আরও মজাদার হবে WhatsApp, আসছে এই তিনটি নতুন ফিচার

ইউজারদের ব্যবহারিক এক্সপেরিয়েন্সকে আরও উন্নত করতে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp প্রায়শই নিত্যনতুন ফিচার রোলআউট করে থাকে। সেক্ষেত্রে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে…

ইউজারদের ব্যবহারিক এক্সপেরিয়েন্সকে আরও উন্নত করতে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp প্রায়শই নিত্যনতুন ফিচার রোলআউট করে থাকে। সেক্ষেত্রে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে বেশ কয়েকটি নতুন ফিচার চালু করার জন্য জোরকদমে কাজ করছে Meta মালিকানাধীন কোম্পানিটি, যার মধ্যে রয়েছে বিজনেস (Business) অ্যাকাউন্টের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন, ওয়ান-অন-ওয়ান চ্যাটে পোল এবং ডিজিটাল অবতার। সংস্থার তরফে জানা গিয়েছে যে, বর্তমানে উক্ত ফিচারগুলি কেবলমাত্র বিটা টেস্টারদের জন্য উপলব্ধ; তবে শীঘ্রই এগুলির স্টেবল ভার্সন রোলআউট হবে বলে ধরে নেওয়া যায়। আসুন আসন্ন এই ফিচারগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

হোয়াটসঅ্যাপ অবতার (WhatsApp Avatars)

বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে যে, ইউজারদের জন্য মেটা মালিকানাধীন কোম্পানিটি খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছে ডিজিটাল অবতার ফিচার। এর সুবাদে আগামী দিনে হোয়াটসঅ্যাপে কেউ ভিডিও কল করলে ইউজারদের বদলে তাদের ডিজিটাল অবতারের ছবি স্ক্রিনে ভেসে উঠবে। হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetainfo-র একটি রিপোর্ট অনুযায়ী, উল্লেখিত অবতারটি হবে ব্যবহারকারীদের অ্যানিমেটেড ডিজিটাল রূপ। সবচেয়ে মজার ব্যাপার হল, ইউজাররা হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে নিজেরাই নিজেদের অবতার তৈরি করে নিতে পারবেন। এর জন্য ভবিষ্যতের আপডেটে প্ল্যাটফর্মটিতে অবতারের জন্য একটি ডেডিকেটেড বিভাগ (সেকশন)-ও চালু করতে পারে হোয়াটসঅ্যাপ। তদুপরি, ইউজাররা তাদের প্রোফাইল ফটোতেও এই পার্সোনালাইজড অবতারকে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি, এই অবতারকে স্টিকার হিসেবে পরিচিতদের সঙ্গে হোয়াটসঅ্যাপ মারফত শেয়ারও করতে পারবেন ব্যবহারকারীরা। ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্য এই ফিচারটি উপলব্ধ রয়েছে; তবে এটির স্টেবল রোলআউট কবে হবে, সে বিষয়ে এখনও সংস্থার তরফে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

হোয়াটসঅ্যাপ পোল (WhatsApp Polls)

ফেসবুকের (Facebook)-এর মতোই ইউজারদের জন্য খুব শীঘ্রই একটি গ্রুপ পোলিং ফিচার নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ, যেটি ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড এবং আইওএস বিটা টেস্টারদের জন্য উপলব্ধ রয়েছে। এর ফলে ইউজাররা একটা নির্দিষ্ট টপিকের উপরে ভিত্তি করে এবং একটি নির্দিষ্ট অপশনে ট্যাপ করে নিজেদের ভোট দিতে পারবেন; সেইসাথে ভোট দেওয়ার কিছু সময় পরে কিংবা তৎক্ষণাৎ তার ফলাফলও জেনে যাবেন। অর্থাৎ সোজা কথায় বললে, কোনো গ্রুপে কেউ কিছু জিজ্ঞাসা করলে অন্যান্য সদস্যরা ভোটের মাধ্যমে সেটির উত্তর দিতে পারবেন। তদুপরি, সম্প্রতি এক রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি এবার গ্রুপের মতোই পার্সোনাল চ্যাটের ক্ষেত্রেও ওয়ান-অন-ওয়ান পোলের সুবিধা নিয়ে আসতে চলেছে। জানা গিয়েছে যে, ওয়ান-টু-ওয়ান চ্যাট এবং গ্রুপ পোলের ইন্টারফেস একইরকম হবে। গ্রুপ পোলের মতো, ব্যবহারকারীরা ওয়ান-অন-ওয়ান পোলে ১২ টি অপশন অ্যাড করতে পারবেন। হোয়াটসঅ্যাপের দাবি অনুযায়ী, গ্রুপ এবং পার্সোনাল চ্যাট উভয় ক্ষেত্রেই পোলগুলি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড হবে।

হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম সাবস্ক্রিপশন (WhatsApp Premium Subscription)

আগামী দিনে বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান চালু করার পরিকল্পনা করছে হোয়াটসঅ্যাপ। এর সুবাদে নির্বাচিত কিছু ইউজাররা উন্নত তথা বিশেষ প্রিমিয়াম অ্যাড-অন ফিচার ব্যবহারের সুবিধা পাবেন, যার দৌলতে বিজনেস অ্যাপ ব্যবহারকারী ছোটো এবং বড়ো ব্যবসায়ী সংস্থাগুলি অতি সহজেই আরও বেশি সংখ্যক গ্রাহকদের কাছে পৌঁছোতে সক্ষম হবে। এর ফলে ইউজাররা তাদের ব্যবসায়িক পরিধিকে আরও খানিকটা সম্প্রসারিত করতে পারবেন; আর সেক্ষেত্রে ব্যবসা যে নিঃসন্দেহে ফুলেফেঁপে উঠবে, সেকথা বলাই বাহুল্য। উল্লেখ্য যে, হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম হল একটি অপশনাল (ঐচ্ছিক) ফিচার। বর্তমানে এটি অ্যান্ড্রয়েড এবং আইওএসের নির্বাচিত কিছু বিটা ব্যবহারকারীদের জন্য উপলব্ধ রয়েছে, তবে এটির স্টেবল রোলআউট সম্পর্কে এখনও সংস্থার তরফে বিশেষ কিছু জানা যায়নি।