WhatsApp-এ কীভাবে ভয়েস স্ট্যাটাস দেবেন দেখে নিন

দীর্ঘদিন ধরে অ্যান্ড্রয়েড (Android) বিটায় ভয়েস স্ট্যাটাস ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর, অবশেষে সমস্ত ইউজারদের জন্য এই মজাদার অপশনটি চালু করেই ফেলল WhatsApp। ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটিতে আপনি কোনো চ্যাটের সময় যেমন কাউকে ভয়েস নোট পাঠান, ঠিক তেমনই এখন এই নতুন ফিচারটির সাহায্যে ফটো-ভিডিওর পাশাপাশি ইচ্ছেমতো ভয়েস রেকর্ড স্ট্যাটাস দেওয়া যাবে। তবে এক্ষেত্রে কোনো ভয়েস স্ট্যাটাস দেওয়ার জন্য কেবল ৩০ সেকেন্ড সময়ের রেকর্ড করা যাবে, একেবারে ভিডিও স্ট্যাটাসের ড্যুরেশনের অনুরূপ।

ইচ্ছেমতো সেট করা যাবে ভয়েস স্ট্যাটাসের প্রাইভেসিও

এই প্রসঙ্গে বলে রাখি, হোয়াটসঅ্যাপের ভয়েস স্ট্যাটাস ফিচারটি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড (end-to-end encrypted) হবে বলে কোম্পানি ঘোষণা করেছে আগেই।অর্থাৎ ভয়েস নোট তৃতীয় পক্ষের হাতে পড়ার বিষয়টি নিয়ে চিন্তা করতে হবেনা। আবার এই ধরণের স্ট্যাটাস শেয়ার করার সময় ইউজাররা তাদের প্রাইভেসি সেটিংসও সেট করতে পারবেন। মনে রাখবেন, ছবি এবং ভিডিওর মতো, স্ট্যাটাসের মাধ্যমে শেয়ার করা ভয়েস নোটগুলিও ২৪ ঘন্টা পরে আপনা-আপনি অদৃশ্য হয়ে যাবে।

কীভাবে WhatsApp-এ ভয়েস স্ট্যাটাস দেবেন?

১. হোয়াটসঅ্যাপে ভয়েস স্ট্যাটাস দিতে স্ট্যাটাস সেকশনে যান এবং স্ক্রিনের নীচে ডানদিকে অবস্থিত পেন্সিল বাটনে ক্লিক করুন।

২. ওই বাটনে ক্লিক করলে স্ট্যাটাস টাইপ করা এবং প্রাইভেসি সেটিং সেট করার অপশনের পাশাপাশি একটি মাইক আইকন দেখতে পাবেন।

৩. এখন আপনার ভয়েস স্ট্যাটাস রেকর্ড করতে মাইক্রোফোন আইকনটি প্রেস করে রাখুন।

৪. একবার ভয়েস রেকর্ড হয়ে গেলেই আপনি এটি টেক্সট, স্টিকার ইত্যাদির সাথে পোস্ট করতে পারবেন।