আপনার সম্পূর্ণ ছবিটিকে ক্রপ না করে হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটো কিভাবে বানাবেন

হোয়াটসঅ্যাপে নতুন প্রোফাইল ফটো আপডেট করতে গিয়ে আমাদের সকলকেই একটি সমস্যার মুখোমুখি হতে হয়, যে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ১:১ আকৃতির ছবিই প্রোফাইল ফটো করা যায়। ফলে,…

হোয়াটসঅ্যাপে নতুন প্রোফাইল ফটো আপডেট করতে গিয়ে আমাদের সকলকেই একটি সমস্যার মুখোমুখি হতে হয়, যে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ১:১ আকৃতির ছবিই প্রোফাইল ফটো করা যায়। ফলে, যদি আমাদের নিজেদের কোন সেরা ছবি ১:১ আকৃতির না হয় তাহলে আমাদের সেই ছবিটিকে ক্রপ করতে হয়। কিন্তু এখন থেকে আর আপনাকে তা করতে হবে না।

এখানে আমরা আপনাকে জানাবো কিভাবে আপনি নিজের সেরা ছবি হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটো করতে পারবেন ক্রপ না করেই। তবে এখানে আপনার একটি অন্য অ্যাপের প্রয়োজন হবে। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।

  • প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড এবং ইন্সটল করতে হবে যার নাম Square Droid ।
  • তারপর এই অ্যাপ্লিকেশনটি খুলে আপনি কিছু অপশন দেখতে পাবেন যেমন- Pick a Photo, Take a Photo।
  • যদি আপনার কাছে এখনই কোনো ছবি থাকে তাহলে সেই ছবি সিলেক্ট করুন, এরপর ওই অ্যাপ্লিকেশনটিতে আবার ফিরে যান। এবার আপনারা এই ছবির জন্য প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড টাইপ সিলেক্ট করতে পারবেন।
  • পছন্দ মত ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলে আপনি সেভ বাটনে ক্লিক করুন। এরপরই হোয়াটসঅ্যাপের নির্ধারিত আকৃতিতেই ছবিটি ক্রপ হয়ে যাবে, এবং আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।
  • এরপর আপনি হোয়াটসঅ্যাপে নিজের সেই ছবি প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার করতে পারবেন, ক্রপ করার প্রয়োজন হবে না।
WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *