UTS App: লোকাল ট্রেনের টিকিট বুক ও ক্যানসেল কীভাবে করবেন, বদলে গেল নিয়ম

দেশের কোটি কোটি মানুষ প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন। তবে লোকাল ট্রেনে যাতায়াতের জন্য জেনারেল টিকিট কাটতে এখন লম্বা লাইনে দাঁড়াতে হয় না। কারণ এখন UTS…

New Rules How To Book And Cancel Local General Train Ticket Through Uts App And Get Refund

দেশের কোটি কোটি মানুষ প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন। তবে লোকাল ট্রেনে যাতায়াতের জন্য জেনারেল টিকিট কাটতে এখন লম্বা লাইনে দাঁড়াতে হয় না। কারণ এখন UTS App এর মাধ্যমে জেনারেল ট্রেনের টিকিট বুক করার সুবিধা দেয় ভারতীয় রেল। আবার এই অ্যাপের মাধ্যমে লোকাল টিকিট ক্যানসেলও করা যায়।

এখন আপনি মোবাইল ফোনের মাধ্যমে যেকোনো ‌জায়গা থেকে জেনারেল টিকিট বুক করতে পারেন। যেখানে আগে ইউটিএস অ্যাপের মাধ্যমে জেনারেল টিকিট বুকিংয়ের সর্বোচ্চ দূরত্বসীমা ছিল ২০ কিলোমিটার। আসুন UTS অ্যাপের মাধ্যমে কীভাবে সাধারণ টিকিট বুক এবং বাতিল করবেন জেনে নেওয়া যাক।

UTS অ্যাপের মাধ্যমে লোকাল ট্রেন টিকিট বুক ও ক্যানসেল কীভাবে করবেন?

UTS App এর মাধ্যমে লোকাল টিকিট বুক‌ কীভাবে করবেন?

স্টেপ 1: প্রথমে মোবাইলে ইউটিএস অ্যাপ ডাউনলোড করে নিন।

স্টেপ 2: এবার আপনার নাম, মোবাইল নম্বর, আইডি কার্ডের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।

স্টেপ 3: ইউটিএস অ্যাপে রেজিস্ট্রেশন করলে মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। এই ওটিটি এন্টার করে আপনি অ্যাপটিতে সাইন আপ করতে পারবেন।

স্টেপ 4: এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আইডি ও পাসওয়ার্ড আসবে। যার মাধ্যমে ইউটিএস অ্যাপে লগইন করতে পারবেন।

স্টেপ 5: টিকিট বুক করার জন্য এবার আপনাকে কিধরনের টিকিট নিতে চান সেটি বেছে নেওয়ার পর স্টেশনের নাম লিখতে হবে।

স্টেপ 6: তারপর নেক্সট অ্যান্ড গেট ফেয়ারে ক্লিক করে বুক টিকিট বাটন প্রেস করুন। আপনি আর-ওয়ালেট / ইউপিআই / নেট ব্যাঙ্কিং / কার্ড সহ অনেকগুলি পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে টিকিট বুক করতে পারেন।

স্টেপ 7: এবার অ্যাপে টিকিট দেখা যাবে।

UTS App এর মাধ্যমে লোকাল টিকিট বাতিল কীভাবে করবেন?

স্টেপ 1: ইউটিএস অ্যাপে যান এবং লগ ইন করুন। এরপর ‘ক্যানসেল’ বাটনে ক্লিক করুন।

স্টেপ 2: এর পরে, আপনার সামনে একটি নতুন পেজ খুলবে যেখানে বাতিল করার জন্য সমস্ত টিকিট দেখা যাবে। টিকিট বাতিল করলে ৩০ টাকা ক্যানসেলেশন চার্জ নেওয়া হবে। আপনি যদি ৩০ টাকার কম দামের টিকিট কেটে থাকেন তাহলে সেই টিকিট এখানে দেখা যাবে না। কারণ আপনি সেই টিকিট বাতিল করতে পারবেন না। এবার এই উইন্ডোতে প্রদর্শিত ‘ক্যানসেল টিকিট’ বাটনে ক্লিক করতে হবে।

স্টেপ 3: এখন অ্যাপটি আপনাকে টিকিট বাতিলের বিষয়টি নিশ্চিত করতে বলবে। এবার আপনাকে OK প্রেস করতে হবে। বাতিলকরণ চার্জ কাটার পরে, রিফান্ডের পরিমাণ একটি ছোট পপ-আপ বক্সে দেখা যাবে।