Categories: Apps

WhatsApp আনছে নতুন ফিচার, কল শিডিউল করে রাখতে পারবেন ব্যবহারকারীরা

স্মার্টফোন আছে অথচ তাতে WhatsApp নেই, এমন ছবি চলতি সময়ে প্রত্যক্ষ করা একপ্রকার দুষ্কর ব্যাপার। প্রয়োজনে কিংবা প্রিয়জনকে মেসেজ করার ক্ষেত্রে তো বটেই, পাশাপাশি ফোন কল বা ভিডিও কল করার জন্যও এই প্ল্যাটফর্মটি আজকাল বহুল পরিমাণে ব্যবহৃত হয়। আবার, একযোগে অনেকজন মিলে আড্ডা দেওয়ার জন্য Meta মালিকানাধীন এই অ্যাপটির গ্রুপ ফিচারটিও ইদানীংকালে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। তাই ইউজারদের সুবিধার্থে তথা বাজারে উপলব্ধ সমসাময়িক অ্যাপগুলির সাথে সমান তালে প্রতিদ্বন্দ্বিতা করতে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটিতে প্রায়শই নিত্যনতুন ফিচার যুক্ত করে WhatsApp। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, এবার গ্রুপ চ্যাটের জন্য একটি অসাধারণ ফিচার চালু করতে চলেছে সংস্থাটি, যার দৌলতে ব্যবহারকারীরা বেশ ভালোরকমভাবে উপকৃত হবেন। কিন্তু কী সেই ফিচার? আসুন জেনে নিই।

WhatsApp গ্রুপে শিডিউল করা যাবে কল, আসছে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo-র লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, মেটা মালিকানাধীন কোম্পানিটি বর্তমানে অ্যান্ড্রয়েড বিটা অ্যাপে একটি নতুন ফিচার নিয়ে কাজ চালাচ্ছে, যার সাহায্যে ইউজাররা হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের ক্ষেত্রে কল শিডিউলের (Call Schedule) সুবিধা পাবেন। অর্থাৎ সহজে বললে, আসন্ন এই ফিচারটি চালু হয়ে গেলে গ্রুপ কলের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ অনেকটা গুগল মিট (Google Meet)-এর মতো কাজ করবে, যেখানে ব্যবহারকারীরা গ্রুপের অন্তর্গত সদস্যদের সঙ্গে কোনো কল আগে থেকে শিডিউল করে রাখতে পারবেন। এর ফলে যারা কলটিতে অংশগ্রহণ করবেন, তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে সক্ষম হবেন। জানিয়ে রাখি, আলোচ্য ফিচারটি ব্যবহারকারীদের জন্য লাইভ হয়ে গেলে তারা গ্রুপ কলের জন্য একটি টাইটেল, তারিখ ও সময় নির্বাচন করতে পারবেন। স্বভাবতই ফিচারটি যে ইউজারদের জন্য দারুণ কার্যকর বলে প্রমাণিত হবে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

আসন্ন ফিচারটি রোলআউট হলে ঠিক কীভাবে কাজ করবে, তা দর্শিয়ে সম্প্রতি একটি স্ক্রিনশট শেয়ার করেছে WABetaInfo। সংস্থাটি আরও জানিয়েছে যে, অ্যান্ড্রয়েড বিটা ২.২৩.৪.৪ ভার্সনে হোয়াটসঅ্যাপ উক্ত ফিচারটিকে নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে। অর্থাৎ, ফিচারটি বর্তমানে বিকাশের অধীনে রয়েছে। তবে সর্বসাধারণের জন্য কবে এটিকে রোলআউট করা হবে, তার কোনো সুনিশ্চিত দিনক্ষণ এখনও পর্যন্ত জানা যায়নি। আবার, অ্যাপটির আইওএস বিটা ভার্সনে এই ফিচারটির দেখা মিলবে কি না, সেই বিষয়টিও এখনও অজানা রয়ে গিয়েছে। তবে আশা করা হচ্ছে যে, বর্তমানে অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে সফলভাবে টেস্টিংপর্ব সম্পন্ন হয়ে গেলে আগামী কয়েক মাসের মধ্যেই সকল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটি উপলব্ধ হবে।

এবার WhatsApp স্ট্যাটাসে ভয়েস নোট শেয়ার করতে পারবেন ইউজাররা

অন্যদিকে, ইউজারদের ব্যবহারিক অভিজ্ঞতাকে আরও মজাদার করে তুলতে সম্প্রতি WhatsApp একটি দারুণ ফিচার রোলআউট করেছে। এর দৌলতে এখন থেকে সকল ব্যবহারকারীরা নিজেদের স্ট্যাটাসে টেক্সট, ইমেজ এবং ভিডিওর পাশাপাশি সর্বাধিক ৩০ সেকেন্ডের ভয়েস নোটও শেয়ার করার সুযোগ পাবেন। উল্লেখ্য, ব্যক্তিগত চ্যাট ও কলের মতো WhatsApp স্ট্যাটাসও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে বলে জানিয়েছে Meta মালিকানাধীন কোম্পানিটি। সেইসাথে ইউজাররা কাদেরকে নিজের স্ট্যাটাস দেখাতে চান, তা নির্বাচন করার সম্পূর্ণ স্বাধীনতাও তাদেরকে দেওয়া হয়েছে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel…

11 mins ago

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে…

19 mins ago

Shikhar Dhawan: ভারতের হয়ে খেলা নিজের সবচেয়ে পছন্দের ইনিংস কোনটি? অবসরের পর জানালেন ধাওয়ান

ভারতের অন্যতম তারকা ওপেনার শিখর ধাওয়ান শেষ ২০২২ সালে ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।…

52 mins ago

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

2 hours ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

3 hours ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

3 hours ago