রোজ WhatsApp-এ ‘গুড মর্নিং’ মেসেজ ফরোয়ার্ড করেন? অচিরেই ব্যান হতে পারে অ্যাকাউন্ট

চ্যাটিং, প্রয়োজনীয় কাজ বা কথোপকথন সারার জন্য এখন সমস্ত স্মার্টফোন ইউজারই রোজ WhatsApp ব্যবহার করেন। ফলে বলতে গেলে প্রতিদিন এই মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে কোটি কোটি মেসেজ আদান প্রদান হয়। তবে এর মধ্যে যারা রোজ সকালে WhatsApp বন্ধুদের ‘গুড মর্নিং’ (শুভ সকাল/সুপ্রভাত) মেসেজ পাঠান, তাদের কিন্তু এবার সতর্ক থাকতে হবে। আসলে মাঝেমধ্যেই WhatsApp-কে ঘিরে নানা স্ক্যাম বা অ্যাকাউন্ট ব্যান হওয়ার মত সতর্কতার কথা সামনে আসে। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে যে, সকাল সকাল গুড মর্নিং মেসেজ পাঠানোর অভ্যেস থেকেই আপনার WhatsApp অ্যাকাউন্ট ব্যান হতে পারে। হ্যাঁ ঠিকই পড়েছেন!

গুড মর্নিং মেসেজকেও স্প্যাম চিহ্নিত করছে WhatsApp

সাম্প্রতিক সময়ে, প্রায়দিনই লক্ষ লক্ষ ভারতীয়ের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার খবর শোনা যায়। সাধারণত কোম্পানির পলিসি অনুসরণ না করাকেই এই বিপত্তির কারণ হিসেবে ধরা হয়। তবে এখন একটি রিপোর্ট বলছে যে, কোম্পানি, গুড মর্নিং মেসেজটিকে স্প্যাম হিসেবে বিবেচিত করছে; আর এই কারণেই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে।

এই সমস্ত কারণেও আপনার WhatsApp অ্যাকাউন্ট ব্যান হতে পারে

শুধু হোয়াটসঅ্যাপের নীতি না মানা বা গুড মর্নিং মেসেজ পাঠানো নয়, এর বাইরে অনেক কারণ আছে যার জন্য আপনি নিজের অ্যাকাউন্টের অ্যাক্সেস হারাতে পারেন। যেমন আপনি যদি নির্বিচারে মেসেজ ফরোয়ার্ড করতে থাকেন, তবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। আসলে কোম্পানি, মেসেজ ফরওয়ার্ডের বিষয়টিকে অত্যন্ত প্রাধান্য দেয়। তাই কেউ যদি কোনো মেসেজের উৎস না জেনে বা ভুল তথ্য আছে এমন মেসেজ ফরওয়ার্ড করেন, তাহলে তার ওপর মেটা (Meta) মালিকানাধীন প্ল্যাটফর্মটির নিষেধাজ্ঞার কোপ পড়তে পারে।

এছাড়া হোয়াটসঅ্যাপের ব্রডকাস্ট ফিচারের ভুল ব্যবহারের কারণেও আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে। এমনকি অনুমতি ছাড়া কাউকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করলেও ত্যাগ করতে হতে পারে অ্যাকাউন্টের মায়া। এখানেই শেষ নয়, কারো অনিচ্ছা সত্ত্বেও যদি তাকে ঘন ঘন মেসেজ করেন, তাহলেও আপনার অ্যাকাউন্টটি ব্লক করা হতে পারে।