Royal Enfield-এর সবচেয়ে সস্তা বাইক এ বছর লঞ্চ হবে, 2022 সালে আর কোন মডেল আসছে?

২০২২ সালটা নিজেদের নামে করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। এ বছর কম করে হলেও ৩৫০ সিসি ইঞ্জিনের অন্তত আরও চারটি নতুন মডেলের মোটরসাইকেল বাজারে আনার পরিকল্পনা করছে তারা। সংস্থাটি যেমন নতুন সেগমেন্টে যেমন প্রবেশ করবে, তেমনই ভারতে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও আরও বৈচিত্র্যময় করতে চলেছে। যে টুকু খবর এসেছে, রয়্যাল এনফিল্ড সবার প্রথমে Scram 411 এবং তারপর Hunter 350 বাজারে আনবে। সংস্থার তরফ থেকে ২০২২-এ আর কোন কোন মডেল লঞ্চ করা হবে, আজকের প্রতিবেদনে রইল তার খুঁটিনাটি।

  1. Scram 411

Royal Enfield Himalayan অ্যাডভেঞ্চার ট্যুরারের সস্তা ভার্সন হল Scram 411। তবে এটি ট্যুরিং বাইক হিসেবে নয়, অনরোড-ফ্রেন্ডলি বাইক হিসেবে আসবে। Scram 411 ফেব্রুয়ারি-তে লঞ্চ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে।

  1. Hunter 350

রয়্যাল এনফিল্ড তাদের Meteor 350 ও নতুন প্রজন্মের Classic 350-এর টুইন ক্র্যাডেল চ্যাসিস ব্যবহার করে একটি স্ক্র্যাম্বলার স্টাইলের বাইকের ট্রায়াল করছে। এর অভ্যন্তরীণ কোডনাম J1C1 এবং বাইকটিতে ৩৪৯ সিসি ইঞ্জিন দেওয়া হবে। যা সর্বাধিক ২২ বিএইচপি শক্তি ও ২৭ এমএম টর্ক উৎপন্ন করবে। স্ক্র্যাম্বলার বাইকটি Hunter 350 নামেই বাজারে আসবে বলে খবর।

  1. সবচেয়ে সস্তা Royal Enfield

সংস্থা কিছু না বললেও বিভিন্ন মহল থেকে আসা খবর অনুযায়ী, রয়্যাল এনফিল্ড J1C2 কোডনামের একটি বাইক নিয়ে কাজ করছে, যা তাদের সবচেয়ে কমদামি মোটরসাইকেল হিসেবে বাজারে আসবে। এর দাম হতে পারে ১.৩০ লক্ষ টাকার আশেপাশে।

  1. Super Meteor

Royal Enfield 650 Twins প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে চলতি বছরেই আসছে ফ্ল্যাগশিপ ক্রুজার Super Meteor। এটি ২০২২-এর দ্বিতীয়ার্ধে লঞ্চ হতে পারে। স্পাই শট ও ফাঁস হওয়া ভিডিও ইঙ্গিত করছে, এতে চওড়া সিট, ফরোয়ার্ড সেট ফুটপেগ, লম্বা হ্যান্ডেলবার সেটআপ, আপসাইড-ডাউন ফর্ক, এবং টিয়ারড্রপ শেপের ফুয়েল-ট্যাঙ্ক থাকবে।

  1. Shotgun 650

ইতালির মিলানে সম্প্রতি অনুষ্ঠিত আর্ন্তজাতিক মোটরসাইকেল এবং অ্যাক্সেসরিজ প্রদর্শনী অনুষ্ঠানে Shotgun 650-এর প্রিভিউ SG650 কনসেপ্ট মডেলের মাধ্যমে দেখিয়েছিল রয়্যাল এনফিল্ড। রেট্রো চার্ম ও আধুনিক প্রযুক্তির ছোঁয়া একে ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে এনেছে। Super Meteor 650 লঞ্চ হওয়ার ক’মাস পর এটি বাজারে আসার সম্ভাবনা আছে।

  1. Classic Bobber

নতুন প্রজন্মের Classic 350 গত বছরের সেপ্টেম্বরে লঞ্চ হয়েছে। Meteor 350-এর মতো নতুন J প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে বাইকটি তৈরি করা হয়েছে। এর ফলে ইঞ্জিনের কারণে ঝাঁকুনির ব্যাপারটিও এখন অতীত৷ রিপোর্ট অনুযায়ী, এই রেট্রো রোডস্টার মোটরসাইকেলের একটি প্রিমিয়াম ভার্সন নিয়ে কাজ চলছে, যা এ বছর লঞ্চ হবে। তা ছাড়াও নতুন প্রজন্মের Bullet নিয়েও কাজ চলছে বলে খবর।