Valentine’s Day Sticker: প্রিয় মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করুন এই WhatsApp স্টিকার পাঠিয়ে

আজ ভ্যালেন্টাইনস ডে (Valentine’s Day), তামাম দুনিয়াবাসীর কাছে ভালোবাসার বিশেষ দিন। প্রতিবছর ১৪ই ফেব্রুয়ারি তারিখটি হাজির হওয়া মানেই ভালোবাসার স্রোতে গা ভাসানো – প্রিয় মানুষের সাথে সময় কাটানো, উপহার বিনিময়, শুভেচ্ছা জানানো ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি আপনার ‘মনের মানুষ’ এই মুহূর্তে আপনার থেকে দূরে থাকে কিংবা আপনি কোনো কারণে ফোনের মাধ্যমে সেই মানুষটির প্রতি ভালবাসা প্রকাশ করতে চান, তাহলে কী করবেন? সেক্ষেত্রে বলি, এই কাজের জন্যও আপনি সর্বক্ষণের সঙ্গী WhatsApp-এর সাহায্য নিতে পারেন। আসলে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটিতে স্টিকার পাঠানোর বিষয়টি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাই আপনি চাইলে ভ্যালেন্টাইনস ডে-র বিশেষ স্টিকার WhatsApp-এর মাধ্যমে শেয়ার করে, প্রিয়জনকে মনের কথা জানাতেই পারেন; আর এর জন্য আপনাকে কোনো ঝামেলাও করতে হবেনা, কারণ এই স্টিকারগুলি Android এবং iOS উভয় ডিভাইসেই বিনামূল্যে শেয়ার করা যায়৷

কীভাবে WhatsApp-এ Valentine’s Day স্টিকার পাঠাবেন?

১. হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভালোবাসার স্টিকার পাঠাতে প্রথমে আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে এর অ্যাপটি খুলুন।

২. এরপর ভ্যালেন্টাইনস ডে স্টিকার পাঠাতে চান এমন কন্ট্যাক্টে ক্লিক করে ‘+’ আইকনে ক্লিক করুন এবং থার্ড পার্টি স্টিকার প্যাকগুলিতে অ্যাক্সেস করার চেষ্টা করুন।

৩. এক্ষেত্রে আপনাকে অ্যাপ্লিকেশন স্টোর থেকে প্রেম বা ভালোবাসার স্টিকারগুলি সার্চ করে, স্টিকার প্যাক ফোনে ডাউনলোড করতে হবে। আপনারা চাইলে ওপরের দুটি স্টেপ বাদ দিয়ে সরাসরি স্টিকার প্যাক সার্চ করতে পারেন, কারণ হোয়াটসঅ্যাপ বাই ডিফল্ট কোনো ভ্যালেন্টাইন স্টিকার অফার করেনা।

৪. যাইহোক সম্পূর্ণ স্টিকার প্যাক আপনার ফোনে ডাউনলোড হয়ে গেলে, আপনি সেটি হোয়াটসঅ্যাপের চ্যাট মেনু থেকে ইচ্ছামত কোনো ইউজারের সাথে শেয়ার করতে পারবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, আপনি চাইলে অ্যাপল অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে Sticker.ly, Sticker Maker + Stickers, Stickles এবং Wsticker জাতীয় থার্ড পার্টি স্টিকার অ্যাপ ফ্রি-তে ডাউনলোড করে হোয়াটসঅ্যাপে প্রচুর মজাদার স্টিকার উপভোগ করতে পারেন।