সুখবর, আপনার ফোনে আগেভাগে ডাউনলোড করুন Android 15, দেখে নিন যোগ্য ডিভাইসের তালিকা

লেটেস্ট Android Beta 1 সংস্করণ বর্তমানে নির্বাচিত গুগল পিক্সেল স্মার্টফোনের জন্যই উপলব্ধ করা হয়েছে।

টেক জায়ান্ট Google তাদের Pixel-সিরিজের হ্যান্ডসেট ও ট্যাবলেটের জন্য লেটেস্ট Android 15 অপারেটিং সিস্টেমের প্রথম বিটা সংস্করণ উপলব্ধ করলো। আসন্ন এই অ্যান্ড্রয়েড সিস্টেমটি গত কয়েক মাস ধরে পরীক্ষাধীন অবস্থায় ছিল। নয়া অ্যান্ড্রয়েড বিটা 1 সংস্করণ কোন ফোনগুলির জন্য সর্বপ্রথম রোলআউট করা হবে এবং এতে কি কি নতুন ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে আসুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

Android 15 Beta 1 : এলিজেবল ডিভাইসের তালিকা

লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 বিটা 1 সংস্করণ বর্তমানে নির্বাচিত গুগল পিক্সেল স্মার্টফোনের জন্যই উপলব্ধ করা হয়েছে। নীচে এলিজেবল মডেলগুলির তালিকা দেওয়া হল-

Google Pixel 6
Google Pixel 6 Pro
Google Pixel 6a
Google Pixel 7
Google Pixel 7 Pro
Google Pixel 7 Pro
Google Pixel 7a
Google Pixel Fold
Google Pixel Tablet
Google Pixel 8
Google Pixel 8 Pro

Android 15 Beta 1 সংস্করণে নতুন কোন কোন ফিচার পাওয়া যাবে

আসন্ন অ্যান্ড্রয়েড 15 বিটা 1 আপডেটের সাথে একাধিক নয়া তথা কার্যকরী ফিচার অফার করা হবে। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে, যেহেতু এটা প্রথম বিটা আপডেট সেহেতু প্রত্যেকটি বৈশিষ্ট্য সঠিকভাবে কাজ নাও করতে পারে। আবার আপকামিং অ্যান্ড্রয়েড সিস্টেমের স্টেবল আপডেটে, বিটা সংস্করণে অন্তর্ভুক্ত প্রত্যেকটি ফিচারই যে পাওয়া যাবে এমনটা নাও হতে পারে। সম্পূর্ণ ভিন্ন কয়েকটি ফিচারের দেখা মিলতে পারে।

অ্যাপ আনইনস্টল করার পরিবর্তে আর্কাইভ করা যাবে –

অ্যান্ড্রয়েড 15 বিটা 1 আপডেটে কোনো অ্যাপ সম্পূর্ণরূপে আনইনস্টল করার পরিবর্তে তা আর্কাইভ করা যাবে। যার দরুন অ্যাপে থাকা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, যেমন – লগইন তথ্য, ব্যক্তিগত ডেটা সহ অন্যান্য বিবরণ সংরক্ষিত থাকবে, যা আনইনস্টল করলে মুছে যায়। তবে কোনো অ্যাপ আর্কাইভ করা হলে, এমন কিছু তথ্য মুছে ফেলা হবে যা ক্লাউড থেকে পুনরায় ডাউনলোড করা সম্ভব। মোট কথা, এই ফিচারের জন্য ব্যবহারকারীরা তাদের অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ বাঁচাতে পারবেন। আবার যদি আর্কাইভ করে রাখা অ্যাপ পুনরায় ফিরিয়ে আনার দরকার পরে, তবে ইনস্টল করার ঝক্কি পোহাতে হবে না।

