WhatsApp-এর এই সেটিংস অন রেখেছেন? ফোন হ্যাক হয়ে গেলেও টের পাবেন না

তরুণ প্রজন্মের কিশোর-কিশোরী থেকে শুরু করে ৭৫-৮০ বছর বয়সী প্রবীণ – বর্তমান সময়ে WhatsApp (হোয়াটসঅ্যাপ) প্রায় সকলেই ব্যবহার করেন। কাজের প্রয়োজনে কিংবা অবসর সময়ে চ্যাট করতে Meta (মেটা) মালিকানাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির প্রয়োজনীয়তা সম্পর্কে এখন আর নতুন করে কাউকেই কিছু বলার প্রয়োজন পড়ে না। নিত্যদিনের হাজারো চ্যাটের ভিড়ে এই প্ল্যাটফর্ম মারফত ছবি, অডিও ইত্যাদি নানাবিধ ফাইল শেয়ার করা হয়। আর এই বহুল ব্যবহারের জেরে বর্তমান সময়ে অ্যাপটিকে হাতিয়ার করে দুর্বৃত্তরা ইউজারদেরকে সাইবার জালিয়াতির ফাঁদে ফেলার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সহজসরল সাধারণ মানুষকে প্রতারিত করার জন্য হ্যাকারদের কাছে এখন হাজারো উপায় মজুত রয়েছে, যার মধ্যে অন্যতম একটি হল জিআইএফ (GIF) ফাইলের মাধ্যমে হ্যাকিং। চলতি সময়ে এই পন্থায় হাজারো মানুষ স্ক্যামারদের জালিয়াতির শিকার হচ্ছে। কিন্তু ঠিক কীভাবে? আসুন জেনে নিই।

Media Auto-Download অপশন অন থাকলে ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা প্রবল

বহু ইউজাররাই তাদের হোয়াটসঅ্যাপ সেটিংস (WhatsApp Settings)-এ মিডিয়া অটো-ডাউনলোড (Media Auto-Download) অপশনটিকে অন করে রাখেন। এর ফলে ফোনে যদি ইন্টারনেট কানেকশন অন থাকে, তাহলে হ্যান্ডসেটে কোনো নতুন মিডিয়া ফাইল (অডিও, ভিডিও এবং জিআইএফ) আসা মাত্রই স্বয়ংক্রিয়ভাবে তা ডাউনলোড হয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় হ্যাকারদের আসল খেলা, যার ফলে ব্যবহারকারীদের ভয়ঙ্কর রকমের সাইবার জালিয়াতির সম্মুখীন হতে হয়। তাই ইউজারদের এই বিষয়টির সম্পর্কে সতর্ক থাকা একান্ত আবশ্যক।

আসলে ব্যাপারটা হল, দুর্বৃত্তরা মূলত জিআইএফ এবং ভিডিও ফাইলের মাধ্যমে ইউজারদের ফোনে ক্ষতিকর ম্যালওয়্যার সেন্ড করে। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে উক্ত অপশনটি অন থাকায় ফোনে আসা মাত্রই ফাইলগুলি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে যায়, যার ফলে ডিভাইসে ম্যালওয়্যার প্রবেশ করে। এর দরুন ইউজারদের ফোনের সম্পূর্ণ অ্যাক্সেস পেতে সক্ষম হয় হ্যাকাররা; আর তার ফলটা যে কী হয়, সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই।

এভাবে টার্ন অফ করুন Media Auto-Download অপশন

মোদ্দা কথা হল, Media Auto-Download অপশনটিকে অন করে রাখলে কোনো অচেনা ব্যক্তি যদি ইমেজ, ভিডিও, কিংবা জিআইএফ ফাইল সেন্ড করে, তাহলে তা স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে যাবে, যার জেরে ইউজাররা ভয়ঙ্কর রকমের বিপদের সম্মুখীন হতে পারেন। তাই হ্যাকিংয়ের হাত থেকে বাঁচতে চাইলে ব্যবহারকারীদেরকে এই অপশনটি অবশ্যই টার্ন অফ করে রাখতে হবে। এর জন্য WhatsApp ওপেন করে Settings অপশনে যেতে হবে এবং তারপর Storage and Data-তে ক্লিক করতে হবে। এখানে Media Auto-Download অপশনটির দেখা মিলবে, যার অধীনে When using mobile data, When connected on Wi-Fi, এবং When roaming – এই তিনটি বিকল্প রয়েছে। আবার, এগুলির প্রত্যেকটির অধীনে Photos, Audio, Video, এবং Documents – এই চারটি অপশন বিদ্যমান। এগুলির প্রতিটিকে টার্ন অফ করলে হ্যাকারদের হাত থেকে নিস্তার পেতে সক্ষম হবেন ব্যবহারকারীরা।