WhatsApp-এ হাজির প্রতীক্ষিত মেসেজ এডিট ফিচার, ভুল কিছু লিখে পাঠালেও সমস্যা নেই

অবশেষে সবার জন্য সেন্ড করা মেসেজ এডিটের সুবিধা আনতে চলেছে WhatsApp। মানতে হবে কিছু সীমাবদ্ধতা।

বিগত কয়েকদিন ইউজারদের জন্য বেশ কিছু বড় আপডেট তথা নতুন ফিচার চালু করেছে WhatsApp। ফলত মেইন চ্যাট স্ক্রিনের ইন্টারফেস পরিবর্তন, পার্সোনাল চ্যাট লক ইত্যাদি একাধিক সুবিধা এখন এই প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। তবে এর পাশাপাশি সংস্থাটি আনুষ্ঠানিকভাবে আরও একটি প্রতীক্ষিত ফিচার চালু করার ঘোষণা করেছে। সম্প্রতি ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে নিশ্চিত করেছে যে, শীঘ্রই তারা মেসেজ এডিট (Message edit)-এর অপশনটি সবার জন্য নিয়ে আসবে। এটি ঠিক কী নামে আসবে তা নিশ্চিত করেনি WhatsApp, তবে তারা এই বিষয়ে একটি ভিডিও পোস্ট করেছে যাতে ইউজাররা খুব তাড়াতাড়ি মেসেজ এডিট করতে পারবেন, এই ধারণা পাওয়া গেছে।

১৫ মিনিটের মধ্যে এডিট করা যাবে কাউকে পাঠানো মেসেজ

হোয়াটসঅ্যাপ প্রকাশিত অফিসিয়াল ভিডিও থেকে নতুন মেসেজ এডিট ফিচারটি কীভাবে কাজ করবে, সেই বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি। তবে সংস্থার খুঁটিনাটি ফিচার ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, এই ফিচার ব্যবহার করার ক্ষেত্রে ইউজাররা যেকোনো মেসেজ এডিট করার জন্য ১৫ মিনিট সময় পাবেন; প্রদত্ত সময়সীমার মধ্যে যা পরিবর্তন করার করে ফেলতে হবে।

উল্লেখ্য, ভুল মেসেজ পাঠানোর বিব্রতকর অবস্থা সামাল দিতেই এই বিশেষ ফিচারটি আনছে কোম্পানি। কারণ অনেক সময় তাড়াহুড়োতে আমরা এমন কিছু টাইপ করে ফেলি, যাতে মেসেজের মূল বক্তব্য হয়তো ঠিকঠাক বোঝা যায়না। আবার কিছু কিছু ক্ষেত্রে মোবাইল কীবোর্ডের অটোকারেক্ট ফিচারের দরুন কিছু মেসেজ স্বয়ংক্রিয়ভাবে পাল্টে যায়, এতে করে সেটির অর্থও পরিবর্তন হয়ে যায়। ইতিমধ্যে প্ল্যাটফর্মটিতে কোনো একটি মেসেজ ডিলিট করার বিকল্প আছে, কিন্তু সেক্ষেত্রে আবার মেসেজটি টাইপ করতে হবে। এই পরিস্থিতিতে নতুন আপডেট সহজে কোনো মেসেজ সংশোধন করতে এবং সময় বাঁচাতে সাহায্য করবে।

কবে WhatsApp-এ মেসেজ এডিটের সুবিধা চালু হবে?

আলোচ্য ফিচারটি ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড এবং আইওএস (iOS) বিটা পাওয়া যাচ্ছে। এখন যেহেতু কোম্পানি এটির আনুষ্ঠানিক টিজার প্রকাশ করেছে, সেক্ষেত্রে আশা করা যায় আগামী দু-এক সপ্তাহের একটি মেসেজ এডিট বাটন ইউজারদের আঙুলের ডগায় থাকবে।

কীভাবে WhatsApp-এ মেসেজ এডিট করবেন?

নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো মেসেজ এডিট করতে, হোয়াটসঅ্যাপ ইউজারকে সেটিকে লং প্রেস করতে হবে। এক্ষেত্রে তারা ‘এডিট মেসেজ’ (Edit messages) বিকল্প দেখতে পাবেন, এতে ক্লিক করলেই ব্যস! মিলবে ইচ্ছেমত সেটিকে বদল করার সুবিধা।