Realme GT 2 Pro চলবে লেটেস্ট Realme UI 3.0 অপারেটিং সিস্টেমে, জেনে নিন দাম

নতুন বছরের শুরুতেই রিয়েলমি আনতে চলেছে তাদের আল্ট্রা প্রিমিয়াম স্মার্টফোন Realme GT 2 Pro। আগামী ৪ জানুয়ারি সংস্থার তরফে এই ফোনের ওপর থেকে আনুষ্ঠানিকভাবে পর্দা সরানো হবে। তবে লঞ্চের আগেই রিয়েলমি এই ফোন সম্পর্কিত নানান আকর্ষণীয় তথ্য জনসমক্ষে আনতে কোনো কসুর করছে না। ইতিমধ্যেই জানতে পারা গেছে Realme GT 2 Pro ফোনটি নজরকাড়া ডিজাইন ও অনন্য ফিচার সহ বাজারে আসবে। এই ফোনের একটি ‘ড্রাগন বল জি স্পেশাল এডিশন’ আসার কথাও শোনা যাচ্ছে। এখন নতুন একটি রিপোর্টে দাবি করা হয়েছে, রিয়েলমির এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি রান করবে Android 12 ভিত্তিক Realme UI 3.0 কাস্টম স্কিনে। লেটেস্ট এই কাস্টম রম Realme GT 2 Pro ফোনে অনেক নতুন ফিচার জুড়বে। এর সাথে সংস্থার তরফে এই ফোনের দাম সম্পর্কেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

Realme GT 2 Pro ফোনে থাকবে Realme UI 3.0 ইউজার ইন্টারফেস

রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট জু কি (Xu Qi) সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, নতুন রিয়েলমি জিটি ২ প্রো স্মার্টফোনটি রান করবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্টোবর মাসে লঞ্চ হওয়া সংস্থার লেটেস্ট কাস্টম ওএস রিয়েলমি ইউআই ৩.০- এ। রিয়েলমির এই কাস্টম ইউআই ব্যবহারকারীদের একেবারে নতুন ভিজ্যুয়াল স্টাইল অফার করবে। সিস্টেম, অ্যাপ এমনকি আইকনগুলির ক্ষেত্রেও এই ভিজ্যুয়াল স্টাইল দেখতে পাওয়া যাবে। এটির সাহায্যে, ওমজি (Omoji)-এর মতো অনেকগুলি নতুন ফিচার পাওয়া যাবে। এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা নিজের মুখের থ্রিডি (3D) অবতার তৈরি করতে পারবেন।

জানিয়ে রাখি, রিয়েলমি ইউআই ৩.০ অ্যান্ড্রয়েড স্কিনটি ২০২১- এর অক্টোবর মাসে লঞ্চ হয় এবং এটি অ্যান্ড্রয়েড ১২ -এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এতে অ্যান্ড্রয়েড ১২- এর বৈশিষ্ট্যগুলির বেশিরভাগই দেখতে পাওয়া যায়। যার মধ্যে একটি উল্লেখযোগ্য ফিচার হল এনহ্যান্সড প্রাইভেসি ড্যাশবোর্ড।

অন্যদিকে, জু কি (Xu Qi) আরো একটি পোস্টে জানিয়েছেন, রিয়েলমির আসন্ন আল্ট্রা প্রিমিয়াম ফোনটির দাম ৫,০০০ ইউয়ানের (আনুমানিক ৫৮,৬১৮ টাকা) মধ্যেই রাখা হতে পারে। উল্লেখ্য, এর আগে জনপ্রিয় চীনা টিপস্টার, ডিজিট্যাল চ্যাট স্টেশন (Digital Chat Station)-ও ফোনটির দাম ৫,০০০ ইউয়ান হবে বলে দাবি করেছিলেন।

প্রসঙ্গত, Realme GT 2 Pro ফোনটি আগামী ৪ জানুয়ারি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরের সাথে লঞ্চ হবে। এই ফোনে হিট ডিসিপেশনের জন্য ডায়মন্ড আইস কোর কুলিং সিস্টেম পাওয়া যাবে। এর সাথে রিয়েলমির এই নয়া ডিভাইসে দেওয়া হবে ইন্ডাস্ট্রির প্রথম ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ২কেপ্লাস (2K+) এলটিপিও AMOLED ডিসপ্লে।