গ্রুপ চ্যাটের সময় দেখা যাবে মেম্বারদের ছবি, ফের একটি মজাদার ফিচার আনছে WhatsApp

নতুন ফিচার আনা, আপডেট প্রকাশ করা – WhatsApp-এর স্বভাব বললে ভুল হয়না! এই কারণে এক দশকেরও বেশি সময় আগে লঞ্চ হওয়া জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটিতে প্রায়শই কিছু না কিছু নতুনত্বও দেখা যায়। সেক্ষেত্রে চ্যাটিংয়ের মজা বাড়াতে তথা ইনবক্সের ভিউ আরো আকর্ষণীয় করে তুলতে, এবার ফের একটি নতুন ফিচার আনতে চলেছে WhatsApp। সম্প্রতি শোনা গিয়েছে যে, তারা এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যা ডেস্কটপ ভার্সনে গ্রুপ চ্যাট করার সময় মেম্বারদের মেসেজে তাদের নামের পাশাপাশি প্রোফাইল পিকচারও স্ক্রিনে দেখাবে। যদিও ঠিক কবে এটি উপলব্ধ হবে, সেই বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।

iPhone-এও আসবে WhatsApp-এর নতুন ফিচার

চলতি বছরের শুরুতে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় যে, হোয়াটসঅ্যাপ, আইফোনের জন্য উল্লিখিত বৈশিষ্ট্য পরীক্ষা করছে; ফলে আইফোনে গ্রুপ চ্যাট করার সময় ইনবক্সের স্ক্রিনে মেম্বারদের প্রোফাইল ফটো দেখা যাবে। তবে এখন হোয়াটসঅ্যাপের পরিচিত ফিচার ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপের বিটা টেস্টাররাও শীঘ্রই এই ফিচার উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে যদি কোনো গ্রুপ মেম্বারের ছবি সেট করা না থাকে (বা তাদের প্রাইভেসি সেটিং অন থাকে) তাহলে ডিফল্ট প্রোফাইল আইকনটি দেখানো হবে, যাতে তাদের নামের অনুরূপ রঙ থাকবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের গ্রুপের কথোপকথনে মেসেজের সাথে শুধু মেম্বারের নাম প্রদর্শিত হয়।

WhatsApp ইউজাররা পাবেন এই নতুন ফিচারগুলিও

হোয়াটসঅ্যাপ সম্প্রতি ডেস্কটপ বিটা অ্যাপের জন্য ব্লার (Blur) টুল চালু করেছে। এই টুলটি ইউজারদের কোনো ছবি ইচ্ছেমত এডিট করে তাতে থাকা কোনো বস্তু হাইড করতে সাহায্য করবে। এছাড়া এই সপ্তাহের শুরুতে জানা গিয়েছে যে, হোয়াটসঅ্যাপ, মিডিয়া ফাইল ফরওয়ার্ড করার ক্ষেত্রে ক্যাপশন যুক্ত করার অপশন পরীক্ষা করছে।

এখানেই শেষ নয়, হোয়াটসঅ্যাপ যে ইউজারদের প্রোফাইল ফটোতে ‘অবতার’ বা ডিজিটাল এক্সপ্রেশনযুক্ত নিজস্ব অ্যানিমেশন ব্যবহার করার বৈশিষ্ট্য রোল আউট করবে, সে কথা বিগত কয়েক সপ্তাহ ধরেই শোনা যাচ্ছে। আবার একাধিক রিপোর্টে নিশ্চিত হয়েছে যে, আগামীদিনে ইউজাররা মেসেজ এডিট (Message Edit), আন্ডু মেসেজ (Undo Message)-এর মত কিছু নতুন ফিচার পাবেন।