WhatsApp ব্যবহারকারীদের জন্য বছর শেষে সুখবর, তারিখ ধরে খুঁজে পাবেন পুরনো চ্যাট

প্রায়শই নতুন ফিচার রোলআউট করা বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp-এর নিত্যদিনের কাজ বললেই চলে। এর দরুন ইউজারদের ব্যবহারিক এক্সপেরিয়েন্স আরও উন্নত হওয়ার পাশাপাশি গোটা বিশ্বে অ্যাপটির জনপ্রিয়তাও হালফিলে বহুগুণে বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে সম্প্রতি Meta মালিকানাধীন প্ল্যাটফর্মটি “সার্চ ফর মেসেজেস বাই ডেট” (search for messages by date) নামক আরও একটি নতুন ফিচার নিয়ে এসেছে বলে জানা গিয়েছে। এই ফিচারের সুবাদে কোনো কন্ট্যাক্টসের সাথে বহুদিন আগে করা চ্যাটও খুব সহজেই খুঁজে পাবেন ব্যবহারকারীরা। নতুন এই WhatsApp ফিচারটি বর্তমানে iOS বিটা টেস্টারদের জন্য উপলব্ধ।

এবার WhatsApp-এ দীর্ঘদিন আগে করা চ্যাট এক নিমেষেই খুঁজে পাওয়া যাবে, এসে গেল “search for messages by date” ফিচার

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo-এর প্রতিবেদন অনুসারে, আইওএস ২২.২৪.০.৭৭ আপডেটে টেস্টফ্লাইট (TestFlight) অ্যাপে বিটা ইউজারদের জন্য এই ফিচারটিকে উপলব্ধ করা হয়েছে। আসন্ন ফিচারটির একটি স্ক্রিনশট শেয়ার করে WABetaInfo জানিয়েছে যে, এখন ব্যবহারকারীরা অ্যাপে প্রদর্শিত নতুন ‘ক্যালেন্ডার আইকন’ (calendar icon)-এ ট্যাপ করে নির্দিষ্ট কোনো তারিখে কারোর সাথে করা যাবতীয় চ্যাট এক নিমেষেই পড়ে ফেলতে সক্ষম হবেন। অর্থাৎ সোজা কথায় বললে, দীর্ঘদিন আগে কারোর সাথে করা কোনো চ্যাটের নাগাল পেতে হলে এখন আর অযথা হয়রান হতে হবে না ইউজারদের।

আপাতত নির্বাচিত কিছু বিটা টেস্টাররাই এই ফিচারটি ব্যবহার করতে পারবেন

WABetaInfo আরও জানিয়েছে যে, যেহেতু নতুন ফিচারটি শুধুমাত্র কিছু হোয়াটসঅ্যাপ আইওএস বিটা টেস্টারদের জন্য উপলব্ধ, তাই ক্যালেন্ডার আইকনটি সবাই দেখতে পাবেন না। আসলে টেস্টফ্লাইট অ্যাপের লেটেস্ট বিটা ভার্সন ইনস্টল করেছেন, এমন কিছু নির্বাচিত বিটা টেস্টাররাই বর্তমানে এই ফিচারটি ব্যবহার করার সুযোগ পাবেন। তবে হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে যে, ধীরে ধীরে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও বেশ কিছু সংখ্যক ব্যবহারকারীদের জন্য এটিকে উপলব্ধ করা হবে। তারপরে সফলভাবে বিটা টেস্টিং পর্ব সম্পন্ন হলে ফিচারটিকে স্টেবল ভার্সনে রোলআউট করা হবে বলে আশা করা হচ্ছে।

এখন ক্যাপশন সহ মিডিয়া ফাইল ফরোয়ার্ড করতে পারবেন iOS ব্যবহারকারীরা

এর পাশাপাশি Meta মালিকানাধীন মেসেজিং অ্যাপটি হালফিলে আরও একটি নতুন ফিচার মার্কেটে এনে হাজির করেছে, যার সুবাদে iOS ব্যবহারকারীরা এখন ক্যাপশন সহ মিডিয়া ফাইল ফরোয়ার্ড করতে পারবেন। WhatsApp-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, নতুন ফিচারটির সহায়তায় ইউজাররা যখনই কাউকে কোনো মিডিয়া ফরোয়ার্ড করতে চাইবেন, তখন স্ক্রিনের নীচে একটি নতুন ক্যাপশন বক্সের আবির্ভাব ঘটবে, যেখানে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী ক্যাপশন লিখতে পারবেন। তবে কিছু লিখতে না চাইলে এই বক্সটিকে ডিসমিসও করতে পারবেন ইউজাররা। উল্লেখ্য যে, এই লেটেস্ট ফিচারটি iOS ২২.২৩.৭৭ ভার্সনে উপলব্ধ।