অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের বড় সুখবর দিল WhatsApp, চলে এল সবচেয়ে বড় প্রাইভেসি আপডেট

নিরাপত্তা সংক্রান্ত সমোলচনাকে পেছনে ফেলে একটি নয়া তথা কার্যকরী ফিচার আনলো WhatsApp। যেখানে আলোচ্য ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের চ্যাট বক্সে প্রদর্শিত অনলাইন স্ট্যাটাসকে লুকানোর অনুমতি দেবে। ব্যবহারকারীরা অনেকদিন ধরেই ফিচারটি চাইছিলেন। তাই একে সবচেয়ে বড় আপডেটগুলির মধ্যে একটি বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ‘প্রাইভেসি ফোকাসড’ মেসেজিং অ্যাপ Signal -এ ইতিমধ্যেই উক্ত ফিচার বিদ্যমান। আর এখন মেটা-মালিকাধীন WhatsApp -ও তাদের প্ল্যাটফর্মে এই সিকিউরিটি ফিচারটিকে যুক্ত করার সিদ্ধান্ত নিল। যদিও, স্ক্রিনশট ব্লক বা ইনকগনিটো কী-বোর্ড (incognito keyboard) -এর মতো একাধিক প্রাইভেসি কেন্দ্রিক বৈশিষ্ট্যের অভাব এখনো অনুভব করে WhatsApp ব্যবহারকারীরা। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, শীঘ্রই উল্লেখিত ফিচারগুলিকেও হয়তো যোগ করতে পারে মার্ক জুকারবার্গের টেক-টিম। চলুন নতুন চ্যাট বক্স অনলাইন স্ট্যাটাস হাইড (Chat Box Online Status Hide) ফিচারটির কার্যকারিতা এবং এটিকে এনাবল করার পদ্ধতি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক….

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন Chat Box Online Status Hide ফিচার রোলআউট করলো WhatsApp

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করাকালীন অনলাইন স্ট্যাটাস কাউকে দেখাতে চান না। কিন্তু এতদিন শুধুমাত্র ‘লাস্ট সিন’ বা শেষ অনলাইন থাকার সময় লোকানোর বিকল্প বিদ্যামান ছিল প্ল্যাটফর্মে। তবে সদ্য চালু হওয়া ফিচারের মাধ্যমে এখন চ্যাট বক্সেও ব্যবহারকারীরা তাদের স্থিতি লোকাতে সমর্থ হবেন। এর জন্য আপনাকে সেটিংস অপশনে গিয়ে, যাবতীয় কন্টান্টসের জন্য অনলাইন স্ট্যাটাস টার্ন অফ করে দিতে হবে। যারপর আপনি কখন অনলাইন আছেন আর কখন নেই তা কেউ বুঝতে পারবে না। কিন্তু ফিচারটি এনাবল করলে বিপরীতে আপনিও কারোর অনলাইন স্থিতি চেক করতে পারবেন না। অর্থাৎ, চ্যাট বক্স অনলাইন স্ট্যাটাস হাইড বৈশিষ্ট্যটি একদম ‘লাস্ট সিন’ -এর অনুরূপ কাজ করে।

এদিকে, প্রায় প্রতিটি ফিচারেই সুবিধার পাশাপাশি কোনো না কোনো একটি অসুবিধাও থাকে। যেমন, এই লেটেস্ট রোলআউট হওয়া প্রাইভেসি আপডেট এনাবল করলে, কেউ ব্লক করেছে নাকি নিজের যাবতীয় তথ্য লুকিয়ে রেখেছে তা অনেকের পক্ষেই বোঝা কঠিন হয়ে উঠবে। আরো সহজ ভাষায় বললে, যদি কোনও ব্যবহারকারী অ্যাপের প্রাইভেসি সেকশনে গিয়ে – অনলাইন স্ট্যাটাস, প্রোফাইল পিচকার এবং স্ট্যাটাস এই তিনটি বিকল্প ‘নোবডি’ (Nobody) করে রাখেন, তাহলে একজনের পক্ষে সে ব্লক কিনা তা সনাক্ত করা কঠিন হবে।

যদিও একটি উপায় আছে, যার মাধ্যমে আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করা হয়েছে কিনা তা পরীক্ষা করতে পারবেন। যদি মোবাইল কন্টাক্টসে থাকা কোনো ব্যক্তিকে টেক্সট পাঠানোর পর চ্যাট বক্সে ‘ডাবল টিক’ চিহ্ন দেখা যায়, তাহলে বুঝতে হবে আপনার মেসেজ তার কাছে পৌঁছে গেছে এবং আপনাকে ব্লক করা হয়নি। তবে বিপরীতে থাকা ব্যক্তিটির মোবাইল ডেটা বন্ধ থাকলে কিন্তু একটি টিক চিহ্নই আসবে, ঠিক যেমনটা ব্লক হলে দেখা যায়। ফলে প্রাপক দ্বারা ইন্টারনেট চালু না করা পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত হওয়ার কোনো উপায় থাকছে না।

যাইহোক, হোয়াটসঅ্যাপ দ্বারা আনা নতুন বৈশিষ্ট্যকে ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য রোল আউট করা হয়েছে। আপনি যদি আলোচ্য ফিচারটি কীভাবে ব্যবহার এবং এনাবল করতে হয় জানতে ইচ্ছুক থাকেন, তবে নিচে প্রদত্ত ধাপগুলি দেখে নিতে পারেন।

হোয়াটসঅ্যাপে অনলাইন স্ট্যাটাস কীভাবে লুকাবেন? (How to hide online status on WhatsApp?)

১. প্রথমেই আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন করতে হবে এবং স্ক্রিনের উপরি ডানদিকের কোণায় থাকা তিন-বিন্দুযুক্ত আইকনে ট্যাপ করতে হবে।

২. এবার, Settings অপশনে ট্যাপ করুন এবং Account বিকল্পকে চয়ন করুন। এখান থেকে Privacy option লেখা বিকল্পটি বেছে নিন। (Settings > Account > Privacy option)

৩. এখানে আপনি ‘Last Seen and Online’ লেখা একটি বৈশিষ্ট্যটি দেখতে পাবেন। এতে ট্যাপ করুন এবং তারপরে ‘Nobody’ বিকল্পটি নির্বাচন করুন, ঠিক যেমন লাস্ট সিন ফিচারের ক্ষেত্রে করা হয়ে থাকে।

উপরি উল্লেখিত প্রতিটি ধাপ অনুসরণ করলেই, আপনি চ্যাট বক্সে সবার থেকে নিজের অনলাইন স্ট্যাটাস লুকিয়ে রাখতে সক্ষম হবেন। তবে, আপনি যদি শুধুমাত্র আপনার মোবাইলে থাকা কন্টাক্টসের সাথে অনলাইন স্ট্যাটাসের বিশদ শেয়ার করতে চান, তবে ‘My Contacts’ অপশনটিও চয়ন করতে পারেন। যারপর আপনার অনলাইন স্থিতি শুধুমাত্র আপনার পরিচিতিদের জন্য উপলব্ধ হবে।