এজ-টু-এজ অ্যাপ সাপোর্ট

এজ-টু-এজ অ্যাপ সাপোর্ট ফিচারের অধীনে যেকোনো অ্যাপের ফুল-সাইজ ভিউ পাওয়া যাবে। আরো সহজ করে বললে, প্রত্যেকটি মোবাইলের এসপেক্ট রেশিও ও স্ক্রিন সাইজ স্বতন্ত্র থাকে। আবার অ্যাপগুলির সাইজও একসমান না থাকায়, অনেক সময় ডিভাইসের নেভিগেশন বা স্ট্যাটাস বারে কিছুটা জায়গায় ফাঁকা থেকে যায়। কিন্তু এই ফিচারের দৌলতে পুরো স্ক্রিন জুড়ে অ্যাপ কাজ করবে। মূলত ভালো ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদানে উদ্দ্যেশ্যেই এই ফিচার নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে।

ব্রেইল ডিসপ্লে সাপোর্ট –

অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে এক্সটার্নাল ব্রেইল ডিসপ্লের জন্য সাপোর্ট পাওয়া যাবে, যা ইউএসবি এবং ব্লুটুথের মাধ্যমে এইচআইডি (HID) স্ট্যান্ডার্ড ব্যবহার করবে। এই ফিচার বিশেষভাবে দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য নিয়ে আসা হয়েছে। এটি ব্যবহার করে ফোনের ব্রেইল ডিসপ্লে অন্য যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে শেয়ার করা যাবে। প্রসঙ্গত এই ফিচারের সাথে গুগল বিকশিত টকব্যাক পরিষেবার অ্যাক্সেসও অফার করা হবে৷

সহজ NFC পেমেন্ট প্রক্রিয়া

গুগল -এর তরফ থেকে জানানো হয়েছে যে, লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 আপডেটের অধীনে NFC ব্যবহার করে ট্যাপ-টু-পে ফাংশনালিটি আরো উন্নত করা হয়েছে। দাবি করা হচ্ছে যে নয়া ওএস এর বিটা 1 সংস্করণটি, অবসার্ভেশন মোড ব্যবহার করে আরও নিরবিচ্ছিন্ন, নির্ভরযোগ্য এবং দ্রুত NFC পেমেন্ট প্রক্রিয়া প্রদানের জন্য অপ্টিমাইজ করা হয়েছে।

সিস্টেম অপ্টিমাইজেশান এবং অন্যান্য পরিবর্তন –

উপরে উল্লিখিত নতুন বৈশিষ্ট্যগুলি ছাড়াও, অ্যান্ড্রয়েড 15 সিস্টেমের স্থিতিশীলতা এবং নিরাপত্তা ব্যবস্থা আরো উন্নত করা হয়েছে। বিটা 1 সংস্করণে একাধিক অতিরিক্ত সুরক্ষা স্তর অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ম্যালিশিয়াস অ্যাপগুলিকে সক্রিয় হতে বাধা দেবে। অ্যান্ড্রয়েড সিস্টেমের এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচারও আরো উন্নত করা হয়েছে।

Android 15 অপারেটিং সিস্টেমের স্টেবল ভার্সন কবে চালু হবে?

গুগল তাদের লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 -এর স্থিতিশীল সংস্করণ কবে নাগাদ রিলিজ করবে তা এখনো নিশ্চিত করেনি। তবে সংস্থা দ্বারা শেয়ার করা অফিসিয়াল টাইমলাইন রিপোর্ট অনুসারে, অ্যান্ড্রয়েড 15 আগামী মে মাস পর্যন্ত বিটা পর্যায়ে থাকবে। পরবর্তীতে পারফরম্যান্সের উপর নির্ভর করে জুন অথবা জুলাই মাসে এই অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের স্টেবিলিটি আপডেট প্রকাশ্যে আনবে গুগল। এক্ষেত্রে আশা করা হচ্ছে, Android 15 অপারেটিং সিস্টেমের স্টেবল ভার্সন চলতি বছরের আগস্ট মাসে হয়তো চালু করা হবে।