মাস্কের ‘কৃপা’য় ভগবানও পাচ্ছে ব্লু টিক, টুইটারে ভেরিফায়েড হলেন যীশু খ্রীষ্ট

ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম, টুইটারের (Twitter) মালিক হওয়ার পর থেকেই চর্চার শেষ নেই। তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে, এবার থেকে অ্যাকাউন্ট ব্যবহারকারীদের ব্লু টিকের জন্য প্রতিমাসে ৮ ডলার দিতে হবে। এতদিন যেখানে বড় বড় প্রতিষ্ঠান বা জনপ্রিয় ব্যক্তিদের অ্যাকাউন্টের পাশে কেবল ব্লু টিক দেখা যেত। সেখানে এখন টাকার বিনিময়েই যে কেউ ব্লু টিক কিনতে পারবে। তবে যীশু খ্রীষ্টের টুইটার অ্যাকাউন্টের পাশে আজ ব্লু টিক দেখতে পাওয়ায় অনেকেই হতভম্ব হয়েছেন।

অনেকে এই অ্যাকাউন্টটি ভুয়ো কিনা জানতে চেয়েছেন। আবার অনেকে প্রশ্ন করেছেন যে, ইলন মাস্ক কি ইশ্বরের কাছ থেকেও অর্থ নিয়েছেন? আপনিও যদি যীশু খ্রীষ্টের অ্যাকাউন্ট ভেরিফাই দেখে অবাক হয়ে থাকেন, তাহলে আসল বিষয় জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

যীশু খ্রীষ্টের ৭ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে

আপনাকে জানিয়ে রাখি, টুইটারে যীশু খ্রীষ্টের যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি সম্পূর্ণ ভুয়ো। এটি ২০০৬ সাল থেকে উপস্থিত রয়েছে এবং এর বায়োতে ‘কার্পেন্টার, নিরাময়কারী এবং ঈশ্বর’ লেখা রয়েছে। যীশু খ্রীষ্টের উইকিপিডিয়া পেজের সাথেও এই প্রোফাইল কে সংযুক্ত করা হয়েছে। আপাতত ৭ লক্ষ মানুষ এই ভুয়ো টুইটার প্রোফাইল কে অনুসরন করে।

অন্যান্য ভুয়ো Twitter অ্যাকাউন্টগুলিও ব্লু টিক পাচ্ছে

যীশু খ্রীষ্টের নামে চালিত ভুয়ো অ্যাকাউন্টের পাশাপাশি টুইটারে অনেক জাল অ্যকাউন্ট টাকা গিয়ে ব্লু টিক পেয়েছে বলে খবর সামনে এসেছে। গেমিং চরিত্র সুপার মারিও-ও এখন ব্লু টিকের অধিকারি। এটিও একটি ভুয়ো অ্যাকাউন্ট। ফলে অনেক ব্যবহারকারীই অসন্তুষ্ট হয়েছেন। তারা চাইছেন ইলন মাস্ক পুরানো অবস্থা আবার ফিরিয়ে আনুক।