Jio TV: জিও গ্রাহকদের জন্য সুখবর, বিনামূল্যে দেখতে পারবেন ZEE গ্রুপের সমস্ত চ্যানেল

Jio TV হল জিও প্ল্যাটফর্মের মালিকানাধীন একটি লাইভ টিভি অ্যাপ্লিকেশন

সম্প্রতি Jio TV এবং ZEEL (জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড) আরও দুই বছরের জন্য তাদের কনটেন্ট পার্টনারশিপ চুক্তি পুনর্নবীকরণ করেছে। এই চুক্তির ফলে ZEEL-এর ৬০ টিরও বেশি এসডি এবং এইচডি চ্যানেল Jio TV অ্যাপে ব্যবহারকারীদের জন্য উপলব্ধ থাকবে। উল্লেখ্য যে, Jio TV এবং ZEEL-এর মধ্যে কনটেন্ট পার্টনারশিপ পুনর্নবীকরণ সেই সকল গ্রাহকদেরকে বেশ খুশি করবে, যারা লাইভ টিভি অ্যাপে ZEE-এর মালিকানাধীন চ্যানেলগুলি দেখতেন।

প্রসঙ্গত বলে রাখি, জিও টিভি হল জিও প্ল্যাটফর্মের মালিকানাধীন একটি লাইভ টিভি অ্যাপ্লিকেশন। রিলায়েন্স জিও (Reliance Jio)-র মোবাইল সার্ভিস সাবস্ক্রাইবাররা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই এই অ্যাপটি ব্যবহার করার সুযোগ পান। অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন উপলব্ধ থাকলে এই অ্যাপের দৌলতে লাইভ টিভি দেখতে সক্ষম হন ইউজাররা। উল্লেখ্য যে, জিও টিভির সঙ্গে একাধিক ব্রডকাস্টারের চুক্তি হয়ে রয়েছে, যাদের মধ্যে অন্যতম একটি হল জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড।

উল্লেখ্য যে, জিও-র সঙ্গে আরও একটি অংশীদারিত্ব রয়েছে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেডের। রিলায়েন্স জিও-র ফাইবার ইন্টারনেট পরিষেবা, জিওফাইবার (JioFiber), ZEEL-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে নির্বাচিত কিছু ব্রডব্যান্ড প্ল্যানের সঙ্গে ওটিটি (OTT) অফার হিসেবে জি৫ (ZEE5) বান্ডেল করেছে। জানিয়ে রাখি, এই চুক্তিটিকেও চলতি বছরের শেষের দিকে পুনর্নবীকরণ করা হবে। প্রসঙ্গত, ইকোনমিক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে যে, ২০২২ অর্থবর্ষে উক্ত চুক্তিটির দৌলতে ZEEL-এর ডোমেস্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন রেভিনিউ বেশ অনেকটা বৃদ্ধি পেয়েছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি Reliance Jio ইউজারদের জন্য প্রিপেইড এবং পোস্টপেইডের পাশাপাশি JioFiber ব্রডব্যান্ড সার্ভিস অফার করে। সেক্ষেত্রে প্রিপেইড এবং পোস্টপেইড রিচার্জ পোর্টফোলিওর মতো JioFiber পরিষেবাতেও একাধিক রিচার্জ অপশন মজুত রয়েছে। আবার, ইউজারদের সুবিধার্থে কোম্পানিটি হামেশাই সাশ্রয়ী মূল্যের একাধিক ফাইবার প্ল্যান মার্কেটে এনে হাজির করে। উল্লেখ্য যে, ইতিমধ্যেই JioFiber দেশের বৃহত্তম ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার হয়ে উঠেছে। বর্তমানে প্রায় ৫ মিলিয়নের অধিক পরিবার এই পরিষেবার সাথে সংযুক্ত রয়েছে।