Apps

UTS App: লোকাল ট্রেনের টিকিট বুক ও ক্যানসেল কীভাবে করবেন, বদলে গেল নিয়ম

দেশের কোটি কোটি মানুষ প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন। তবে লোকাল ট্রেনে যাতায়াতের জন্য জেনারেল টিকিট কাটতে এখন লম্বা লাইনে দাঁড়াতে হয় না। কারণ এখন UTS App এর মাধ্যমে জেনারেল ট্রেনের টিকিট বুক করার সুবিধা দেয় ভারতীয় রেল। আবার এই অ্যাপের মাধ্যমে লোকাল টিকিট ক্যানসেলও করা যায়।

এখন আপনি মোবাইল ফোনের মাধ্যমে যেকোনো ‌জায়গা থেকে জেনারেল টিকিট বুক করতে পারেন। যেখানে আগে ইউটিএস অ্যাপের মাধ্যমে জেনারেল টিকিট বুকিংয়ের সর্বোচ্চ দূরত্বসীমা ছিল ২০ কিলোমিটার। আসুন UTS অ্যাপের মাধ্যমে কীভাবে সাধারণ টিকিট বুক এবং বাতিল করবেন জেনে নেওয়া যাক।

UTS অ্যাপের মাধ্যমে লোকাল ট্রেন টিকিট বুক ও ক্যানসেল কীভাবে করবেন?

UTS App এর মাধ্যমে লোকাল টিকিট বুক‌ কীভাবে করবেন?

স্টেপ 1: প্রথমে মোবাইলে ইউটিএস অ্যাপ ডাউনলোড করে নিন।

স্টেপ 2: এবার আপনার নাম, মোবাইল নম্বর, আইডি কার্ডের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।

স্টেপ 3: ইউটিএস অ্যাপে রেজিস্ট্রেশন করলে মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। এই ওটিটি এন্টার করে আপনি অ্যাপটিতে সাইন আপ করতে পারবেন।

স্টেপ 4: এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আইডি ও পাসওয়ার্ড আসবে। যার মাধ্যমে ইউটিএস অ্যাপে লগইন করতে পারবেন।

স্টেপ 5: টিকিট বুক করার জন্য এবার আপনাকে কিধরনের টিকিট নিতে চান সেটি বেছে নেওয়ার পর স্টেশনের নাম লিখতে হবে।

স্টেপ 6: তারপর নেক্সট অ্যান্ড গেট ফেয়ারে ক্লিক করে বুক টিকিট বাটন প্রেস করুন। আপনি আর-ওয়ালেট / ইউপিআই / নেট ব্যাঙ্কিং / কার্ড সহ অনেকগুলি পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে টিকিট বুক করতে পারেন।

স্টেপ 7: এবার অ্যাপে টিকিট দেখা যাবে।

UTS App এর মাধ্যমে লোকাল টিকিট বাতিল কীভাবে করবেন?

স্টেপ 1: ইউটিএস অ্যাপে যান এবং লগ ইন করুন। এরপর ‘ক্যানসেল’ বাটনে ক্লিক করুন।

স্টেপ 2: এর পরে, আপনার সামনে একটি নতুন পেজ খুলবে যেখানে বাতিল করার জন্য সমস্ত টিকিট দেখা যাবে। টিকিট বাতিল করলে ৩০ টাকা ক্যানসেলেশন চার্জ নেওয়া হবে। আপনি যদি ৩০ টাকার কম দামের টিকিট কেটে থাকেন তাহলে সেই টিকিট এখানে দেখা যাবে না। কারণ আপনি সেই টিকিট বাতিল করতে পারবেন না। এবার এই উইন্ডোতে প্রদর্শিত ‘ক্যানসেল টিকিট’ বাটনে ক্লিক করতে হবে।

স্টেপ 3: এখন অ্যাপটি আপনাকে টিকিট বাতিলের বিষয়টি নিশ্চিত করতে বলবে। এবার আপনাকে OK প্রেস করতে হবে। বাতিলকরণ চার্জ কাটার পরে, রিফান্ডের পরিমাণ একটি ছোট পপ-আপ বক্সে দেখা যাবে।

Tech Gup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
Tech Gup Desk

Recent Posts

গেমারদের প্রথম পছন্দ হবে Realme Narzo 70 Turbo 5G, থাকবে আকর্ষণীয় মোটরস্পোর্ট ডিজাইন

Realme শীঘ্রই Narzo সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আসন্ন এই ফোনের নাম Realme…

2 mins ago

WBBL: বিগ ব্যাশে মহিলাতে এবার খেলবে একগুচ্ছ একাধিক ভারতীয়, সিজনের আগে দল‌ বদলালেন স্মৃতি

আর এক মাস পরেই এই বছর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলেছে। সমস্যা থাকার কারণে…

17 mins ago

200 মেগাপিক্সেল ক্যামেরা এবং 24 জিবি র‌্যামের তুখোড় স্মার্টফোন আনছে Xiaomi

শাওমি চলতি বছরের ফেব্রুয়ারিতে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট দ্বারা চালিত Xiaomi 14 Ultra…

26 mins ago

Realme 13 Pro Extreme Edition লঞ্চ হল, জেনে নিন এই নতুন ফোনের দাম ও ফিচার্স

Realme 13 Pro Extreme Edition চীনে লঞ্চ হয়ে গেল। এই হ্যান্ডসেটে Qualcomm Snapdragon 7s Gen…

33 mins ago

Reliance Jio আনল নতুন রিচার্জ প্ল্যান, আনলিমিটেড 5G ডেটা সহ পাওয়া যাবে OTT সাবস্ক্রিপশন

Reliance Jio তাদের লক্ষ লক্ষ গ্রাহকদের জন্য 500 টাকারও কম দামে একটি নতুন প্ল্যান লঞ্চ…

42 mins ago

Vivo T3 Pro 5G আজ ভারতে লঞ্চ হচ্ছে, দাম ও ফিচার আগেভাগেই দেখে নিন

Vivo আজ অর্থাৎ 27 আগস্ট টি-সিরিজের নতুন স্মার্টফোন Vivo T3 Pro 5G ভারতে লঞ্চ করতে…

2 hours ago