WhatsApp আনল নতুন অ্যাপ, অডিও ও ভিডিও কলিং হবে আরও মজাদার

WhatsApp -এর নতুন অ্যাপে ভিডিও এবং অডিও কলিংয়ের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে

নিত্যনতুন ফিচার ও আপডেট রিলিজ করা যেন হোয়াটসঅ্যাপ (WhatsApp) -এর অভ্যাসে পরিণত হয়েছে। সম্প্রতি যেমন মেটা-মালিকাধীন এই প্ল্যাটফর্মটি তাদের উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য একটি নতুন অ্যাপ রিলিজ করেছে। সংস্থাটি স্বয়ং অফিসিয়াল ওয়েবসাইটে নতুন হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ লঞ্চের তথ্য শেয়ার করেছে। পাশাপাশি মেটার (Meta) সিইও মার্ক জুকারবার্গও তার ইনস্টাগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রচারকার্য চালাচ্ছেন। WhatsApp এর নিয়ে আসা এই লেটেস্ট ডেস্কটপ ভার্সনটি, একাধিক নতুন ফিচার ও সুযোগ-সুবিধা অফার করবে। আবার এই অ্যাপ আগের তুলনায় অনেক দ্রুত লোডিং স্পিড এবং উন্নত কলিং অভিজ্ঞতা প্রদানে সক্ষম বলেও দাবি করা হয়েছে।

WhatsApp -এর নতুন অ্যাপে ভিডিও এবং অডিও কলিংয়ের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকিং সাইট WABetaInfo প্রদত্ত রিপোর্ট অনুসারে, সদ্য লঞ্চ হওয়া ডেস্কটপ অ্যাপ্লিকেশনটি আগের চেয়ে অনেক বেশি উন্নত। এতে ফাস্ট লোডিং স্পিডের সুবিধা অফার করা হচ্ছে। সর্বোপরি, এই অ্যাপে একই সময়ে ৮ জন ব্যক্তির সাথে ভিডিও কলে সংযুক্ত হওয়া যাবে। আবার অডিও কলিংয়ের ক্ষেত্রে ৩২ জন মেম্বারের সাথে একত্রে কথোপকথন করা যাবে অ্যাপটিতে। অন্যান্য বিশেষত্বের কথা বললে, মেসেজিং, মিডিয়া ফাইল প্রেরণ ও কলিংয়ের জন্য উন্নত সিঙ্কিং এবং নতুন ফিচারগুলি ব্যবহারের ক্ষেত্রে অধিক নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাপটিতে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের (E2E Encryption) সুবিধাও উপলব্ধ।

ভিডিও ও অডিও কলে যোগদানের জন্য মেম্বার সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি WhatsApp -এর

হোয়াটসঅ্যাপের তরফ জানানো হয়েছে যে, নতুন ডেস্কটপ অ্যাপটিকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে ফাস্টার লোডিং টাইম অফার করে এবং ইউজারদের ‘ইজি অ্যাক্সেস’ প্রদানের জন্য অ্যাপটির ইন্টারফেস মোবাইল সংস্করণের অনুরূপ রাখা হয়েছে। পাশাপাশি এই নতুন অ্যাপে আপাতত ৮ জনের সাথে ভিডিও কল এবং ৩২ জনের সাথে অডিও কলের মাধ্যমে সংযুক্ত হওয়া যাবে। তবে আপকামিং আপডেটের অধীনে, এই সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানা গেছে। মূলত ইউজাররা যাতে একসাথে আরও বেশি সংখ্যক বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে সংযোগ করতে পারেন, সেই উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমাদের অনুমান।

একগুচ্ছ নতুন ফিচারের এন্ট্রি হল WhatsApp অ্যাপে

প্রসঙ্গত, ঘোষণার কিছু সময়ে মধ্যেই হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপে একাধিক নতুন ফিচার সংযুক্ত করা হয়েছে। যেমন, এই নয়া ডেস্কটপ ভার্সনের জন্য নতুন মাল্টি-ডিভাইস এবং ফাস্ট ডিভাইস লিঙ্কিং ফিচার চালু করা হয়েছে। এছাড়াও, লিঙ্ক প্রিভিউ এবং স্টিকার পাঠানোর সুবিধাও উপলব্ধ থাকছে। উইন্ডোজ ডিভাইসের জন্য হোয়াটসঅ্যাপ ঘোষিত ডেস্কটপ অ্যাপটিকে পর্যায়ক্রমে রোলআউট করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং আগামী কিছু সময়ের মধ্যেই প্রত্যেক ইউজার অ্যাপটি ব্যবহার করতে পারবেন।