনে আসেনি।

ভারতে iQOO 7 সিরিজের দাম ও স্পেসিফিকেশন

আইকো ৭ তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ ভারতে এসেছে। যেগুলি হল ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এগুলির দাম যথাক্রমে ৩১,৯৯০ টাকা, ৩৩,৯৯০ টাকা ও ৩৫,৯৯০ টাকা। অন্য দিকে, ভারতে আইকো ৭ লেজেন্ড এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম শুরু হয়েছে ৩৯,৯৯০ টাকা থেকে। আবার এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ৪৩,৯৯০ টাকা।

আইকো ৭ সিরিজের দু’টি ডিভাইসেই রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সহ ৬.৬২ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে। আইকো ৭ স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর এবং আইকো ৭ লেজেন্ড আরও শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর সহ এসেছে। স্মার্টফোন দু’টি অ্যান্ড্রয়েড ১১ বেসড ফানটাচ ওএস ১১-এ চলে।

আইকো ৭ ও আইকো ৭ লেজেন্ড-এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। যেগুলি হল : ৪৮ মেগাপিক্সেল Sony IMX598 প্রাইমারি  ক্যামেরা সেন্সর +১৩ মেগাপিক্সেল সুপার ওয়াইড এঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। প্রাইমারি ক্যামেরা হিসেবে আইকো ৭ লেজেন্ড-এও একই সেন্সর ব্যবহার হয়েছে। আবার এতেও ১৩ মেগাপিক্সেল সুপার ওয়াইড এঙ্গেল লেন্স দেখা যাবে। তবে আইকো ৭ লেজেন্ড-এ দুর্দান্ত ১৩ মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য আইকো ৭-এ ৪,৪০০ এমএএইচ ব্যাটারি ও আইকো ৭ লেজেন্ড-এ ৪,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট করে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন