এক অ্যাপেই শপিং থেকে শুরু করে সব কিছু, Microsoft আনছে সুপার অ্যাপ

মোবাইল দুনিয়ায় Apple ও Google-এর আধিপত্যের সঙ্গে পাল্লা দিতে একটি অল-ইন-ওয়ান ‘সুপার অ্যাপ’ (super app) তৈরি করার পরিকল্পনা করছে টেক জায়েন্ট Microsoft। অ্যাপলইনসাইডার (AppleInsider)-এর রিপোর্ট অনুযায়ী, অ্যাপ্লিকেশনটি এক জায়গায় শপিং, মেসেজিং, ওয়েব সার্চ, সংবাদ এবং অন্যান্য পরিষেবাগুলিকে একত্রিত করতে পারে। Microsoft-এর এক্সিকিউটিভদের মতে, অ্যাপটি বিং (Bing) সার্চ এবং তাদের বিজ্ঞাপন ব্যবসা (advertising business) উভয়ের বৃদ্ধিতেই সহায়তা করবে। তবে ঠিক কবে নাগাদ সংস্থাটি এই ধরনের অ্যাপ্লিকেশন মার্কেটে রোলআউট করবে, সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

চীনের দেখাদেখি ধামাকাদার ‘সুপার অ্যাপ’ তৈরি করার পরিকল্পনা করছে Microsoft

আপনাদেরকে জানিয়ে রাখি, অ্যাপল ও গুগলের মতো মাইক্রোসফটের কোনো মোবাইল অ্যাপ স্টোর নেই। তাই একটি অ্যাপের মধ্যেই সব ধরনের সুবিধা যুক্ত করে সেই ঘাটতি পূরণ করতে চাইছে সংস্থাটি। এই প্রসঙ্গে বলে রাখি, মাসখানেক আগে ইলন মাস্ক সুপার অ্যাপ ‘এক্স’ (X) তৈরির কথা ঘোষণা করেছিলেন। আবার, ইতিমধ্যেই চীনের ‘উইচ্যাট’ (WeChat) সুপার অ্যাপ হিসেবে বেশ জনপ্রিয় হয়েছে। বর্তমানে কোটি কোটি মানুষ এই অ্যাপটি ব্যবহার করেন। এতে আর্থিক লেনদেন, ওয়েব সার্চ, ই-কমার্স, চ্যাট, গেম, পরিবহন, বিল পেমেন্ট, লাইভ স্ট্রিম, সোশ্যাল নেটওয়ার্কিং সহ একাধিক সুবিধা মজুত রয়েছে। তবে যেহেতু পশ্চিমা বিশ্বে এখনও এরকম কোনো সুপার অ্যাপ চালু হয়নি, সেই কারণেই মাইক্রোসফট সম্প্রতি এই ধরনের অ্যাপ তৈরির কাজে উঠেপড়ে লেগেছে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি ইউজারদের জন্য ‘পোলস’ ফিচার চালু করেছে Microsoft

অন্যদিকে, গত মাসে টেক জায়েন্টটি ‘পোলস’ (polls) চালু করেছে। এটি ব্যবহারকারীদের মাইক্রোসফট ফর্মস (Microsoft Forms) অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে পোল তৈরি করার একটি উপায় অফার করে, যা টিম মিটিংগুলিকে আরও আকর্ষক করে তোলে। কোনো টিম চ্যানেলে একটি পোল পোস্ট করতে বা একটি চ্যাট পেনে ইনস্ট্যান্ট ফিডব্যাক পেতে হলে, ইউজাররা যে চ্যানেলে বা চ্যাটে একটি পোল অন্তর্ভুক্ত করতে চান, সেখানে প্রথমে তাদেরকে যেতে হবে। এরপর টিমস (Teams) উইন্ডোর নীচে থাকা ফর্মস (Forms)-এ সিলেক্ট করতে হবে, এবং তারপরে তাদের পছন্দমতো প্রশ্ন-উত্তরগুলিকে অ্যাড করতে হবে।

আগামী বছরের ফেব্রুয়ারি থেকে একাধিক সার্ভিসের দাম বাড়াচ্ছে Microsoft

প্রসঙ্গত জানিয়ে রাখি, বিগত কয়েক বছর ধরে গোটা বিশ্বজুড়ে আর্থিক মন্দা দেখা দিয়েছে। তাই এই কঠিন পরিস্থিতিতে বাজারে টিকে থাকার পাশাপাশি ব্যবসায় লাভের মুখ দেখার জন্য মাইক্রোসফট একের পর এক জোরদার পদক্ষেপ নিয়ে চলেছে। ইতিমধ্যেই সামগ্রিক খরচ কমাতে সংস্থাটি মাসখানেক আগে গোটা বিশ্বজুড়ে বেশ বড়ো সংখ্যায় কর্মী ছাঁটাই করেছে। এরপর আবার হালফিলে তারা বিভিন্ন সফ্টওয়্যার এবং অনলাইন পরিষেবাগুলির দাম ১১% পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। টেক জায়েন্টটি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, ভারত সহ অন্যান্য এশীয় অঞ্চলে কমার্শিয়াল অন-প্রেমিসেস সফ্টওয়্যার এবং অনলাইন পরিষেবাগুলির দাম ১১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে, এবং এই পরিবর্তিত দাম আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

সংস্থাটি জানিয়েছে যে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে কমার্শিয়াল অন-প্রেমিসেস সফ্টওয়্যারের জন্য ৪.৫ শতাংশ, অনলাইন পরিষেবাগুলির জন্য ৯ শতাংশ, এবং উইন্ডোজ জিজিডাব্লিউএ (Windows GGWA)-এর জন্য গ্রাহকদের ১১ শতাংশ অতিরিক্ত টাকা খরচ করতে হবে। কোম্পানিটির তরফ থেকে আরও বলা হয়েছে যে, মাইক্রোসফট ৩৬৫ (Microsoft 365) এবং ডায়নামিক্স ৩৬৫ (Dynamics 365)-এর মতো পরিষেবাগুলি ১ ফেব্রুয়ারি থেকে ভারত-ভিত্তিক ইউজারদের কাছে সরাসরি বিক্রয়ের জন্য সংশোধিত মূল্য সহ সংস্থার অফিসিয়াল সাইটে প্রদর্শিত হবে। তবে এই সাম্প্রতিক মূল্যবৃদ্ধি বিজনেস কাস্টমারদের জন্য বিদ্যমান লাইসেন্সিং চুক্তির অধীনস্থ অর্ডারগুলিকে প্রভাবিত করবে না বলেই জানিয়েছে Microsoft।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

59 mins ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

1 hour ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

2 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

4 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

5 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

5 hours ago