France vs Morocco Live: ফ্রান্স বনাম মরক্কো লাইভ ফুটবল বিশ্বকাপ ম্যাচ বিনামূল্যে দেখুন

FIFA World Cup 2022 France vs Morocco : গত ২০ই নভেম্বর থেকে পশ্চিম-এশিয়ান রাষ্ট্র কাতার (Qatar) -এ বিশ্বের সর্বাধিক বড় ‘স্পোর্টস শো’ ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ (FIFA World Cup 2022) পুরোদমে শুরু হয়েছিল। আর ভারতে এই ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল স্ট্রিমিং পার্টনার মুকেশ আম্বানি পরিচালিত Sports18 ও Jio Cinema। যদিও বিশ্বকাপের প্রথম কয়েকটি ম্যাচ দেখতে গিয়ে জিও-র অ্যাপটিতে গ্লিচ বা বাফারিংয়ের কারণে “লাইভ স্ট্রিমিংয়ে সমস্যা হচ্ছে” বলে অভিযোগ জানায় বহু দেশবাসী। এমনকি মাঝ পথে স্ট্রিমিং বন্ধ করে দিতেও দেখা যায়। যাইহোক এখন এই সমস্যার সমাধান করা হয়েছে। ফলে আপনারা যারা মোবাইল, ল্যাপটপ এবং টিভিতে এই বছর কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের শেষ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের লাইভ সম্প্রচার দেখতে চান, তারা কীভাবে লাইভ স্ট্রিমিং দেখবেন তা আমাদের এই প্রতিবেদন থেকে জেনে নিন।

FIFA World Cup 2022 France vs Morocco Live (ফ্রান্স বনাম মরক্কো ফুটবল ম্যাচ লাইভ কীভাবে দেখবেন)

গতকাল ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালের খেলা ছিল। যেখানে লাতিন আমেরিকার টিম আর্জেন্টিনা, ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আর আজ মধ্যরাত, ১৫ই ডিসেম্বর রাত ১২.৩০টা থেকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। যেখানে ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ ফ্রান্স, আল বাইত স্টেডিয়ামে আফ্রিকা মহাদেশ থেকে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়া প্রথম দল মরক্কোর মুখোমুখি হবে। বর্তমানে মরক্কো এবং ফ্রান্স উভয় টিমই দুর্দান্ত ফর্মে রয়েছে। ফলে আজকের ম্যাচে দুটি দলের খেলোয়াড়রাই যে একে অপরের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করবে তা নিশ্চিত। ফলে আপনি যদি এই রোমহর্ষক মুহূর্তের সাক্ষী থাকতে চান তবে মোবাইল, ল্যাপটপ এবং স্মার্ট টিভিতে অনলাইন মোডে ম্যাচের লাইভ স্ট্রিম দেখার পদ্ধতি চটপট দেখে নিন।

FIFA World Cup Qatar 2022 : কোন প্ল্যাটফর্ম থেকে মোবাইল, ল্যাপটপ এবং টিভিতে অনলাইনে লাইভ স্ট্রিমিং দেখবেন?

আগেই বলেছি যে, এই বছর স্ট্রিমিং রাইটস হস্তান্তর হয়েছে মুকেশ আম্বানি অধীনস্ত প্ল্যাটফর্ম স্পোর্টস১৮ ও জিওসিনেমা -এর হাতে। এরমধ্যে জিওসিনেমা অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে উক্ত ফুটবল টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ লাইভ স্ট্রিম করছে। এক্ষেত্রে মোট ৫টি ভাষায় ম্যাচগুলিকে সম্প্রচার করা হচ্ছে, যথা – ইংরেজি, হিন্দি, মালায়লাম, তামিল এবং বাংলা। জিওসিনেমা – অ্যান্ড্রয়েড, iOS ডিভাইস, অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজেন টিভি (Samsung Tizen TV), ফায়ার টিভি (Fire TV), অ্যাপল টিভি (Apple TV), ল্যাপটপ এবং পিসি -এর সাথে সামঞ্জস্যপূর্ণ।

FIFA World Cup Qatar 2022 : বিনামূল্যে অনলাইন মোডে ম্যাচের লাইভ স্ট্রিমিং কীভাবে দেখবেন?

ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ টুর্নামেন্টের লাইভ স্ট্রিমকে জিওসিনেমা মোবাইল অ্যাপের মাধ্যমে দেখা যাবে। তবে মজার ব্যাপার হল, উক্ত অ্যাপটি মোবাইলের পাশাপাশি ল্যাপটপ এবং স্মার্ট টিভিতে ম্যাচ দেখার সুবিধাও প্রদান করে। এক্ষেত্রে রিলায়েন্স জিওর তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে, জিও সিম ব্যবহারকারী সহ যেকেউ তাদের এই অ্যাপের মাধ্যমে বিনামূল্যে ম্যাচগুলি দেখতে পারবেন এবং এর জন্য লগইন করারও প্রয়োজন নেই। প্রসঙ্গত আপনি জিওসিনেমার অ্যাপ ছাড়াও, প্ল্যাটফর্মটির অফিসিয়াল সাইটে গিয়ে টিভি ও ল্যাপটপেও ফ্রি লাইভ স্ট্রিম দেখতে পারবেন। এরজন্য এই লিংকে https://www.jiocinema.com ক্লিক করুন।

JioCinema মোবাইল অ্যাপ থেকে এই ভাবে লাইভ ম্যাচ দেখুন –

১. গুগল প্লে স্টোর বা অ্যাপলের নিজেস্ব অ্যাপ স্টোরে চলে যান এবং সেখানে ‘JioCinema’ লিখে সার্চ করুন।

২. এবার উক্ত অ্যাপটি স্মার্টফোনে ডাউনলোড করুন এবং পরবর্তীতে ইনস্টল হওয়া পর তা ওপেন করুন।

৩. এবার ম্যাচ নির্বাচন করুন এবং লাইভ দেখুন।

JioCinema TV অ্যাপে এই ভাবে লাইভ স্ট্রিমিং দেখুন –

১. আপনার স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিটি অন করে তাতে থাকা অ্যাপ স্টোরে চলে যান এবং JioCinema TV অ্যাপ ডাউনলোড করুন।

২. ডাউনলোড করার পর পুনরায় ‘হোম’ (Home) -এ ফিরে আসুন এবং অ্যাপ লিস্ট থেকে অ্যাপটি ওপেন করুন।

৩. এবার ম্যাচ নির্বাচন করুন এবং লাইভ দেখুন।

আবারো বলে দিই, লাইভ ম্যাচ দেখার জন্য অ্যাপে লগইন বা OTP এন্টার করার প্রয়োজন হবে না।

প্রসঙ্গত, জিওসিনেমা অ্যাপ থেকে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ দেখে যদি আপনি অসন্তুষ্ট থাকেন, তবে কয়েকটি বিকল্প প্ল্যাটফর্মও আছে। যার বিশদ আপনি আমাদের পূর্ববর্তী প্রতিবেদনে পেয়ে যাবেন।