iPhone ইউজারদের জন্য নতুন ফিচার আনছে WhatsApp, মিলবে টেক্সট এডিটর ও আরও সুবিধা

সম্প্রতি WhatsApp তার আইওএস বিটায় দু-দুটি নতুন ফিচার আনতে কাজ করছে বলে জানা গিয়েছে। এর মধ্যে একটি ড্রয়িং টুল হিসেবে এবং একটি গ্রুপ চ্যাটে কার্যকরী হবে।

আবারও ইউজারদের সুবিধার জন্য নতুন ফিচার নিয়ে হাজির হল WhatsApp। সম্প্রতি ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি, iOS Beta ভার্সনে ড্রয়িং টুল হিসেবে একটি নয়া টেক্সট এডিটর এবং একটি গ্রুপ কনভিনিয়েন্স ফিচার চালু করেছে। এক্ষেত্রে টেক্সট এডিটরটি WhatsApp-এ Instagram স্টাইলে ওয়ান-ক্লিক ফন্ট চেঞ্জার জাতীয় সুবিধা প্রদান করবে, যাতে ইউজাররা টেক্সটের ফন্টের সাথে সাথে অ্যালাইনমেন্ট (alignment) এবং ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। অন্যদিকে গ্রুপ ফিচারটি WhatsApp-এর গ্রুপ চ্যাটে সেভ না করা কন্ট্যাক্টগুলির নম্বরের পরিবর্তে পুশ নেম বা প্রোফাইলে সেট করা নাম প্রদর্শন করবে। চলুন, এখন এই নতুন ফিচারগুলির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

WhatsApp iOS Beta-তে এইভাবে কাজ করবে নতুন টেক্সট এডিটর

হোয়াটসঅ্যাপ, তার আইওএস বিটায় (ভার্সন ২.২৩.৫.৭২) লেটেস্ট টেক্সট এডিটর অপশন যুক্ত করেছে। উল্লেখ্য, আগেও মিডিয়া ফাইল শেয়ার করা বা স্ট্যাটাস দেওয়ার সময় ইউজাররা ফন্ট পরিবর্তন করতে পারতেন; তবে লিস্ট-ইন ড্রয়িং টুল হিসেবে এই নতুন ফিচার আসায় এখন এই কাজ আরও সহজ হয়ে যাবে। কারণ এতে, যখনই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিতে গিয়ে ড্রয়িং টুলটি টেনে আনা হবে, তখনই কীবোর্ডের উপরে ওয়ান-ক্লিক ফন্ট চেঞ্জ বাটন দেখতে পাওয়া যাবে। শুরুতেই বলেছি যে ইনস্টাগ্রামে এই ফিচার ইতিমধ্যেই বিদ্যমান, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ফিচারটি চালু হওয়ায় ইউজাররা ‘Calistoga’, ‘Courier Prime’, ‘Damion’, ‘Exo 2’ এবং ‘Morning Bree’-এর মত নতুন ফন্ট ব্যবহার করতে পারবেন বলে WABetaInfo-এর মত।

WhatsApp-Beta-for-IOS-Text-Editor

এত গেল ফন্টের স্টাইল চেঞ্জ হওয়ার প্রসঙ্গ। এছাড়াও, নয়া টেক্সট এডিটর অপশনের সাহায্যে হোয়াটসঅ্যাপ ইউজাররা আরও দুটি অতিরিক্ত বাটন দেখতে পাবেন বলে জানা গিয়েছে, যার মধ্যে একটির সাহায্যে ভিডিও বা ফটোর মধ্যে টেক্সটের অবস্থান বিন্যাস বা অ্যালাইনমেন্ট ডানে, কেন্দ্রে (সেন্টারে) এবং বামদিকে সেট করতে পারবেন। আবার দ্বিতীয় বাটনটি টেক্সটটিকে বাকি কন্টেন্টের থেকে আলাদা করতে ব্যাকগ্রাউন্ড স্টাইল এবং কালার সিলেক্ট করার সুবিধা দেবে। এই নতুন বৈশিষ্ট্যটি বর্তমানে পরীক্ষাধীন পর্যায়ে রয়েছে, খুব শীঘ্রই এর একটি আপডেট প্রকাশ করা হবে।

WhatsApp-Group-Push-Name

Android-এর মতই iOS ইউজাররা WhatsApp-এ পাবেন এই গ্রুপ ফিচার

WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ কোম্পানি তার আইওএস বিটার ২.২৩.৫.৭২ ভার্সন নিয়েও কাজ করছে। এই সংস্করণটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটিংয়ের ইন্টারফেস আরও উন্নত করে তুলবে, কারণ এতে সেভ না থাকা গ্রুপ মেম্বারদের নিজস্ব প্রোফাইলে সেট করা নাম তাদের মেসেজগুলির সাথে প্রদর্শিত হবে (এমনকি চ্যাট বক্সের বাইরেও)। আগে (পড়ুন এখনও অবধি) এক্ষেত্রে শুধুমাত্র মেম্বারদের ফোন নম্বর দেখা যেত, যার ফলে তাদের শনাক্ত করা মানে ঠিক কে গ্রুপে মেসেজ করেছে তা জানা কঠিন ছিল। এই প্রসঙ্গে বলে রাখি, অ্যান্ড্রয়েড বিটায় এই ফিচার ইতিমধ্যেই উপলব্ধ হয়েছে।