FB Instagram Blue Tick: বেশি লোকের কাছে পৌঁছবে পোস্ট, ব্লু টিক পেতে কত খরচ হবে জেনে নিন

Facebook এবং Instagram প্রথমে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ব্যবহারকারীদের জন্য পেইড সাবস্ক্রিপশন নিয়ে আসছে‌

Twitter পেইড ব্লু টিক সার্ভিসের আনার পর Meta -ও পেইড ব্লু টিক পরিষেবা নিয়ে আসার কথা ঘোষণা করেছে। সংস্থাটি গত সপ্তাহেই নতুন পরিষেবা নিয়ে আসার কথা জানিয়েছে। এখন Facebook ও Instagram ব্যবহারকারীরা টাকা দিয়ে তাদের অ্যাকাউন্ট ভেরিফাই করাতে পারবেন, যা আগে বিনামূল্যে হতো।

Facebook এবং Instagram প্রথমে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ব্যবহারকারীদের জন্য পেইড সাবস্ক্রিপশন নিয়ে আসছে‌। ব্যবহারকারীদের ওয়েব ভার্সনের জন্য ১১.৯৯ ডলার (প্রায় ৯৯০ টাকা) এবং আইওএস ও অ্যান্ড্রয়েড মোবাইল প্ল্যাটফর্মের জন্য প্রতি মাসে ১৪.৯৯ ডলার (প্রায় ১,২৪০ টাকা) দিতে হবে।

ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্লু টিক ভেরিফিকেশনের জন্য ব্যবহারকারীদের সরকারি পরিচয়পত্র দিতে হবে। এছাড়া যেসব ব্যবহারকারী সাবস্ক্রিপশন নেবেন, তারা সরাসরি কাস্টমার সাপোর্ট পাবেন এবং তাদের পোস্টগুলোও আরও বেশি লোকের পৌঁছে যাবে।

এক মেটা মুখপাত্র জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে বিশ্বজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভেরিফিকেশন ফিচার চালু করা হবে, যদিও সিডনির কিছু ব্যবহারকারী নিশ্চিত করেছেন যে এই পরিষেবা পেয়ে গেছেন।