জিওর উপহার, স্মার্ট টিভির জন্য লঞ্চ হল JioTV+, কিভাবে ডাউনলোড করবেন

এতদিন পর্যন্ত OTT (ওভার-দ্য-টপ) সুবিধা সহ একটি JioFiber কানেকশন কিনলে বিনামূল্যে একটি Jio STB পাওয়া যেতো। আর এই STB-এর সাহায্যে JioTV+ অ্যাপের অ্যাক্সেসও উপভোগ করা…

Jiotv Plus Launched For Smart Tv How To Download Features

এতদিন পর্যন্ত OTT (ওভার-দ্য-টপ) সুবিধা সহ একটি JioFiber কানেকশন কিনলে বিনামূল্যে একটি Jio STB পাওয়া যেতো। আর এই STB-এর সাহায্যে JioTV+ অ্যাপের অ্যাক্সেসও উপভোগ করা যেতো। তবে, এখন Jio STB (সেট-টপ বক্স) ছাড়াই স্মার্টটিভিতে কাজ করবে JioTV+ অ্যাপ। আসুন এই অ্যাপে আপনি কি কি সুবিধা পেতে পারেন এবং এটি কিভাবে ডাউনলোড করবেন জেনে নেওয়া যাক।

JioTV+ অ্যাপ কি কি সুবিধা দেবে

জিওটিভি প্লাস অ্যাপের সাহায্যে 10টিরও বেশি ভাষায় 800-এর বেশি ডিজিটাল টিভি চ্যানেল দেখা যাবে। JioFiber ব্যবহারকারীরা তাদের সেকেন্ডারি স্মার্টটিভিতেও এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। আর জিওটিভি প্লাস অ্যাপের সাথে ডিজনি প্লাস হটস্টার, জিওসিনেমা প্রিমিয়াম এবং ডিসকভারি প্লাসের মতো একাধিক আর ওটিটি প্ল্যাটফর্ম উপভোগ করা যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য, JioFiber-এর প্রিপেড গ্রাহকরা 999 টাকা এবং তার বেশি দামের প্ল্যানগুলি রিচার্জ করলে বিনামূল্যে একটি Jio STB পেয়ে যাবেন। আর, JioFiber-এর পোস্টপেড গ্রাহকদের 599 টাকা, 899 টাকা বা তার থেকে বেশি দামের প্ল্যানগুলির সাথে Jio STB দেওয়া হবে৷ কিন্তু, JioAirFiber-এর প্রত্যেকটি প্ল্যানের সাথেই গ্রাহকেরা বিনামূল্যে Jio STB পেয়ে যাবেন।

কিভাবে JioTV+ অ্যাপটি ডাউনলোড এবং লগইন করবেন?

  • প্রথমে আপনার অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে রিমোট/ ফায়ারস্টিক রিমোট/ অ্যাপল টিভি রিমোট ব্যবহার করে অ্যাপ স্টোর বা প্লে স্টোরে JioTV+ অ্যাপটি সার্চ করুন।
  • এবার আপনার টিভিতে JioTV+ অ্যাপ ইনস্টল করুন।
  • আর তারপর আপনার পছন্দের কনটেন্ট উপভোগ করুন।

তবে মনে রাখবেন, আপনার এলাকায় যদি জিও ফাইবার কানেকশন থেকে থাকে, তাহলে জিও এয়ার ফাইবার ব্যবহার করবেন না। কারণ, যেখানে জিও ফাইবার কানেকশন পৌঁছে দেওয়া কঠিন সেই সমস্ত এলাকার জন্য 5G FWA অর্থাৎ ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস বা জিও এয়ার ফাইবার তৈরি করা হয়েছে।