রাশিফল বা ফটো এডিটিং অ্যাপ ব্যবহার করেন? অচিরেই খোয়া যেতে পারে আপনার ডেটা

সম্প্রতি Facebook কর্তৃপক্ষ মানে Meta একটি সতর্কবার্তা জারি করে ১০ লাখের বেশি ইউজারের ডেটা ফাঁস হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আর এই খবর সামনে আসা মাত্রই…

সম্প্রতি Facebook কর্তৃপক্ষ মানে Meta একটি সতর্কবার্তা জারি করে ১০ লাখের বেশি ইউজারের ডেটা ফাঁস হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আর এই খবর সামনে আসা মাত্রই শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। আসলে কোম্পানির তরফে জানানো হয়েছে যে, এই সমস্ত ইউজারের অ্যাকাউন্ট ডিটেইলস, পাসওয়ার্ডসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য আর গোপন নেই। কিন্তু এক্ষেত্রে হ্যাকিং জাতীয় কোনো ঘটনা ঘটেনি, বরঞ্চ ইউজারদের ব্যবহৃত প্রায় ৪০০টি অ্যাপের মাধ্যমে ডেটা ফাঁস হয়েছে। আসলে মোবাইল গেম খেলার জন্য, দৈনিক রাশিফল দেখার জন্য কিংবা ফটো এডিট করার জন্য আমরা প্রচুর অ্যাপ ব্যবহার করে থাকি। আর এই সমস্ত অ্যাপে আমাদের একটি অ্যাকাউন্ট বা প্রোফাইল তৈরি করতে হয়, যার জন্য আমরা অনেকেই নিজেদের Facebook অ্যাকাউন্টটি লিঙ্ক করে থাকি। সমস্যা হচ্ছে যে, আমাদের এই কাজেরই সুযোগ নেয় ভুয়ো বা প্রতারণামূলক অ্যাপ।

ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী, গুগল প্লে স্টোর এবং অ্যাপল প্লে স্টোরে বর্তমানে ফটো এডিটর, মোবাইল গেমস, হেল্থ ট্র্যাকারের নামে অনেক প্রতারণামূলক অ্যাপ উপলব্ধ রয়েছে যেগুলির দ্বারা স্মার্টফোন ইউজাররা সহজেই প্রলুব্ধ হন। এই ধরনের অ্যাপগুলি এদের সাধারণ পরিচয় বা ফিচারকে বাঁয়ে রেখে ইউজারদের অগোচরে অন্যভাবে কাজ করে। অথচ এগুলির ব্যবহারকারীদের কোনোরকম সন্দেহও হয়না যে তারা কী বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে চলেছেন।

এইসব অ্যাপের মাধ্যমে চুরি হয়েছে বেশিরভাগ Facebook ইউজারের ডেটা

যেসব অ্যাপের মাধ্যমে বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারীর তথ্য চুরি করা হয়েছে তার মধ্যে রয়েছে – ফটো এডিটর, ক্যামেরা অ্যাপ, ভিপিএন সার্ভিস, রাশিফল ​​অ্যাপ এবং ফিটনেস ট্র্যাকিং অ্যাপ। এগুলির প্রায় অধিকাংশই অ্যান্ড্রয়েড অ্যাপ। উল্লেখ্য, বেশি ডেটা চুরি হয়েছে ফটো ফিল্টার এবং বিজনেস ইউটিলিটি অ্যাপ থেকে, যাদের নামের কারণে ব্যবহারকারীরা বিভ্রান্ত হয়েছিলেন।

Facebook অ্যাকাউন্ট দিয়ে লগইন করার চেষ্টা সফল হয়নি, অথচ খোয়া গেছে ডেটা

মেটার থ্রেট ডিসরাপশনের ডিরেক্টর ডেভিড অ্যাগ্রানোভিচের মতে, এই ধরণের অ্যাপগুলিতে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে লগইন করার বিকল্প ছিল; কিন্তু ইউজাররা লগইন করার পরও এগুলি কাজ করেনি। ডেভিড বলছেন যে, ডেটা চোররা জানে যে এই ধরনের অ্যাপগুলি কতটা জনপ্রিয় তাই ডেটা চুরি করার জন্য তারা এই পদ্ধতি ব্যবহার করে। সেক্ষেত্রে আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট অন্য কোনো অ্যাপের সাথে লিঙ্ক করে থাকেন, তাহলে সম্ভাব্য অস্বস্তি বা যেকোনো ধরনের ডেটা চুরি এড়াতে, প্রথমে আপনার অ্যাকাউন্ট সেটিংয়ের মাধ্যমে সমস্ত ডিভাইস থেকে লগআউট করুন এবং লিঙ্কড অ্যাপ্লিকেশনগুলি রিমুভ করুন। এরপর পরিবর্তন করুন আপনার পাসওয়ার্ড।