আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে WhatsApp, এই লিস্টে আপনার ফোন আছে কিনা দেখে নিন

মেটা-মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp একদিকে যেমন ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসে। আবার মাঝে মাঝে কিছু খারাপ খবরও দেয়। আজ আমরা আপনাদের জন্য এমনই একটি দুঃসংবাদ নিয়ে এসেছি। আসলে আজ আমরা এমন কিছু স্মার্টফোনের নাম জানাবো, যেগুলিতে আজকের পর থেকে আর WhatsApp অ্যাপ ব্যবহার করা যাবে না। পুরানো অপারেটিং সিস্টেম থাকার কারণে এই মডেলগুলিতে আর ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ সাপোর্ট করবে না।

WhatsApp এর তরফে জানানো হয়েছে, মোট ৩১টি ফোনে আজ থেকে আর তাদের অ্যাপ ব্যবহার করা যাবে না। এরমধ্যে Android ও iOS মডেল সামিল রয়েছে। মূলত নিরাপত্তার কারণেই WhatsApp এই ফোনগুলি থেকে সাপোর্ট সরিয়ে নিচ্ছে। আসুন তালিকাটি দেখে নেওয়া যাক।

এই ফোনগুলিতে আর চলবে না WhatsApp

যেসব ফোনে আজ অর্থাৎ ৩১ ডিসেম্বর থেকে আর WhatsApp চলবে না, তার মধ্যে রয়েছে Apple iPhone 5, Apple iPhone 5c, Archos 53 Platinum, Grand S Flex ZTE, Grand X Quad V987 ZTE, HTC Desire 500, Huawei Ascend D, Huawei Ascend D1, Huawei Ascend D2, Huawei Ascend G740, Huawei Ascend Mate, Huawei Ascend P1, Quad XL, Lenovo A820, LG Enact, LG Lucid 2, LG Optimus 4X HD, LG Optimus F3, LG Optimus F3Q, LG Optimus F5, LG Optimus F6, LG Optimus F7, LG Optimus L2 II, LG Optimus L3 II, LG Optimus L3 II Dual, LG Optimus L4 II, LG Optimus L4 II Dual, LG Optimus L5, LG Optimus L5 Dual, LG Optimus L5 II, LG Optimus L7, LG Optimus L7 II, LG Optimus L7 II Dual, LG Optimus Nitro HD।

এছাড়া Samsung Galaxy Ace 2, Samsung Galaxy Core, Samsung Galaxy S2, Samsung Galaxy S3 mini, Samsung Galaxy Trend II, Samsung Galaxy Trend Lite, Samsung Galaxy Xcover 2, Sony Xperia Arc S, Sony Xperia miro, Sony Xperia Neo L, Wiko Cink Five ও Wiko Darknight ZT ফোনেও WhatsApp সাপোর্ট বন্ধ হচ্ছে।