লঞ্চের পর ভারতে আজ প্রথমবার বিক্রি হল Dizo Trimmer Kit, জেনে নিন ফিচার ও দাম

গত ১৭ই আগস্ট অর্থাৎ আগের সপ্তাহে ভারতীয় বাজারে লঞ্চের পর, আজ পূর্ব ঘোষণা মতই প্রথমবার কেনার জন্য উপলব্ধ হল Realme-র টেকলাইফ ব্র্যান্ড Dizo (ডিজো)-র ৪-ইন-১ (4-in-1) গ্রুমিং ট্রিমার Dizo Trimmer Kit (ডিজো ট্রিমার কিট)। এই নতুন ট্রিমারে ২৪০ মিনিট মানে ৪ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ, ওয়াটার সেল্ফ-শার্পনিং ব্লেড, রেসিট্যান্ট রেটিং এবং আরো কিছু নজরকাড়া ফিচার দেখা যাবে। আবার Dizo-র অন্যান্য প্রোডাক্টের মত এই গ্রুমিং ট্রিমারটি মিলবে সাশ্রয়ী দামে। আসুন এখন এক নজরে দেখে নিই Dizo Trimmer Kit-এর দাম, উপলভ্যতা এবং স্পেসিফিকেশন।

আবার Dizo-র এই নতুন ট্রিমার কিনতে বেশি খরচও হবে না, এটি ব্র্যান্ডের আগের ট্রিমারগুলির মতই অত্যন্ত সস্তায় পাওয়া যাবে।

Dizo Trimmer Kit গ্রুমিং ট্রিমারের দাম, লভ্যতা

নতুন ডিজো ট্রিমার কিটের দাম রাখা হয়েছে ১,২৯৯ টাকা, তবে লঞ্চ উপলক্ষে এটি ৯৯৯ টাকার বিশেষ দামে বিক্রি হবে। আগ্রহীরা ট্রিমারটি ফ্লিপকার্ট (Flipkart) থেকে পেয়ে যাবেন (প্রতিবেদনটি লেখার সময় ডিজো ট্রিমার কিট ‘আউট অফ স্টক’ ছিল)।

Dizo Trimmer Kit গ্রুমিং ট্রিমারের স্পেসিফিকেশন

ডিজো ট্রিমার কিটের ডিজাইন বা বিল্ডের কথা বললে, এতে কমপ্যাক্ট সাইজ ও ৫০% তীক্ষ্ণ (sharp) ৪২০ গ্রেড সেল্ফ-শার্পনিং স্টেইনলেস স্টিল ব্লেড দেখা যাবে। এই ব্লেড থেকে কাটা ছেঁড়ার সম্ভাবনা তো নেই, উপরন্তু এটি দীর্ঘদিন ব্যবহারের ফলেও ভোঁতা হবে না! এক্ষেত্রে ট্রিমারটি ০.৫ মিমি থেকে ৪০ মিমি পর্যন্ত প্রিসিয়ন (precision) রেঞ্জে ব্যবহার করা যাবে; অন্যদিকে এটি চারটি বিকল্প – ০.৫-১০ মিমি চিরুনি, ১০-২০ মিমি চিরুনি, নোজ/ইয়ার (নাক ও কানের) ট্রিমার এবং স্ট্যান্ডার্ড ট্রিমার। উল্লেখ্য, প্রোডাক্টটি আইপিএক্স৫ (IPX5) রেটিং প্রাপ্ত হওয়ায় প্রয়োজনে গ্রাহকরা এটিকে জল দিয়ে ধুয়ে নিতে পারবেন।

শুরুতেই বলেছি, ডিজোর এই নয়া ট্রিমার একবার চার্জে ২৪০ মিনিট টানা চলবে, কারণ প্রোডাক্টটিতে ১,৩০০ এমএএইচ ব্যাটারি দিয়েছে কোম্পানি। তাদের দাবি, ট্রিমারটি সপ্তাহে দুবার ব্যবহার করলে এর ব্যাটারি তিন মাস ব্যাকআপ দেবে। তবে শুধু ব্যাটারি ব্যাকআপ নয়, আর অন্যান্য ফিচারও বেশ আকর্ষণীয়। যেমন, নতুন ট্রিমারে ট্রাভেল লক অপশন দেওয়া আছে। অন্যদিকে এটি চার্জ করার জন্য রয়েছে টাইপ-সি পোর্ট, ফলত ইউজাররা ফোনের চার্জার দিয়েও এটিকে চার্জ করতে পারবেন। শুধু তাই নয়, এটিতে ফাস্ট চার্জিংয়ের সুবিধাও রয়েছে, যা ১০ মিনিট চার্জে ১৫ মিনিটের ব্যাকআপ দেবে। একইসাথে এতে ব্যাটারির লেভেল চেক করার জন্য মিলবে একটি এলইডি (LED) ইন্ডিকেটর।