একসঙ্গে ১০২৪ জনের সাথে চ্যাট করা যাবে, Telegram কে টেক্কা দিয়ে WhatsApp আনছে নতুন ফিচার

বিশ্বব্যপি বহুল ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp সম্প্রতি প্রাইভেসি সংক্রান্ত একটি ফিচার রোলআউট করেছিল। আর এখন জানা যাচ্ছে, আলোচ্য অ্যাপটি এমন একটি নতুন বৈশিষ্ট্যকে তাদের প্ল্যাটফর্মে সংযুক্ত করতে চলেছে, যা গ্রুপ মেসেজিং সিস্টেমে বড় ধরনের পরিবর্তন আনবে। আরো খোলাখুলি বললে, মেটা-মালিকাধীন এই অ্যাপে প্রথম প্রথম একটি গ্রুপে মাত্র ২৫৬ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা যেত এবং পরবর্তীতে এই সংখ্যা ৫১২ জনে উন্নীত হয়েছিল। তবে আসন্ন আপডেটের পর গ্রুপ মেম্বার বা সদস্য সংখ্যা আবার বাড়ানো হবে এবং এই সংখ্যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ হতে পারে বলে জানতে পেরেছি আমরা।

১,০০০ -এরও বেশি সংখ্যক গ্রুপ মেম্বার যুক্ত করার সুবিধা নিয়ে আসছে WhatsApp

দেখতে গেলে অন্যান্য ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের তুলনায় অনেকটাই কম সংখ্যক গ্রুপ মেম্বার অন্তর্ভুক্ত করার অনুমতি দেয় হোয়াটসঅ্যাপ। আর এই অভাবকে কেন্দ্র করে বহু ব্যবহারকারী ইতিমধ্যে প্রশ্নও তুলেছিলেন। তবে মনে হচ্ছে আসন্ন ফিচারটি চালু হলে এই পার্থক্যের অবসান ঘটতে পারে। এমনটা মনে করার কারণ, সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে হোয়াটসঅ্যাপ শীঘ্রই ১,০২৪ জন মেম্বারকে গ্রুপে অ্যাড করার বিকল্প প্রদান করবে এবং এই নতুন ফিচারটি বর্তমানে পরীক্ষাধীন রয়েছে। ফলে আলোচ্য খবর যদি সত্যি হয়, তাহলে এক হাজারেরও বেশি লোকের সাথে একই সময়ে তথা এক সাথে যোগাযোগ স্থাপন করা যাবে এবং পাশাপাশি আরও উন্নত গ্রুপ মেসেজিংয়ের অভিজ্ঞতা লাভ করা সম্ভব হবে।

বিটা ভার্সনে অধিক সংখ্যক গ্রুপ মেম্বার যুক্ত করার ফিচার টেস্ট করছে WhatsApp

হোয়াটসঅ্যাপ বিটা ফিচার ট্র্যাকার WABetaInfo তাদের একটি লেটেস্ট রিপোর্টে আলোচ্য হোয়াটসঅ্যাপ আপডেট সম্পর্কে অবহিত করে জানিয়েছে, মেটা-মালিকানাধীন প্ল্যাটফর্মটি বিদ্যমান ৫১২ জন মেম্বার যুক্ত গ্রুপ লিমিটে বড়সড় পরিবর্তন আনার জন্য বিবিধ পরীক্ষা-নিরীক্ষা করছে। ফলে, বিটা টেস্টিং সম্পন্ন হওয়ার পর অ্যাডমিনরা একটি গ্রুপে ১,০২৪ জন পর্যন্ত মেম্বার যুক্ত করার বিকল্প পেয়ে যাবেন।

WhatsApp -এ ‘View Once’ ফিচার ব্যবহার করাকালীন আর নেওয়া যাবে না স্ক্রিনশট

ব্যবহারকারীদের আরও ভালো প্রাইভেসি সাপোর্ট দিতে হোয়াটসঅ্যাপ তাদের ‘ভিউ ওয়ানস’ ফিচারে সামান্য বদল এনেছে। এতদিন ভিউ ওয়ান ফিচার ব্যবহার করে পাঠানো ছবি বা ভিডিওর স্ক্রিনশট নেওয়া যেত। কিন্তু এখন প্রাপকরা ‘ভিউ ওয়ানস’ ফিচারের অধীনে আসা মেসেজের স্ক্রিনশট নিতে পারবেন না। ফলে প্রেরক যে উদ্দেশ্যে উক্ত ফিচারটি ব্যবহার করে মিডিয়া ফাইল পাঠিয়েছেন তা বজায় থাকবে।

বিজনেস অ্যাকাউন্টের জন্য ‘প্রিমিয়াম সাবস্ক্রিপশন’ পরিষেবা টেস্ট করছে WhatsApp

হোয়াটসঅ্যাপ বর্তমানে তাদের বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্যও একটি প্রিমিয়াম পরিষেবা নিয়ে পরীক্ষা করছে, যা কেবল নির্বাচিত কিছু ব্যবহারকারীদেরই উন্নত তথা বিশেষ ফিচার ব্যবহারের সুবিধা প্রদান করবে। ব্যাপারটা আরেকটু সরল করে বলি, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ ব্যবহারকারী ছোট এবং বড় ব্যবসায়ী সংস্থাগুলি প্রিমিয়াম সাবস্ক্রিপশন (Premium Subscription) পরিষেবার সুবিধা পাবে। যার দৌলতে সংস্থাগুলি অতি সহজেই আরও বেশি সংখ্যক গ্রাহকদের কাছে পৌঁছাতে সক্ষম হবে।