WhatsApp আনল নতুন ফিচার, আর ফটোর স্ক্রিনশট নেওয়া যাবে না

ইউজারদের সুবিধার্থে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp প্রায়শই নিত্যনতুন কার্যকর ফিচার রোলআউট করে থাকে। অ্যাপটিতে উপলব্ধ এরকমই একটি অন্যতম জনপ্রিয় ফিচার হল ভিউ ওয়ান্স (View Once), যেটিকে মেটা (Meta) মালিকানাধীন সংস্থাটি ব্যবহারকারীদের প্রাইভেসি সুরক্ষার দিকটিকে আরও মজবুত করার জন্য চালু করেছিল। উক্ত ফিচারটির সুবিধাজনক দিক হল, ভিউ ওয়ান্স ব্যবহার করে কাউকে কোনো ছবি বা ভিডিও পাঠালে প্রাপক মেসেজ দেখার পরে সেটি নিজে থেকেই ডিলিট হয়ে যায়, অর্থাৎ দ্বিতীয়বার সেটিকে দেখার সুযোগ পাওয়া যায় না। এর ফলে মিডিয়া ফাইলগুলি অহেতুক গ্রহীতার ডিভাইসের স্টোরেজ দখল করে থাকে না। এরকম অনবদ্য সুবিধা দেওয়ায় খুব স্বাভাবিকভাবেই WhatsApp-এর এই ফিচারটি ইতিমধ্যেই ইউজারদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে গিয়েছে।

তবে সমস্যাটা হল, একবার দেখার পর স্বয়ংক্রিয়ভাবে ফটো বা ভিডিও ডিলিট হয়ে গেলেও প্রাপক চাইলে কিন্তু সেটির স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আবার অন্য ক্যামেরার সাহায্যে মিডিয়া ফাইলগুলিকে রেকর্ড করেও রাখা যায়। এবং সেন্ডার এই স্ক্রিনশট ক্যাপচার বা রেকর্ডের বিষয়টি সম্পর্কে কিছুই জানতে পারেন না। সেক্ষেত্রে যদিও ইউজারদের গোপনীয়তা তথা সুরক্ষার বিষয়টিকে মাথায় রেখেই সংস্থাটি এই ফিচারটি রোলআউট করেছিল, কিন্তু স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাওয়া সত্ত্বেও কোনো-না-কোনো উপায়ে যদি মিডিয়া ফাইলগুলি প্রাপকের কাছে থেকেই যায়, তাহলে আর ব্যবহারকারীদের প্রাইভেসি সুরক্ষিত থাকছে কীভাবে? আর ঠিক এইখানেই মার খেয়ে গিয়েছে ভিউ ওয়ান্স ফিচার, এবং হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও সম্প্রতি এই বিষয়টি খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছে। তাই গ্রাহকদের সুরক্ষার দিকটিকে একদম পাকাপোক্তভাবে মজবুত করতে মেটা মালিকানাধীন কোম্পানিটি হালফিলে উক্ত ফিচারটির নিয়মাবলি একটু শুধরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

View Once ফিচার ব্যবহার করে সেন্ড করা ফটোর স্ক্রিনশট নিতে পারবেন না ইউজাররা

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo-র এক সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, অ্যাপটির লেটেস্ট বিটা আপডেটে কোম্পানি ভিউ ওয়ান্স ফিচার ব্যবহার করে শেয়ার করা ফটোগুলির স্ক্রিনশট নেওয়ার এবিলিটিকে ব্লক করেছে। অর্থাৎ প্রাপক আর কোনোভাবেই সেন্ড করা ফটোর স্ক্রিনশট নিতে পারবেন না। WABetaInfo-র তরফে আরও জানা গিয়েছে যে, প্রাপক যদি কোনো ইমেজের স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করে, তাহলে প্রেরককে সে সম্পর্কে সংস্থার তরফে কোনোভাবে সতর্ক করা হবে না। কেননা লেটেস্ট আপডেট অনুযায়ী প্রাপক কোনোমতেই ভিউ ওয়ান্স মারফত পাঠানো ফটোর স্ক্রিনশট নিতে পারবেন না, তাই সেন্ডারের সতর্ক হয়ে যাওয়ারও কোনো প্রয়োজন পড়বে না।

View Once ফিচার ব্যবহার করে সেন্ড করা ভিডিওর স্ক্রিন রেকর্ডিংও করা যাবে না

WABetaInfo-র রিপোর্টে এও বলা হয়েছে যে, এবার থেকে ভিউ ওয়ান্স ফিচারটি ব্যবহার করে শেয়ার করা ভিডিওগুলির স্ক্রিন রেকর্ডিংও করতে পারবেন না প্রাপকরা। লেটেস্ট বিটা আপডেটে ইউজারদের জন্য এই সুবিধাটিও যুক্ত করেছে সংস্থাটি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, লেটেস্ট আপডেটে স্বয়ংক্রিয়ভাবে এই বেনিফিটগুলিকে অ্যাড করা হয়েছে; ফলে ইউজারদের এর জন্য আলাদা করে আর কিছু করার দরকার নেই। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে, ডিস্যাপিয়ারিং মেসেজের (Disappearing messages) ক্ষেত্রে কিন্তু নিয়মের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ আলোচ্য আপডেটটি কেবলমাত্র ভিউ ওয়ান্স ফিচার মারফত শেয়ার করা ইমেজ এবং ভিডিওর ক্ষেত্রে প্রযোজ্য। বর্তমানে এই আপডেটটি বিকাশের অধীনে রয়েছে; তাই কবে এটির স্টেবল ভার্সন রোলআউট হবে, সে সম্পর্কে এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

আঁটোসাঁটো সুরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিন্তু সতর্ক থাকতে হবে ইউজারদের

প্রসঙ্গত জানিয়ে রাখি, View Once-এ এই নতুন বৈশিষ্ট্যের সংযোজনে ইউজাররা বেশ খানিকটা স্বস্তি পেলেও একটু খুঁত কিন্তু থেকেই যাচ্ছে, কেননা কোনো ব্যক্তি দ্বিতীয় একটি ফোন ব্যবহার করে অনায়াসেই ব্যবহারকারীদের শেয়ার করা ফটো বা ভিডিওগুলিকে রেকর্ড করে রাখতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় হল, এটা একেবারেই WhatsApp-এর দোষ নয় এবং এক্ষেত্রে কোম্পানির কিছুই করার নেই। তাই কারোর সাথে কোনো গোপন কিংবা ব্যক্তিগত মিডিয়া ফাইল শেয়ার করে আগে ইউজারদের সতর্ক থাকা একান্ত আবশ্যক।

Ananya Sarkar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

7 hours ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

7 hours ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

9 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

9 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

10 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

11 hours ago