16 জিবি র‌্যামের সাথে দুর্ধর্ষ ফিচার, Tecno Camon 20 সিরিজ ইউনিক ডিজাইনের সাথে লঞ্চ হল

Tecno Camon 20 সিরিজের অধীনে Tecno Camon 20, Tecno Camon 20 Pro, Tecno Camon 20 Pro 5G ও Tecno Camon 20 Premier মডেলগুলি লঞ্চ হয়েছে

Tecno একসঙ্গে চারটি নতুন স্মার্টফোন লঞ্চ করল। এই চারটি ফোন Tecno Camon 20 সিরিজের অধীনে এসেছে। আর এই ডিভাইসগুলির নাম – Tecno Camon 20, Tecno Camon 20 Pro, Tecno Camon 20 Pro 5G ও Tecno Camon 20 Premier। চারটি মডেলের ডিজাইন এবং বেশিরভাগ স্পেসিফিকেশন প্রায় একই। তবে এদের ক্যামেরা এবং চার্জিং স্পিডে পার্থক্য রয়েছে। আসুন নতুন ফোনগুলির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।

Tecno Camon 20 সিরিজের ডিজাইন ও ডিসপ্লে

টেকনো ক্যামন ২০ সিরিজের সমস্ত ফোনে অনন্য পেন্টাগনাল সাইজের ক্যামেরা মডিউল সহ একইরকম ডিজাইন দেখা গেছে। এদের পিছনের প্যানেলে একটি জ্যামিতিক প্যাটার্ন ডিজাইন রয়েছে। চারটি ফোনেই রয়েছে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।

Tecno Camon 20 সিরিজের ক্যামেরা

ফটোগ্রাফির জন্য টেকনো ক্যামন ২০ এবং টেকনো ক্যামন ২০ প্রো ফোনে রয়েছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও এআই লেন্সসহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। আবার ক্যামন ২০ প্রো ৫জি-তে ওআইএস সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সহ ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স উপস্থিত। এদিকে, ক্যামন ২০ প্রিমিয়ারে সেন্সর-শিফট ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল আরজিবিডাব্লু প্রাইমারি সেন্সর, ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স উপস্থিত। টেকনো ক্যামন ২০ লাইনআপে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

সমস্ত ফোনে ৮ মেগাপিক্সেল ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে

পারফরম্যান্সের জন্য Tecno Camon 20 ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। আর Tecno Camon 20 Pro এসেছে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসরের সাছে। অন্যদিকে Tecno Camon 20 Pro 5G মডেলে দেওয়া হয়েছে ডাইমেনসিটি ৮০৫০ প্রসেসর। আবার Tecno Camon 20 Premier ফোনেও একই প্রসেসর পাওয়া যাবে। এদিকে সিরিজের চারটি ফোনেই ৮ জিবি র‌্যাম এবং ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম রয়েছে। এছাড়া ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে প্রিমিয়ার মডেলটি। তবে বাকি তিনটি মডেল ২৫৬ জিবি স্টোরেজ সহ এসেছে। স্মার্টফোনগুলিতে হিট ডিসপেনশন সিস্টেমও রয়েছে।

পাওয়ার ব্যাকআপের কথা বললে, Tecno Camon 20 সিরিজে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। আর স্ট্যান্ডার্ড ও প্রো মডেলে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অন্যদিকে প্রিমিয়ার মডেলে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Tecno Camon 20 সিরিজের দাম

টেকনো ক্যামন ২০ সিরিজের স্মার্টফোনগুলি সেরেনিটি ব্লু এবং প্রেডন ব্ল্যাক রঙে এসেছে। তবে এদের দাম ও প্রাপ্যতা সম্পর্কে কিছু জানা যায়নি।