WardWizard ভারতে তিনটি উচ্চ গতির ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল, একচার্জে দৌড়বে 100 কিমি, দাম ও ফিচার দেখে নিন

Joy e-bike নির্মাতা WardWizard Innovations and Mobility Limited দেশের বাজারে তিনটি নতুন উচ্চ-গতির ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল – Wolf+, Gen Next Nanu+, এবং Del Go৷ প্রথম দু’টি মডেলের দাম রাখা হয়েছে যথাক্রমে ১.১০ লক্ষ টাকা ও ১.০৬ লক্ষ টাকা৷ Del Go মডেলটি ডেলিভারি ই-স্কুটাররূপে এসেছে৷ অর্থাৎ এটি ই-কমার্স বা ফুড অ্যাপের অর্ডার পৌঁছনোর জন্য আদর্শ৷ দাম রাখা হয়েছে ১.১৪ লক্ষ টাকা৷ উল্লেখ্য, কেন্দ্রের ফেম-টু সাবসিডি যোগ করার পর এগুলি এক্স-শোরুমের মূল্য৷

সংস্থার গুজরাতের কারখানায় তৈরি হয়েছে Wolf+, Gen Next Nanu+, এবং Del Go৷ যতটা সম্ভব দেশীয় প্রযুক্তি ও ডিজাইনের প্রয়োগ বেশি করা যায়, সে দিকে খেয়াল রাখা হয়েছে৷ প্রতিটি ই-স্কুটার আধুনিক ফিচারের সঙ্গে এসেছে৷ স্থায়িত্বের উপর বিশেষ গুরুত্ব আরোপণ করা হয়েছে৷ Joy e-bike এর ডিলারশিপে ব্যাটারিচালিত স্কুটারগুলির বুকিং চালু হয়েছে৷ তিন বছরের ওয়ারেন্টি দিচ্ছে সংস্থা৷

ওয়ার্ডউইজার্ড এই প্রসঙ্গে বলেছে, Wolf+, Gen Next Nanu+, এবং Del Go-এর হাত ধরে আমরা হাই-স্পিড ইলেকট্রিক স্কুটারের বাজারে পা রাখলাম৷ স্কুটারত্রয়ীতে ‘মেক-ইন-ইন্ডিয়া’ প্রকল্পের আদর্শ বাস্তবায়ন ঘটেছে৷ গুজরাতের ভাদোদরায় আমাদের বিশ্বমানের কারখানায় Wolf+, Gen Next Nanu+, এবং Del Go এর উৎপাদন শুরু হবে৷

Wolf+, Gen Next Nanu+ ও Del Go-এর এর ফিচারগুলির মধ্যে রিভার্স মোড, ব্লুটুথ কানেক্টিভিটি, ভেহিকল ট্রাকিং কীলেস স্টার্ট/স্টপ, রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম, জিও ফেন্সিং, ডিস্ক ব্রেক (ফ্রন্ট-রিয়ার) স্মার্ট রিমোট কন্ট্রোল ও রাইডিং মোড (ইকো, স্পোর্টস, ও হাইপার) উল্লেখযোগ্য৷ প্রতিটি স্কুটারে ১.৫ কিলোওয়াট বিএলডিসি মোটর এবং ৬০ ভোল্ট অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে, যা চার্জে পরিপূর্ণ অবস্থায় ১০০ কিলোমিটার পথ চলতে সক্ষম বলে দাবি করা হয়েছে৷ বিদ্যুৎচালিত স্কুটারগুলি ঘন্টা প্রতি সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতি তুলতে পারবে৷

Wolf+ ম্যাট ব্ল্যাক, স্টারডাস্ট গ্রে, এবং ডিপ হোয়াইট কালার অপশনে উপলব্ধ৷ Gen Next Nanu+ মিডনাইট ব্ল্যাক ও ম্যাট হোয়াইট রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে৷ আর সবশেষে, Del Go ডেলিভারি ই-স্কুটার ব্ল্যাক ও গ্রে রঙে পাওয়া যাবে৷