কেবল একবার দেখা যাবে মেসেজ, WhatsApp আনছে মজাদার তিনটি ফিচার

বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হল WhatsApp। এক্ষেত্রে বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় প্রত্যেকটি মানুষ আলোচ্য অ্যাপটিকে যোগাযোগের মাধ্যমে হিসাবে বেছে নিয়েছে। আর ইউজারদের সুবিধার্থে এই প্ল্যাটফর্মটি প্রায়শই নতুন নতুন ফিচার এনে চলেছে। চলতি বছরে অর্থাৎ ২০২২ সালে WhatsApp একগুচ্ছ ফিচার লঞ্চ করেছে। বছরের শেষার্ধে এসেও এই ধারবাহিকতা বজায় রাখছে মেটা-মালিকাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। সম্প্রতি তিন-তিনটি নতুন ফিচারের ঘোষণা করেছে তারা। যেগুলিকে এই মুহূর্তে বিটা টেস্টিংয়ের অংশ হিসাবে প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে।

View Once Massage ফিচারের সাথে হাজির হবে WhatsApp

হোয়াটসঅ্যাপ কয়েক মাস আগেই ইউজারদের অধিক সিকিউরিটি দেওয়ার জন্য, ফটো এবং ভিডিও শেয়ার করার ক্ষেত্রে ‘ভিউ ওয়ান্স’ (View Once) ফিচার রোলআউট করেছিল। এবার একই ধরনের ফিচারকে টেক্সট মেসেজের জন্যেও পরীক্ষা করা হচ্ছে। ফলে এই ফিচারটি চালু হলে, প্রেরিত টেক্সট মেসেজ‌ কেবল একবার দেখা যাবে এবং চ্যাট বক্স খুলে মেসেজটি পড়া মাত্রই তা অদৃশ্য হয়ে যাবে। একই সাথে ভিউ ওয়ান্স মেসেজ ফিচারের অধীনে পাঠানো মেসেজের কোনো স্ক্রিনশটও নেওয়া যাবে না। অতএব, কোনো ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য শেয়ার করার ক্ষেত্রে এই ফিচারটি যথেষ্ট কার্যকর প্রমাণিত হতে পারে।

WhatsApp শীঘ্রই স্ট্যাটাস এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার চালু করবে

২০১৬ সালে প্রথমবারের জন্য এন্ড-টু-এন্ড চ্যাট এনক্রিপশন প্রাইভেসি ফিচারের ঘোষণা করেছিল হোয়াটসঅ্যাপ। পরবর্তীতে, ভিডিও এবং ভয়েস কলের ক্ষেত্রেও এই একই বৈশিষ্ট্য অফার করা হয়েছে। আর এখন, শেয়ার করা স্ট্যাটাসও এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড হতে চলেছে বলে জানিয়েছে মেটা-মালিকাধীন প্ল্যাটফর্মটি। যার অর্থ, ইউজার দ্বারা পোস্ট করা স্ট্যাটাস আপডেট নির্বাচিত ভিউয়ার ব্যতীত, কোনও তৃতীয় পক্ষ অ্যাক্সেস করতে সক্ষম হবে না।

প্রসঙ্গত, বিটা টেস্টারদের ‘স্ট্যাটাস’ সেকশন এবং ‘কল’ ট্যাবে এই মুহূর্তে একটি ইন্ডিকেটর দেখানো হচ্ছে। যেখানে – ‘স্ট্যাটাস এবং কল এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা হয়েছে’ এমনটা উল্লেখ আছে।

এইসকল প্রাইভেসি ফিচারকে আগামী ১ সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড এবং iOS উভয় প্ল্যাটফর্মের সমস্ত হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য রোলআউট করা হতে পারে।

WhatsApp ডেস্কটপ ভার্সনে নিজেকে মেসেজ পাঠানোর বিকল্প উপলব্ধ করা হবে

আপনাদের অবগতের জন্য জানিয়ে রাখি, হোয়াটসঅ্যাপ তাদের ইউজারদের জন্য এমন একটি ফিচার নিয়ে এসেছিল যার মাধ্যমে উক্ত মেসেজিং অ্যাপে নিজেকেই মেসেজ পাঠানো যাবে। তৎকালীন সময়ে এই বৈশিষ্ট্যের সুবিধা শুধুমাত্র মোবাইল ইউজাররাই পাচ্ছিলো। কিন্তু এবার এই নয়া ফিচারকে ডেস্কটপ ভার্সনেও উপলব্ধ করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ। ফলে ‘সেলফ মেসেজিং’ ভাবনা দ্বারা অনুপ্রাণিত এই ফিচারটির সাহায্যে ডেস্কটপ ভার্সন ব্যবহার করে নিজেকে মেসেজ, নোটস বা মিডিয়া ফাইল পাঠানো যাবে। শুধু তাই নয়, এই ফিচারের সাহায্যে ডেস্কটপে নিজের কাছে কোনো মিডিয়া ফাইল পাঠানোর পর তা ফোনে ডাউনলোডও করা যাবে। এক কথায়, এই নয়া ফিচার ডেটা ট্রান্সফারের প্রক্রিয়াকে অনেকটাই সহজ করে তুলবে এবং ইউজারদের সাবলীলভাবে ফোন থেকে ডেস্কটপে ও ডেস্কটপ থেকে ফোনে মেসেজ বা ফাইল পাঠানোর সুবিধা অফার করবে।