একবার দেখার পর উধাও হবে চ্যাট, WhatsApp এবার আনছে ভিউ ওয়ান্স টেক্সট ফিচার

ব্যবহারকারীদের প্রাইভেসি সুরক্ষার দিকটিকে আরও মজবুত করার জন্য বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp, গত বছর View Once নামক একটি ফিচার রোলআউট করেছিল। ফিচারটির সুবিধাজনক দিক হল, View Once ব্যবহার করে কাউকে কোনো ছবি বা ভিডিও পাঠালে প্রাপক মেসেজ দেখার পরে সেটি নিজে থেকেই ডিলিট হয়ে যায়, অর্থাৎ দ্বিতীয়বার সেটিকে দেখার সুযোগ পাওয়া যায় না। খুব স্বাভাবিকভাবেই এরকম অনবদ্য সুবিধা দেওয়ায় WhatsApp-এর এই ফিচারটি ইতিমধ্যেই ইউজারদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে গিয়েছে। ব্যবহারকারীদের সুরক্ষার বিষয়টিকে আরও পাকাপোক্ত করতে সম্প্রতি এই ফিচারে একটি নতুন বৈশিষ্ট্য যুক্ত করার পরিকল্পনা করেছে WhatsApp।

Android ব্যবহারকারীদের জন্য View Once Text Messages ফিচার চালু করার পরিকল্পনা করছে WhatsApp

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানা গিয়েছে যে, ইমেজ ও ভিডিওর পর এবার চ্যাটের ক্ষেত্রেও ভিউ ওয়ান্স ফিচার ব্যবহারের সুবিধা পাবেন ইউজাররা। অর্থাৎ, ভিউ ওয়ান্স ব্যবহার করে কাউকে কোনো টেক্সট মেসেজ পাঠালে প্রাপক সেটি দেখার পরে নিজে থেকেই মেসেজটি অদৃশ্য হয়ে যাবে। এর ফলে খুব গুরুত্বপূর্ণ তথা গোপনীয় কোনো মেসেজ একদম নির্ভাবনায় যে কাউকে পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে যে, অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপটির লেটেস্ট বিটা ভার্সন ব্যবহার করছেন এমন কিছু ইউজারদের কাছে বর্তমানে এই ফিচারটি উপলব্ধ হতে পারে। এর সুবাদে চ্যাটে সেন্ড বাটনের ওপর একটি লক সিম্বল প্রত্যক্ষ করা যাবে, যার সহায়তায় ইউজাররা ভিউ ওয়ান্স মেসেজ সেন্ড করতে পারবেন।

WhatsApp Beta-র পরবর্তী আপডেটে সকল Android বিটা টেস্টারদের জন্য উপলব্ধ হবে View Once Text Messages ফিচার

রিপোর্ট অনুযায়ী, অ্যান্ড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপ বিটা-র আগামী আপডেটে View Once Text Messages ফিচারটি চালু করা হবে। এর ফলে অদূর ভবিষ্যতে সকল বিটা ইউজাররা এটি ব্যবহার করার সুযোগ পাবেন। আর বিটা পর্যায়ে সফলভাবে টেস্টিং পর্ব সম্পন্ন হলে ফিচারটিকে স্টেবল ভার্সনে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে, মাসখানেক আগে রোলআউট হওয়া বিটা আপডেটে হোয়াটসঅ্যাপ ভিউ ওয়ান্স ফিচার ব্যবহার করে শেয়ার করা ফটোগুলির স্ক্রিনশট নেওয়ার এবিলিটিকে ব্লক করেছে; অর্থাৎ, প্রাপক আর কোনোভাবেই সেন্ড করা ফটোর স্ক্রিনশট নিতে পারবেন না। এমনকি ফিচারটি ব্যবহার করে শেয়ার করা ভিডিওগুলির স্ক্রিন রেকর্ডিংও করতে পারা যাবে না।

তবে View Once-এ এই নতুন বৈশিষ্ট্যের সংযোজনে ব্যবহারকারীরা বেশ খানিকটা স্বস্তি পেলেও একটু খুঁত কিন্তু থেকেই যাচ্ছে। কারণ যদিও বা স্ক্রিনশট নেওয়া যাবে না, কিন্তু কোনো ব্যক্তি দ্বিতীয় একটি ফোন ব্যবহার করে অনায়াসেই ইউজারদের শেয়ার করা ফটো বা ভিডিওগুলিকে রেকর্ড বা ক্যামেরাবন্দী করে রাখতে পারবেন। উল্লেখ্য যে, খুব স্বাভাবিকভাবেই এক্ষেত্রে WhatsApp-এর কিছুই করার নেই। তাই মোদ্দা কথা হল, View Once ব্যবহার করে কাউকে কোনো মেসেজ পাঠালেও ইউজারদের যথাযথ সতর্ক থাকা কিন্তু একান্ত আবশ্যক।