নতুন ফিচার আনছে WhatsApp, অপরিচিত নম্বর থেকে কল এলেও আর চিন্তা নেই

এক চুটকিতেই মিউট করা যাবে সমস্ত অবাঞ্ছিত কল, নতুন ফিচার আনছে WhatsApp

অনেক সময়েই দেখা যায় যে, আমাদের কল লিস্টে নাম সেভ করা নেই, অথচ এমন ব্যক্তিরাও আমাদের WhatsApp-এ ভয়েস কল করছেন। কখনো কখনো আবার এই অ্যাপে অজানা নম্বর থেকে অপরিচিত কেউ আমাদেরকে ভিডিও কলও করে বসেন। নিঃসন্দেহে বলা যায় যে, বিষয়টা যেমন বিব্রতকর, তেমনই আবার বিরক্তিরও উদ্রেক করে বটে। এই ধরনের পরিস্থিতিতে আমরা প্রায় প্রত্যেকেই কখনো না কখনো পড়েছি বা পড়ে থাকি। সেক্ষেত্রে আপনিও কি হালফিলে WhatsApp-এ স্ক্যাম কলের জ্বালায় রীতিমতো জেরবার হয়ে যাচ্ছেন? তাহলে বলি, চিন্তার কিছু নেই; কারণ খুব শীঘ্রই Meta মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি একটি নতুন ফিচার নিয়ে আসতে চলেছে, যার দৌলতে কোনো অপরিচিত নম্বর থেকে কল এলে ইউজাররা সেই অবাঞ্ছিত কলগুলিতে মিউট (Mute Unwanted Calls) করতে পারবেন।

এক চুটকিতেই মিউট করা যাবে সমস্ত অবাঞ্ছিত কল, নতুন ফিচার আনছে WhatsApp

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার ওয়াবেটাইনফো (WABetaInfo) সম্প্রতি এক রিপোর্টে জানিয়েছে যে, বর্তমানে মেটা মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশনটি “সাইলেন্স আননোন কলারস” (silence unknown callers) নামক একটি বিশেষ কার্যকর ফিচার রোলআউট করার জন্য জোরকদমে কাজ করছে, যার দৌলতে অজানা বা ফোনে সেভ না করা কোনো নম্বর থেকে ফোন এলে ব্যবহারকারীরা সেই সমস্ত কলগুলিকে মিউট করতে পারবেন। সংস্থাটি আরও জানিয়েছে যে, বর্তমানে অ্যাপটির অ্যান্ড্রয়েড (Android) বিটা ভার্সনে উক্ত ফিচারটিকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং আশা করা যেতে পারে যে, খুব শীঘ্রই এটি ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে।

ওয়াবেটাইনফোর রিপোর্ট অনুযায়ী, আলোচ্য ফিচারটি রোলআউট হয়ে গেলে অ্যাপটির সেটিংস (Settings)-এ গিয়ে ‘সাইলেন্স আননোন কলারস’ ফিচারটি টার্ন অন করতে পারবেন ব্যবহারকারীরা। একবার এই ফিচারটি এনাবেল করা হয়ে গেলেই অজানা নম্বর থেকে ফোনে আসা সমস্ত কল স্বয়ংক্রিয়ভাবে মিউট হয়ে যাবে। তবে এক্ষেত্রে বলে রাখি, এই ফিচারের দৌলতে কোন কোন কলগুলি মিউট হয়েছে, তা ইউজাররা নোটিফিকেশন বার থেকে জানতে পারবেন। নিঃসন্দেহে বলা যেতে পারে যে, আলোচ্য ফিচারটির আগমন ঘটলে ব্যবহারকারীরা নিশ্চিতভাবে যারপরনাই উপকৃত হবেন।

WhatsApp-এ আসতে চলেছে স্প্লিট ভিউ ফিচার, বদলাবে লেআউট ডিজাইন

অন্যদিকে, হালফিলে মেটা মালিকানাধীন কোম্পানিটি আরও একটি ফিচার নিয়ে কাজ করছে, যার সুবাদে ব্যবহারকারীরা তাদের হোয়াটসঅ্যাপের স্ক্রিনটিকে স্প্লিট করতে সক্ষম হবেন। ওয়াবেটাইনফোর এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, মেসেজিং অ্যাপটি তার ট্যাবলেট ভার্সনের জন্য একটি নতুন “স্প্লিট উইন্ডো” (split window) ফিচার তৈরি করছে। এর ফলে আগামী দিনে ট্যাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে দুটো প্যানেলের ইন্টারফেসের সুবিধা পেতে চলেছেন ইউজাররা। আসলে সাধারণত ট্যাবের স্ক্রিন জুড়ে থাকে চ্যাটবক্স, আর উক্ত ফিচারটির আগমন ঘটলে এই জিনিসটারই পরিবর্তন ঘটবে। নতুন স্প্লিট স্ক্রিন মোডের সাহায্যে ব্যবহারকারীরা একসঙ্গে দুটি উইন্ডোর মাধ্যমে চ্যাট লিস্ট, চ্যাট উইন্ডো, কল বা স্ট্যাটাস ট্যাব দেখতে পারবেন।

অর্থাৎ সহজে বললে, উক্ত ফিচারটির আগমন ঘটলে এই প্ল্যাটফর্মটির মারফত মাল্টিটাস্কিং করতে পারবেন ব্যবহারকারীরা। আরও ভালোভাবে বলতে গেলে, যারা বড়ো স্ক্রিনে WhatsApp ব্যবহার করেন, তারা এই ফিচারটি রোলআউট হলে বেশ ভালোরকমভাবে উপকৃত হবেন। উল্লেখ্য, স্প্লিট ফিচারটি রিলিজ হলে ব্যবহারকারীরা কারোর সাথে চ্যাট করার সময় চ্যাট উইন্ডোটিকে বন্ধ না করেই স্ট্যাটাস কিংবা কল সেকশন দেখতে সক্ষম হবেন। WABetaInfo জানিয়েছে যে, বর্তমানে ট্যাবলেটের জন্য অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে আলোচ্য ফিচারটি টেস্টিংয়ের জন্য উপলব্ধ রয়েছে। রিপোর্ট অনুযায়ী, অ্যান্ড্রয়েড ২.২৩.৫.৯-এর জন্য লেটেস্ট WhatsApp বিটাতে নতুন স্প্লিট ফিচারটিকে লক্ষ্য করা গিয়েছে। তবে অ্যাপটির স্টেবল ভার্সনে কবে এটির আগমন ঘটবে, সে সম্পর্কে এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।