Maruti Suzuki: মাত্র 9 মাসেই 1 লক্ষ বিক্রি, মারুতির এই গাড়ি কিনতে শোরুমে হুলস্থুল!

রেকর্ড ভাঙাগড়ার খেলায় বরাবরই অন্যান্য সংস্থাদের তুলনায় এগিয়ে মারুতি সুজুকি (Maruti Suzuki)। তবে এবার নিজের গড়া রেকর্ড নিজেই ভেঙে তছনছ করে নজির গড়ল ভারতের বৃহত্তম যাত্রী গাড়ি সংস্থাটি। মাত্র নয় মাসের মধ্যেই এক লক্ষ বিক্রির মাইলস্টোনে পৌঁছল ফ্রঙ্কস (Fronx)। ব্যালেনোর উপর ভিত্তে করে গত বছর এপ্রিলে লঞ্চ করা এই ক্রসওভার ভারতের দ্রুততম গাড়ি হিসাবে ১ লক্ষ বিক্রির রেকর্ড স্পর্শ করেছে।

Maruti Suzuki Fronx-এর বিক্রি 1 লক্ষ পার করল

এক লক্ষ গ্রাহকের পরিবার তৈরিতে Maruti Suzuki Grand Vitara-কেও টেক্কা দিয়েছে ফ্রঙ্কস। কারণ গ্র্যান্ড ভিতারার এক লক্ষ ইউনিট বিক্রি হতে সময় লেগেছিল এক বছর। ২০২৩-এ ভারতের এসইউভি সেগমেন্টে মারুতি সুজুকির মার্কেট শেয়ার ছিল ১৯.৭%। যেখানে ২০২২-এ অংশীদারিত্ব ছিল ১০.৪%। এই বৃদ্ধির ক্ষেত্রে ফ্রঙ্কস-এর বড় অবদানের কথা স্বীকার করে নিয়েছে সংস্থা।

Maruti Suzuki Fronx সংস্থার প্রিমিয়াম হ্যাচব্যাক Baleno-র উপর ভিত্তি করে তৈরি। এটি দুই ধরনের ইঞ্জিনের বিকল্পে বেছে নেওয়া যায় – ১.০ লিটার বুস্টারজেট টার্বো পেট্রোল এবং ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন। প্রথমটি অধিক জনপ্রিয়তা অর্জন করেছে। আউটপুট ১০০ বিএইচপি এবং ১৪৭ এনএম। ৫-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক গিয়ারবক্স সমেত বেছে নেওয়া যায়।

অন্যদিকে, সাধারণ পেট্রল মডেলটি থেকে উৎপন্ন হয় ৯০ বিএইচপি ক্ষমতা। এটি ৫-স্পিড ম্যানুয়াল এবং ৫-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন সমেত বেছে নেওয়া যায়। সাবকম্প্যাক্ট ক্রসওভার Maruti Fronx পাঁচটি ট্রিমে উপলব্ধ – Sigma, Delta, Delta+, Zeta ও Alpha। সাতটি রঙের বিকল্পে বেছে নেওয়া যায় – গ্র্যান্ডিউর গ্রে, আর্কটিক হোয়াইট, ওপুলেন্ট রেড, ব্লুয়িশ ব্ল্যাক, স্প্লেন্ডিড সিলভার, আর্থেন ব্রাউন এবং সেলেস্টিয়াল ব্লু। এছাড়া ডুয়েল টোন কম্বিনেশনেও কেনা যায় গাড়িটি – ওপুলেন্ট রেড, আর্থেন ব্রাউন এবং স্প্লেন্ডিড সিলভার।

মডেল অনুযায়ী Maruti Fronx-এর দাম ৭.৪৬ লক্ষ থেকে ১৩.১৩ লক্ষ টাকা। এটি দুটি সিএনজি ভ্যারিয়েন্টেও বেছে নেওয়া যায় – Sigma ও Delta। দাম যথাক্রমে ৮.৪১ লক্ষ থেকে ৯.২৮ লক্ষ টাকা। উপরের প্রতিটি মূল্য এক্স শোরুম মূল্য অনুযায়ী।