Google Pay আনল চমকপ্রদ পরিষেবা, ব্যাঙ্কে ব্যালেন্স না থাকলেও হবে অনলাইন পেমেন্ট

অনলাইন পেমেন্টের জন্য আজকাল সবাই-ই PhonePe, Paytm জাতীয় UPI প্ল্যাটফর্মগুলি ব্যবহার করেন। কিন্তু মুশকিল হচ্ছে যে, এগুলিতে চটজলদি বিনা ঝামেলায় পেমেন্ট করা গেলেও মাঝে মধ্যেই ব্যাঙ্ক ব্যালেন্স কম থাকার কারণে মুশকিলে পড়তে হয়। কারণ এই অনলাইন পেমেন্ট সিস্টেম মূলত ব্যাঙ্কের ডেবিট কার্ডের ওপর ভিত্তি করে কাজ করে। তবে আপনি যদি Google Pay-এর ইউজার হন, তাহলে এক্ষেত্রে আপনার জন্য আজ রয়েছে দারুণ সুখবর। আসলে সম্প্রতি Google পরিচালিত এই অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মটি একটি নতুন পরিষেবা চালু করেছে, যার সাহায্যে এবার ইউজাররা ক্রেডিট কার্ডের মাধ্যমেও অনলাইন পেমেন্ট করতে পারবেন। মানে এখন থেকে ব্যাঙ্কে ব্যালেন্স না থাকলেও UPI করতে গেলে কোনো সমস্যা থাকবেনা, তবে তার জন্য আপনাকে Google Pay ব্যবহার করতে হবে।

RuPay ক্রেডিট কার্ড থাকলে তবেই মিলবে পরিষেবা

গুগল পে সম্প্রতি ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করার যে পরিষেবাটি নিয়ে এসেছে, তা কিন্তু কেবলমাত্র রুপে (RuPay) ক্রেডিট কার্ড ব্যবহারকারীরাই অ্যাক্সেস করতে পারবেন। এর জন্য আগ্রহীদের প্রথমে রুপে ক্রেডিট কার্ডটিকে গুগল পের সাথে লিঙ্ক করতে হবে। তারপরে তারা অনলাইন বা অফলাইনে পেমেন্ট করতে পারবেন।

যারা জানেননা তাদের বলে রাখি, ভিসা (Visa), মাস্টারকার্ড (Mastercard)-এর মতো রুপে-ও একটি ডিজিটাল কার্ড। এর মধ্যে ভিসা এবং মাস্টারকার্ড হল আমেরিকান কোম্পানির প্রোডাক্ট এবং রুপে সম্পূর্ণ ভারতীয় পেমেন্ট কার্ড।

Google Pay-তে কীভাবে Rupay ক্রেডিট কার্ড লিঙ্ক করবেন?

১. গুগল পে-তে রুপে কার্ড লিঙ্ক করা খুবই সহজ – একেবারে ডেবিট কার্ড লিঙ্ক করার মতোই প্রক্রিয়া। এক্ষেত্রে প্রথমে আপনাকে গুগল পে অ্যাপ খুলতে হবে এবং সেটিং অপশনে যেতে হবে।

২. তারপর আপনাকে পেমেন্ট অপশন সেটআপ করতে হবে, আর সিলেক্ট করতে হবে রুপে ক্রেডিট কার্ডের (Rupay Credit Card)-এর বিকল্প।

৩. পরবর্তী ধাপে আপনাকে ক্রেডিট কার্ডের শেষ ৬টি সংখ্যা লিখতে হবে। এর সাথে লিখতে হবে কার্ডের মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং পিন নম্বর।

৪. এবার ওটিপি (OTP) ভেরিফিকেশন করে ফেললে আপনি সহজেই রুপে ক্রেডিট কার্ড দিয়ে অনলাইন পেমেন্ট করতে সক্ষম হবেন।