Categories: Apps

কথা শুনলো WhatsApp, একসঙ্গে পাঠানো যাবে ১০০ ফাইল, নতুন আপডেটে রয়েছে আরও চমক

ইউজারদের ব্যবহারিক অভিজ্ঞতাকে আরও উন্নত করতে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp যে প্রায়শই নিত্যনতুন ফিচার রোলআউট করে, সেকথা আমাদের সকলেরই জানা। সেক্ষেত্রে সম্প্রতি পাওয়া খবর বলছে যে, সংস্থাটি এখন তাদের Android ভার্সনের জন্য বেশ কয়েকটি নতুন ফিচার রোলআউট করেছে। এগুলির মধ্যে কোনোটি একেবারে নতুন, তো কোনোওটি আবার পুরোনো বিদ্যমান ফিচারের আপডেটেড সংস্করণ। Meta মালিকানাধীন সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই নতুন ফিচারগুলির অ্যাক্সেস পেতে হলে ইউজারদেরকে গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে অ্যাপটির লেটেস্ট ভার্সন ইন্সটল করতে হবে। চলুন, আর দেরি না করে WhatsApp কর্তৃক আনীত নয়া ফিচারগুলির ওপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

এবার WhatsApp-এ একসাথে ১০০ টি ফটো কিংবা ভিডিও শেয়ার করার সুযোগ পাবেন ইউজাররা

এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপ মারফত সর্বাধিক ৩০টি মিডিয়া ফাইল শেয়ার করা যেতো। তবে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, এবার এই প্ল্যাটফর্মটির মারফত একসাথে ১০০টি ফটো কিংবা ভিডিও শেয়ার করতে সক্ষম হবেন ব্যবহারকারীরা। অর্থাৎ সহজে বলতে গেলে, ৩০ থেকে একধাক্কায় বেড়ে সংখ্যাটি হয়ে গিয়েছে ১০০। স্বভাবতই এর ফলে ইউজাররা যে ব্যাপকভাবে উপকৃত হবেন, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

সুদীর্ঘ গ্রুপ সাবজেক্ট এবং ডেসক্রিপশন লেখা যাবে

আমরা কমবেশি প্রত্যেকেই কোনো-না-কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত আছি। সেক্ষেত্রে আমরা সকলেই জানি যে, কোনো গ্রুপ ঠিক কোন বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে, সেটা ভালোভাবে বোঝানোর জন্য একটা যুতসই গ্রুপ সাবজেক্ট এবং ডেসক্রিপশন দেওয়া হয়। সেক্ষেত্রে এতদিন পর্যন্ত এই গ্রুপ ডেসক্রিপশন বা সাবজেক্ট লেখার জন্য সর্বাধিক ৫১২ টি ক্যারেক্টার বরাদ্দ ছিল। তবে সম্প্রতি জানা গিয়েছে যে, ইউজারদের সুবিধার্থে এবার এই সংখ্যাটিকে বাড়িয়ে ২০৪৮ করেছে হোয়াটসঅ্যাপ। ফলে ব্যবহারকারীরা এখন নতুন করে কোনো গ্রুপে যোগদান করলে গ্রুপটির হালহকিকত বুঝতে তাদের আর খুব একটা অসুবিধা হবে না।

WhatsApp-এ ক্যাপশন সহ ডকুমেন্ট শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা

সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, এবার ক্যাপশনসহ ডকুমেন্ট শেয়ার করার বিকল্প পেতে চলেছেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। অর্থাৎ, এতদিন পর্যন্ত কোনো ফটো কিংবা ভিডিও শেয়ার করার সময় যেমন সেটির নীচে ক্যাপশন লেখা যেতো, ঠিক সেভাবেই এবার অন্য কাউকে কোনো ডকুমেন্ট পাঠানোর সময় সেটির সাথে মানানসই ক্যাপশন অ্যাড করতে পারবেন ইউজাররা। এক্ষেত্রে কাউকে পাঠানোর জন্য ব্যবহারকারীরা যখনই কোনো ডকুমেন্ট সিলেক্ট করবেন, ঠিক তখনই সেটির নীচে একটি ক্যাপশন লেখার বারের আবির্ভাব ঘটবে। এর ফলে আগামী দিনে হাজারো হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিড়ে খুব সহজেই প্রয়োজনীয় ডকুমেন্ট খুঁজে পাওয়া সম্ভবপর হবে।

পার্সোনালাইজড অবতার তৈরি করার সুযোগ মিলবে

মেটা মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, হোয়াটসঅ্যাপে ইউজাররা এখন নিজেদের পছন্দমতো অবতার তৈরি করার সুযোগ পাবেন। তদুপরি, সেই অবতার প্রোফাইল পিকচার হিসেবেও ব্যবহার করা যাবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, এর জন্য গত ডিসেম্বরে ইউজারদেরকে ৩৬ টি কাস্টমাইজেবল স্টিকার ব্যবহারের সুযোগ দিয়েছে সংস্থাটি।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

Electric Bike: এক চার্জে চলবে 250 কিমি, লঞ্চ হল দেশীয় প্রযুক্তির ইলেকট্রিক স্পোর্টস বাইক Prana 2.0

2021 সালে তামিলনাড়ুর সংস্থা Srivaru Motors তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল।…

27 mins ago

Vivo Y300 Pro: এই প্রথম ভিভোর ফোনে 6500mah ব্যাটারি, সঙ্গে স্পেশাল ফিচার্স

Vivo Y300 Pro ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির বিষয়ে নানা তথ্য…

36 mins ago

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

52 mins ago

Samsung এর এই ডিভাইস কেনার আগে দুবার ভাবুন, ব্যাটারি নষ্ট হলেও সরাই হবে না

Samsung একের পর এক নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনছে। সম্প্রতি সংস্থাটি Samsung Galaxy Ring নামে…

56 mins ago

Best smartphone under 20000: 20 হাজার টাকার মধ্যে ভালো ফোন 2024 লিস্ট

গত কয়েক বছরে স্মার্টফোনে অভূতপূর্ব বদল এসেছে। কারণ, স্মার্টফোনে একসময় সাধারণ এলসিডি স্ক্রিন, বেসিক ক্যামেরা…

2 hours ago

লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy G Fold 6 Slim

Samsung Galaxy Z Fold 6 Slim ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। তবে তার আগেই…

3 hours ago