এবার ভারতের বাইরেও ব্যবহার করা যাবে PhonePe, ইউজারদের জন্য এল আন্তর্জাতিক সুবিধা

এবার থেকে বিদেশে গিয়েও ব্যবহার করতে পারবেন PhonePe, এই অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মকে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম ঘোষণা করা হয়েছে।

UPI বা অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে PhonePe যে বেশ জনপ্রিয়, তাতে কোনো সন্দেহ নেই! এখন অধিকাংশের স্মার্টফোনেই বিভিন্ন অ্যাপের পাশে জায়গা করে নিয়েছে এই সংস্থার বেগুনি রঙের লোগোযুক্ত অ্যাপ্লিকেশন; তার কারণ এটির চটজলদি পেমেন্ট প্রসেসিং, নানা পেমেন্টের অপশনের উপলব্ধতা, ভালো কাস্টমার কেয়ার সার্ভিস প্রভৃতি সুবিধা। সব মিলিয়ে এই মুহূর্তে PhonePe-এর সবচেয়ে বেশি মার্কেট শেয়ার রয়েছে। তবে Walmart-এর এই পেমেন্ট সিস্টেমের পরিচিতি বা বিস্তৃতি আরও বাড়তে চলেছে, কারণ এবার এটি হয়ে উঠছে আন্তর্জাতিক! সোজা কথায় বললে, এবার ভারত ছাড়া বাইরের অন্যান্য দেশেও PhonePe-এর মাধ্যমে পেমেন্ট করা যাবে। নিঃসন্দেহে এই খবর PhonePe ইউজারদের কাছে একটি উপহারের সমান।

PhonePe-এর ঝুলিতে প্রথম আন্তর্জাতিক UPI পেমেন্ট সিস্টেমের খেতাব

ফোনপে ভারতের সবচেয়ে পছন্দের ইউপিআই পেমেন্ট প্ল্যাটফর্ম হলেও, অন্যান্য প্ল্যাটফর্মের মতই এতদিন একটি সমস্যা ছিল যে এটি শুধুমাত্র ভারতে ব্যবহার করা যেত। কিন্তু অতিসম্প্রতি ফোনপেকে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম ঘোষণা করা হয়েছে, ফলত এর মাধ্যমে ইউজাররা অনলাইনে বিদেশে টাকা পাঠাতে বা পেমেন্ট করতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, ফোনপে-ই প্রথম ইউপিআই পেমেন্ট প্ল্যাটফর্ম যা আন্তর্জাতিকতার গণ্ডিতে পৌঁছেছে।

PhonePe-এর মাধ্যমে বিদেশে কেনাকাটা করতে পারবেন

যারা প্রায়ই বিদেশ ভ্রমণ করেন তাদের জন্য ফোনপের এই নতুন আন্তর্জাতিক পেমেন্ট পরিষেবা যে অত্যন্ত সুবিধাদায়ক হবে তাতে কোনো সন্দেহ নেই। কারণ এই ফিচার চালু হওয়ার পর, ইউজাররা ইউপিআই ব্যবহার করে বিদেশী কাস্টমারদের পেমেন্ট করতে পারবেন। এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহী, সিঙ্গাপুর, নেপাল এবং ভুটানের সমস্ত ইন্টারন্যাশনাল মার্চেন্টদের কাছে পরিষেবাটি উপলব্ধ হয়েছে, যেখানে ইউজাররা লোকাল কিউআর কোড ব্যবহার করে সরাসরি তাদের ভারতীয় ব্যাঙ্ক থেকে বৈদেশিক মুদ্রায় টাকা প্রদান করতে সক্ষম হবেন।

বলি রাখি, আগে বিদেশে অর্থ প্রদানের জন্য একটি আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের প্রয়োজন ছিল নয়ত বা স্থানীয় মুদ্রা সংগ্রহ করে তা দিয়ে কাজ করতে হত। এই পুরো প্রক্রিয়াই বেশ সময় সাপেক্ষ ছিল। কিন্তু ফোনপে ইন্টারন্যাশনাল ইউপিআই সিস্টেমের সাহায্যে এবার থেকে নিরাপদে এবং সহজেই পেমেন্ট করা যাবে। মনে রাখবেন, বিদেশে ফোনপে ব্যবহার বা ইউপিআই ইন্টারন্যাশনালের ব্যবহারের জন্য ইউজারদের ইউপিআই লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আন্তর্জাতিক ভ্রমণের আগে সক্রিয় করতে হবে। এর জন্য তাদের কাজে লাগাতে হবে নিজের ইউপিআই পিন।