Aprilia SXR 125 কত দামে বাজারে আসছে, ফাঁস করল নতুন রিপোর্ট

Aprilia SXr 125 price in India leaked ahead of official launch

Aprilia SXR 160 ম্যাক্সি স্কুটারের সাশ্রয়ী ও কম শক্তিশালী ভার্সন Aprilia SXR 125 খুব শীঘ্রই ভারতে পা রাখতে চলেছে৷ আসলে ডিসেম্বরের শেষে এদেশে লঞ্চ হওয়া Aprilia SXR 160 গ্রাহকদের ভালই সাড়া পেয়েছিল৷ কিন্তু যারা Aprilia SXR 160 কিনতে ইচ্ছুক, অথচ দাম দেখে বিবেচনা করার জন্য সময় নিচ্ছেন, তাদের জন্যই এই স্টাইলিশ ম্যাক্সি স্কুটারটির কম পাওয়ারফুল ভার্সন SXR 125 এর আগমন হচ্ছে। ইতিমধ্যে এপ্রিলিয়ার ডিলারশিপ বা shop.apriliaindia.com সাইট থেকে Aprilia SXR 125 প্রি-বুক করা যাচ্ছে, প্রি-বুকিংয়ের জন্য ক্রেতাকে ব্যয় করতে হচ্ছে মাত্র ৫,০০০ টাকা৷ যদিও কোম্পানির তরফে এখনো স্কুটারটির দাম জানানো হয়নি। তবে এপ্রিলিয়া এসএক্সআর ১২৫ ভারতে কত দামে পাওয়া যাবে সেই বিষয়ক তথ্য ফের একবার সামনে এল৷

ইন্টারনেটে ঘোরাফেরা করা সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, এপ্রিলিয়া এসএক্সআর ১২৫ স্কুটারের দাম ১.১৬ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হবে৷ এপ্রিলিয়ার ফ্ল্যাগশিপ স্কুটার এসএক্সআর ১৬০-এর তুলনায় এটি ৯,০০০ টাকা সস্তা৷ সেক্ষেত্রে প্রিমিয়াম স্কুটার সেগমেন্টে সুজুকি বার্গম্যান স্ট্রিট ১২৫-এর সাথে এপ্রিলিয়া এসএক্সআর ১২৫-এর তুল্যমূল্য লড়াই চলবে৷ যদি দামের তুলনা করা হয়, তাহলে দেখা যাচ্ছে, সুজুকি বার্গম্যান স্ট্রিট ১২৫-এর থেকে এপ্রিলিয়া এসএক্সআর ১২৫-এর দাম ২৮,০০০ টাকা বেশি৷ অন্যদিকে, টিভিএস-এর প্রিমিয়াম স্কুটার এনটর্ক, এসএক্সআর ১২৫-এর তুলনায় ৩৮,০০০ টাকা সস্তা পড়ছে৷ ব্র্যান্ডনেম এবং লুকস এপ্রিলিয়ার অ্যাডভান্টেজ হিসেবে গণ্য করা যেতে পারে৷

যদি স্টাইলের কথায় আসি, তাহলে এসএক্সআর ১৬০ এর মতো এপ্রিলিয়ার এসএক্সআর ১২৫ একইরকম ম্যাক্সি স্টাইলের ডিজাইন সহ আসবে। ম্যাক্সি স্কুটার লুককে আরও আকর্ষণীয় করে তোলার জন্য বডি প্যানেলে থাকবে এপ্রিলিয়ার সিগনেচার গ্রাফিক্স। Aprilia SR 125 ও Vespa-র ১২৫ সিসি মডেলের মতো Aprilia SXR 125 ১২৪ সিসি, এয়ার কুল্ড ইঞ্জিনে চলবে। এই ইঞ্জিন ৯.৪ বিএইচপি শক্তি ও ৮.২ এনএম টর্ক উৎপাদন করতে পারে৷

আপকামিং এপ্রিলিয়া এসএক্সআর ১২৫-এ থাকবে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার৷ এটি স্পিডোমিটার, ওডোমিটার, এবিএসের স্থিতি, ট্রিপ মিটার, ফুয়েল এফিসিয়েন্সির মতো গুরুত্বপূর্ণ তথ্য পড়তে দেবে। সেইসঙ্গে স্কুটারটি বড়ো ও লম্বা সিট, ইউএসবি চার্জিং পোর্ট ও ব্লুটুথ কানেক্টিভিটি সহ আসবে। এপ্রিলিয়া এসএক্সআর ১২৫ ম্যাট ব্ল্যাক, গ্লসি হোয়াইট, ম্যাট ব্লু, ও গ্লসি রেড কালার অপশনে ভারতে উপলব্ধ হবে৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন