কখন অনলাইন থাকছেন জানতে পারবে না কেউই, গোপনে WhatsApp করার সুবিধা নিয়ে আসছে নয়া সেটিং

WhatsApp (হোয়াটসঅ্যাপ)-এর ‘লাস্ট সিন’ সেটিং সম্পর্কে ওয়াকিবহাল নন, এমন ইউজার খুব কমই আছেন। লোকনজর থেকে বাঁচতে অথবা নির্দিষ্ট সময়ে অনলাইন ছিলেন তা প্রিয়জনের কাছে বা কাজের জায়গায় না জানাতে অনেকেই এই সেটিংটি টার্ন অফ করে রাখেন। আবার, কয়েক সপ্তাহ আগে লাস্ট সিন, প্রোফাইল পিকচার এবং অ্যাবাউট স্ট্যাটাসের জন্য বহু প্রতীক্ষিত একটি নতুন প্রাইভেসি সেটিং এনেছে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি, যার ফলে এখন ইউজাররা ‘মাই কন্ট্যাক্টস এক্সসেপ্ট’ (My contacts except…) অপশনটি সিলেক্ট করে রেখে নির্দিষ্ট কোনো ব্যক্তির কন্ট্যাক্ট থেকে এই বিষয়গুলি লুকিয়ে রাখতে সক্ষম হচ্ছেন। কিন্তু এত কিছু সত্ত্বেও WhatsApp-এ অনলাইন থাকার বিষয়টি কারো দৃষ্টির বাইরে যাচ্ছে না, কারণ লাস্ট সিন অফ করে বা কনফিগার করে রাখলেও ইউজার অনলাইন থাকলেই অন্যেরা তা দেখতে পান। ফলে অনেকেই WhatsApp-এর মূল সংস্থার Facebook (ফেসবুক) প্ল্যাটফর্মটির মত অনলাইন বা অ্যাক্টিভ স্ট্যাটাস অফ রাখার অপশনের প্রয়োজনীয়তা অনুভব করেন। সেক্ষেত্রে এতদিন এই অস্বস্তির কোনো সুরাহা না করা গেলেও, হালফিলে সংস্থা এই বিষয়টি নিয়ে ভাবছে বলে জানা গিয়েছে। সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী, খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজাররা WhatsApp-এ অনলাইন স্ট্যাটাস অফ রাখার বিকল্প পেতে পারেন।

WABetaInfo-র নতুন রিপোর্ট থেকে জানা যায় যে, ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড সংস্করণে (ভার্সন ২.২২.১৬.১২) একটি নতুন প্রাইভেসি সেটিং দেখা গেছে। তবে বিটা টেস্টাররা এটি এখনো ব্যবহার করার সুযোগ পাননি। এটি উপলব্ধ হলে সেটিংস> অ্যাকাউন্ট> প্রাইভেসি> লাস্ট সিন অপশন থেকেই অ্যাক্সেস করা যাবে। সোজা ভাষায় বললে, হোয়াটসঅ্যাপে ইউজাররা ‘লাস্ট সিন’ লুকিয়ে রাখার যে অপশন পান, তারই একটি সংযুক্তি হিসেবে আসতে পারে ফিচারটি।

এই প্রসঙ্গে বলে রাখি, আলোচ্য ফিচারটি একেবারে নতুন বা সংস্থা এখন বিষয়টি নিয়ে এগোচ্ছে তা নয়; বরঞ্চ প্রায় এক মাস আগে আইওএস (iOS) ইউজারদের জন্য এটিকে নিয়ে পরীক্ষা করা হয়েছে। সেক্ষেত্রে অনলাইন স্ট্যাটাস অফের ফিচার হাতে পেলে এবং সেটি ব্যবহার করলে, কেউই ব্যবহারকারী কখন অনলাইনে থাকছেন তা জানতে পারবে না। ইউজার কার্যত চুপিসাড়ে সবার অজান্তেই যখন বা যতক্ষণ খুশি অনলাইন হয়ে হোয়াটসঅ্যাপে সময় কাটাতে পারবেন। এতে একদিকে যেমন গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড বা আত্মীয়-স্বজনের কড়া নজর থেকে বাঁচতে পারবেন, তেমনই কাজের জায়গার কেউ আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার সম্পর্কে কিছু টের পাবে না। এছাড়া অযাচিত মেসেজ আসা বন্ধ হওয়া কিংবা ব্যক্তিগত সুরক্ষা বাড়ার মত বিষয়গুলিও এই ফিচারটির হাত ধরে আসবে বলে ধরে নেওয়া যায়।

ইতিমধ্যেই WhatsApp-এ এসেছে এই সমস্ত ফিচার

নিত্যনতুন ফিচার আনা WhatsApp-এর জন্য কোনো নতুন বিষয় নয়! দিন কয়েক আগেই সংস্থাটি ‘মেসেজ রিয়্যাকশন’ (Message Reaction) ফিচারটি নতুন করে আপডেট করে, সমস্ত ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া জানানোর সুযোগ দিয়েছে। আবার অতিসম্প্রতি এসেছে অ্যান্ড্রয়েড থেকে আইওএস (iOS)-এ এবং এর বিপরীত অর্থাৎ আইওএস থেকে অ্যান্ড্রয়েডে চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করার বহু প্রতীক্ষিত অপশন।