Holi Sale: চলছে ধামাকা হোলি সেল, বিশাল ডিসকাউন্টে AirPods, Jabra Elite 5, Oppo Enco X2

আর মাত্র কয়েকটা দিন পরেই ভারতবর্ষের প্রায় সর্বত্র মহাসমারোহে পালিত হবে দোলযাত্রা (Dol Yatra) বা হোলি (Holi)। প্রতি বছরই এই রঙের উৎসব উপলক্ষে ইউজারদের জন্য…

আর মাত্র কয়েকটা দিন পরেই ভারতবর্ষের প্রায় সর্বত্র মহাসমারোহে পালিত হবে দোলযাত্রা (Dol Yatra) বা হোলি (Holi)। প্রতি বছরই এই রঙের উৎসব উপলক্ষে ইউজারদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয় ই-কমার্স সাইটগুলি। সেক্ষেত্রে ব্যবহারকারীদেরকে খুশি করতে এ বছরও আসন্ন হোলিকে কেন্দ্র করে ইতিমধ্যেই একটি বিশেষ সেলের আয়োজন করেছে Amazon। বর্তমানে এই ই-কমার্স প্ল্যাটফর্মটিতে চলছে Amazon Holi Sale 2023, যেখানে বেশ কয়েকটি নামজাদা কোম্পানির ওয়্যারলেস ইয়ারফোনে বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে সংস্থাটি। সেল চলাকালীন AirPods, OnePlus Buds Pro, Jabra Elite 5 সহ অন্যান্য একাধিক টিডব্লিউএস (TWS) ইয়ারফোন দুর্দান্ত ছাড়ে কিনতে সক্ষম হবেন ক্রেতারা। ফলে যারা দীর্ঘদিন ধরে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে এই ধরনের কোনো ডিভাইস কেনার পরিকল্পনা করছেন, তাদের স্বপ্ন পূরণের এটাই হল আদর্শ সময়। চলুন, চলতি Amazon Holi Sale-এ কোন কোন ওয়্যারলেস ইয়ারবাডস ব্যাপক ছাড়ে কেনা যাবে, সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

এসে গেল Amazon Holi Sale 2023, বিভিন্ন ওয়্যারলেস ইয়ারবাডসে মিলবে দুর্দান্ত ছাড়

অ্যামাজনের সাম্প্রতিক হোলি সেলে দ্বিতীয় প্রজন্মের এয়ারপডস (second-generation AirPods) ১১,৯৯০ টাকায় কেনা যাবে। বলে রাখি, যদিও অ্যাপল (Apple) প্রাথমিকভাবে এই ডিভাইসটিকে ১৪,৯০০ টাকায় লঞ্চ করেছিল, তবে গ্রাহকদেরকে খুশি করতে বর্তমানে অ্যামাজন এটির উপর ২,৯১০ টাকা ছাড় দিচ্ছে। তবে যারা আরও সাশ্রয়ী মূল্যের ওয়্যারলেস ইয়ারবাডস কিনতে আগ্রহী, তারা ওপ্পো এনকো এক্স২ (Oppo Enco X2) খরিদ করার কথা ভেবে দেখতে পারেন। এই ডিভাইসটি কলের ক্ষেত্রে অতি উন্নত মানের সাউন্ড কোয়ালিটি এবং অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন বা এএনসি (ANC) ফিচার অফার করে। উল্লেখ্য, এদেশে ওপ্পোর এই ইলেকট্রনিক গ্যাজেটটি ১০,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল, তবে চলতি সময়ে অ্যামাজনে এটি ৯,৯৯৯ টাকায় বিক্রির জন্য উপলব্ধ রয়েছে।

এছাড়া, ভারতে ১৪,৯৯৯ টাকায় লঞ্চ হওয়া জাবরা এলিট ৫ (Jabra Elite 5) বর্তমানে অ্যামাজনে ১০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ, হোলি সেলের সৌজন্যে ডিভাইসটিতে ৪,০০০ টাকা ছাড় পেতে সক্ষম হবেন ক্রেতারা। জাবরার এই ইয়ারবাডস ব্যালেন্সড সাউন্ড কোয়ালিটি এবং দুর্দান্ত ব্যাটারি লাইফ অফার করে। ফলে যারা খুব জোরে তথা হাই বেসে গান শুনতে পছন্দ করেন, তাদের জন্য এই ডিভাইসটি খুব একটা জুতসই নয়।

আবার, অ্যামাজন হোলি সেল চলাকালীন ১১,৯৯০ টাকা দামের ওয়ানপ্লাস বাডস প্রো (OnePlus Buds Pro) কিনতে হলে খরচ পড়বে ৯,৮৪০ টাকা। তবে এক্ষেত্রে বলে রাখি, ডুয়াল ড্রাইভার সেটআপ সহ আসা নতুন ভার্সন ওয়ানপ্লাস বাডস প্রো ২ (OnePlus Buds Pro 2) অনেক ভালো সাউন্ড কোয়ালিটি অফার করে, এবং এর এএনসিও পূর্বসূরীর চেয়ে কিছুটা ভালো কাজ করতে সক্ষম। তবে উল্লেখ্য যে, চলতি সেলে এই লেটেস্ট মডেলটিতে কোনো ছাড়ের সুবিধা উপলব্ধ নেই। তাই ইদানীংকালে অ্যামাজন থেকে ওয়ানপ্লাস বাডস প্রো ২ ওয়্যারলেস ইয়ারফোন কিনতে হলে গ্রাহকদের ১১,৯৯৯ টাকা ব্যয় করতে হবে।

এছাড়া, যারা হালফিলে কোনো সাশ্রয়ী মূল্যের ইয়ারবাডসের খোঁজ করছেন, তাদের জন্য একটি ভালো বিকল্প হল স্যামসাং গ্যালাক্সি বাডস ২ (Samsung Galaxy Buds 2)। যদিও এমনিতে এই ডিভাইসটির দাম ১০,৯৯৯ টাকা, তবে বর্তমানে অ্যামাজনে এটি ৫,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। ইউজারদের ব্যবহারের ধরনের ওপর ভিত্তি করে এই ইলেকট্রনিক গ্যাজেটটি এক কিংবা দুই দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। তদুপরি, এতে এএনসি সাপোর্ট মজুত রয়েছে। এছাড়া, এই ডিভাইসটি ব্যালেন্সড সাউন্ড কোয়ালিটি অফার করতে সক্ষম, যার দৌলতে ইউজাররা বেশ ভালো ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।