WhatsApp আনছে নয়া ফিচার, অন্য নম্বর ছাড়াই নিজেকে মেসেজ করতে পারবেন ইউজাররা

ইউজার এক্সপেরিয়েন্স মজাদার করে তুলতে প্রায়শই নতুন ফিচার নিয়ে আসে WhatsApp (হোয়াটসঅ্যাপ)। আর নানাবিধ সুবিধার কারণেই ভারতসহ গোটা বিশ্বের মানুষ ইনস্ট্যান্ট মেসেজিং বা একে অপরের সাথে চ্যাটিংয়ের জন্য এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে আগামীদিনে সংস্থাটি এমন একটি অপশন আনতে চলেছে বলে সম্প্রতি শোনা গিয়েছে, যার কথা জানলে আপনারা অন্তত এক মুহূর্তের জন্য হলেও অবাক হবেন! আসলে পরিচিত, বন্ধু-পরিজনদের সাথে চ্যাট করলেও নিজেই নিজেকে মেসেজ করে করার কথা কেউই সাধারণত ভাবেন না। নেহাত কোনো প্রয়োজন পড়লে আমরা নিজেরই অন্য ফোন নম্বর বা অ্যাকাউন্ট ব্যবহার করে মেসেজ চালাচালি করি। কিন্তু এই পরিচিত ছবি বদলানোর জন্য WhatsApp এবার এমন একটি ফিচার আনতে কাজ করছে, যা ইউজারদের নিজেদের কাছেই (মানে একই অ্যাকাউন্টে) মেসেজ পাঠাতে দেবে। অসম্ভব শোনাচ্ছে, তাই না? তাহলে বলি, প্রযুক্তি যেভাবে বিকশিত হচ্ছে এবং WhatsApp-ও যা কখনো ছিল না সেইরকম একের পর এক ফিচার আনছে, তাতে করে এমন একটি অপশন হাতে পাওয়া কোনো কঠিন ব্যাপার না!

WhatsApp-এ সারা যাবে ‘Note’ অ্যাপের কাজ

ভার্চুয়ালি কোনো লেখা স্টোর বা কিছু জিনিস মনে রাখার জন্য বর্তমানে স্মার্টফোনের নোট (Note) অ্যাপ্লিকেশন খুব কার্যকরী। কিন্তু ইনবিল্ট বা বিভিন্ন থার্ড পার্টি নোট অ্যাপ থাকা সত্ত্বেও, অনেকেই হোয়াটসঅ্যাপে প্রয়োজনীয় ভাবনা লিখে রাখা সুবিধাজনক বলে মনে করেন; কেননা রোজকার জীবনে হোয়াটসঅ্যাপ ব্যাপকভাবে ব্যবহৃত হয়, ফলে এতে সেভ রাখা তথ্য অ্যাক্সেস করা বা চোখে পড়া সহজ হয়ে যায়। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ আসন্ন দিনগুলিতে ইউজারদের নিজেকে মেসেজ করার অপশন দিলে, এই কাজ যে আরো সহজতর হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই!

কীভাবে কাজ করবে WhatsApp-এর নিজেই নিজেকে মেসেজ করার ফিচার

WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, এই নতুন ফিচারটি নিয়ে ইতিমধ্যেই পরীক্ষা-নিরীক্ষা চলছে, যা মূলত হোয়াটসঅ্যাপের লিঙ্ক অপশন বা মাল্টি-ডিভাইস (Multi device) সাপোর্টের ওপর ভিত্তি করে কাজ করবে। রিপোর্টে বলা হয়েছে যে, হোয়াটসঅ্যাপ ডেস্কটপ বিটা ইউজাররা কন্ট্যাক্ট সার্চ করার সময় ব্যক্তিগত চ্যাট অপশনে ট্যাপ করে নিজেকে মেসেজ পাঠাতে সক্ষম হবেন। এক্ষেত্রে কোনো ইউজার মোবাইল ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপে লগ ইন করার চেষ্টা করলে, কন্ট্যাক্ট লিস্টের শীর্ষে তাদের নাম দেখতে পাবেন।

এই প্রসঙ্গে বলে রাখি, হোয়াটসঅ্যাপ এখনও মাল্টি-ডিভাইস সেটআপে একটির বেশি মোবাইল লিঙ্ক করার সুবিধা অন্তর্ভুক্ত করেনি। আপাতত তারা ডেস্কটপ বিটা সংস্করণে নতুন ফিচারটি পরীক্ষা করছে, তবে খুব শীঘ্রই এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস বিটা সংস্করণেও চালু হবে।