Community-তে ফের নতুন ফিচার আনল WhatsApp, অন্যের থেকে লুকিয়ে রাখা যাবে ফোন নম্বর

গত বছরে WhatsApp, ইউজারদের নতুন কমিউনিটি (Community) ফিচারের সাথে পরিচয় করিয়েছিল, যার পর এই ফিচারটির উন্নতির জন্য তারা একাধিক আপডেট এনেছে। যেমন সম্প্রতি, Meta-মালিকানাধীন ইনস্ট্যান্ট…

গত বছরে WhatsApp, ইউজারদের নতুন কমিউনিটি (Community) ফিচারের সাথে পরিচয় করিয়েছিল, যার পর এই ফিচারটির উন্নতির জন্য তারা একাধিক আপডেট এনেছে। যেমন সম্প্রতি, Meta-মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি কমিউনিটি ট্যাবে একটি নতুন ইন্টারফেস চালু করেছে। সেক্ষেত্রে জল্পনা মতোই এখন ইউজারদের আকর্ষিত করতে সংস্থাটি নতুন ফোন নম্বর প্রাইভেসি ফিচার রোলআউট করতে শুরু করেছে, যা Android এবং iOS উভয় অ্যাপেই কমিউনিটি ট্যাবে দৃশ্যমান হবে। কিন্তু কীভাবে কাজ করবে এই নতুন ফোন নম্বর প্রাইভেসি ফিচার? চলুন জেনে নিই।

WhatsApp Community-তে এল ফোন নম্বর প্রাইভেসি ফিচার, কাজ কী?

নতুন ফোন নম্বর প্রাইভেসি ফিচার হোয়াটসঅ্যাপের কমিউনিটি অপশনে গোপনীয়তার একটি অতিরিক্ত স্তর যোগ করবে। এর মাধ্যমে একটি কমিউনিটিতে যুক্ত কোনো ইউজার নিজের ফোন নম্বর সবসময় সেটির অন্যান্য মেম্বারদের কাছ থেকে লুকিয়ে রাখতে পারবেন।

আসলে একটি হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যোগদান করলে তার মেম্বারদের তালিকা এমনিতে লুকানো বা হাইড করা থাকে, ফলে তার নম্বর অন্যের কাছে পৌঁছানোর সুযোগ থাকেনা। কিন্তু এই ধরণের ইউজাররা যখন মেসেজে রিয়্যাকশন দেন বা এই জাতীয় কিছু কাজ করেন, তখন তাদের ফোন নম্বর প্রকাশ্যে এসে যায়৷ সেক্ষেত্রে এই নতুন ফিচার উপলব্ধ হলে ফোন নম্বর কখনোই অন্যের সামনে আসবেনা – এমনকি কমিউনিটির মেসেজে রিয়্যাকশন দিলেও না। এতে করে হোয়াটসঅ্যাপ ইউজাররা সম্পূর্ণ পরিচয় গোপন রেখে কমিউনিটির সাথে যোগাযোগ বজায় রাখতে সক্ষম হবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, নয়া ফোন নম্বর প্রাইভেসি ফিচার কার্যকর হলেও কিন্তু কমিউনিটি অ্যাডমিন এবং যে সব মানুষের কাছে আগে থেকেই কন্ট্যাক্ট সেভ আছে তারা ইউজারদের ফোন নম্বর দেখতে পাবেন। অর্থাৎ বলা যায়, অপরিচিতদের বিরক্তি থেকে রেহাই দেবে এই ফিচার!