ফুল চার্জে চলবে ২৫ ঘন্টা, নয়া Amazon Echo Buds ইয়ারফোনে মিউজিক হবে আরও প্রাণবন্ত

Amazon লঞ্চ করল নতুন ইকো ডিভাইস। এর মধ্যে রয়েছে তিনটি নতুন স্মার্ট স্পিকার এবং একটি ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন। ইকো বাডস পরিবারের অন্তর্গত তৃতীয় প্রজন্মের…

Amazon লঞ্চ করল নতুন ইকো ডিভাইস। এর মধ্যে রয়েছে তিনটি নতুন স্মার্ট স্পিকার এবং একটি ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন। ইকো বাডস পরিবারের অন্তর্গত তৃতীয় প্রজন্মের (3rd Gen) নতুন এই ওয়্যারলেস ইয়ারফোনের নাম Amazon Echo Buds। যদিও এটি এএনসি ফিচার যুক্ত দ্বিতীয় প্রজন্মের Echo Buds-এর ডাউনগ্রেড ভার্সন। শুধু তাই নয়, ডিজাইনের দিক থেকেও এটি সামান্য আলাদা। নয়া এই Echo Buds -এ রয়েছে ১২ এমএম ড্রাইভার সহ মাল্টিপল পেয়ারিং টেকনোলজি এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। চলুন দেখে নেওয়া যাক নতুন Amazon Echo Buds (3rd Gen) ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Amazon Echo Buds (3rd Gen) -এর দাম ও লভ্যতা

যুক্তরাষ্ট্রীয় বাজারে তৃতীয় প্রজন্মের নতুন Amazon Echo Buds ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে 49.99 ডলার (প্রায় ৪,১৩৭ টাকা )। এটি ব্ল্যাক কালার অপশনে আগামী ৭ জুন থেকে বাজারে কেনার জন্য উপলব্ধ হবে।

Amazon Echo Buds (3rd Gen)-এর স্পেসিফিকেশন ও ফিচার

হালকা ওজনের নবাগত Amazon Echo Buds ইয়ারফোনটি স্টেম সহ সেমি ইন-ইয়ার ডিজাইনে এসেছে। আর এতে অ্যালেক্সা, সিরি এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে।

আবার ইয়ারফোনটির অডিও প্রসঙ্গে বলতে গেলে, এতে দেওয়া হয়েছে ১২ এমএম ড্রাইভার, যা উচ্চ বেস সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়। তাছাড়া হেয়ারেবলটিতে থাকছে দুটি মাইক্রোফোন এবং একটি ভয়েস ডিটেকশন ফিচার। যা কল চলাকালীন বাইরের আওয়াজ এড়াতে সাহায্য করবে। শুধু তাই নয়, এতে ভিআইপি ফিল্টার উপলব্ধ। ফলে ব্যবহারকারী তাদের পছন্দমত অ্যাপ কিংবা কন্ট্যাক্টের নোটিফিকেশন পাবেন।

অন্যদিকে Amazon Echo Buds, কোয়ালকম এস৫ ব্লুটুথ প্রসেসর দ্বারা চালিত। এতে মাল্টিপল পেয়ারিং টেকনোলজি সাপোর্ট করবে। ফলে একই সাথে এটিকে দুটি ডিভাইসের সাথে যুক্ত করা সম্ভব।

এবার আসা যাক Amazon Echo Buds ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর প্রত্যেকটি ইয়ারবাড ৫ ঘন্টা এবং চার্জিং কেস সমেত ইয়ারফোনটি ২০ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।