৩৫০০ টাকার কমে ২৬ হাজার টাকার Apple AirPods Pro, এখানে পাওয়া যাচ্ছে লোভনীয় অফার

Apple -এর হাত ধরে সর্বপ্রথম চালু হয় TWS ইয়ারবাড। তবে এখন বাজারে একাধিক সংস্থার হাজারো ইয়ারবাড মডেল খুঁজে পাওয়া যায়। যদিও বিকল্প অনেক এসে গেলেও, Apple এর এই অডিও প্রোডাক্টের চাহিদা কিন্তু কমেনি। কিন্তু Apple প্রোডাক্ট তুলনায় অনেকটাই ব্যয়বহুল হওয়ার কারণে ইচ্ছা থাকে সত্ত্বেও অনেকে কিনতে পারেন না। তবে বর্তমানে Flipkart -এ চলমান ‘Year End Sale’ একটি জনপ্রিয় Apple TWS ইয়ারবাডকে অতিশয় সস্তায় কেনার সুযোগ দিচ্ছে। আজ্ঞে হ্যাঁ! আমরা কথা বলছি Apple AirPods Pro -এর প্রসঙ্গে। এটিকে ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফার সহ ৩,৫০০ টাকারও কমে কেনা যাবে।

Flipkart Year End Sale থেকে সস্তায় কিনুন Apple AirPods Pro

অ্যাপল এয়ারপডস প্রো এর আসল দাম ২৬,৩০০ টাকা। কিন্তু ফ্লিপকার্ট ইয়ার এন্ড সেলে এই অডিও ডিভাইসকে পুরো ২০% ডিসকাউন্ট সহ মাত্র ২০,৯৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। অন্যান্য অফারের কথা বললে, ক্রেতারা Bank of Baroda এবং Federal ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১০% পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। আবার এই ইয়ারপডের সাথে ১৭,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে একটি শর্ত রয়েছে, গ্রাহকেরা যদি তাদের পুরানো ফোন এক্সচেঞ্জ করে এই অডিও ডিভাইসটি কেনেন তবেই উল্লেখিত পরিমাণ ছাড় পাওয়া যাবে। এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু হস্তগত করলে পারলে অ্যাপল এয়ারপডস প্রো মডেলটিকে মাত্র ৩,৪৯০ টাকায় কেনা যাবে। প্রসঙ্গত সংস্থার পক্ষ থেকে এই প্রিমিয়াম অডিও পণ্যটির সাথে ১ বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।

Apple AirPods Pro -এর স্পেসিফিকেশন ও ফিচার

অ্যাপল এয়ারপডস প্রো মডেলটি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) ফিচার সহ এসেছে। এতে ইউজাররা ট্রান্সপারেন্সি মোড পেয়ে যাবেন, যা ইয়ারফোন কানে থাকাকালীনও আশেপাশের মানুষের সাথে কথা বলার সুবিধা দেবে। আবার এই ডিভাইসে থাকা ডাইনামিক হেড ট্র্যাকিং ফিচার সহ স্প্যাশিয়াল অডিও সিস্টেম, থিয়েটারের ন্যায় সারাউন্ড সাউন্ড অফার করবে। আর অ্যাডাপ্টিভ ইকিউ বৈশিষ্ট্যটি স্বয়ংক্রিয়ভাবে ইউজারের কানের আকৃতির উপর নির্ভর করে সাউন্ড আউটপুট দেবে। তদুপরি, দ্রুত কানেক্টিভিটির জন্য অ্যাপল আনীত এই অডিও প্রোডাক্টটি ব্লুটুথ ৫.০ ভার্সন সাপোর্ট করে এবং এটি আইফোন, আইপ্যাড, অ্যাপল ওয়াচ ও ম্যাক ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ। পাওয়ার ব্যাকআপের কথা বললে, ম্যাগসেফ চার্জিং কেস সহ এতে ২৪ ঘন্টারও বেশি প্লেব্যাক টাইম পাওয়া যাবে। এছাড়া একক চার্জে বাড দুটি ৪.৫ ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম দেবে। যদিও ANC ফিচার এবং ট্রান্সপারেন্সি মোড বন্ধ থাকলে ৫ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা। অ্যাপল এয়ারপডস প্রো -এর রিটেল বক্সে তিনটি ভিন্ন মাপের টেপারড সিলিকন টিপস আছে। ডিভাইসটি ঘাম এবং জল প্রতিরোধী।