apple beats pill speaker launched with 24 hours battery life use it as power bank

Apple আনল দুর্দান্ত সাউন্ডের ব্লুটুথ স্পিকার Beats Pill, পাবেন দীর্ঘ ব্যাটারি লাইফ, অন্য ফোনও চার্জ করা যাবে

Apple আজ তাদের বিটস ব্য্যান্ডের নতুন ব্লুটুথ স্পিকার হিসেবে Beats Pill লঞ্চ করেছে। উল্লেখ্য, ২০১২ সালে বিটসকে কিনে নেয় অ্যাপল। এর পরে, ২০১৫ সালে অ্যাপল নিয়ে আসে Pill+, যার বিক্রি ২০২২ সালে বন্ধ করে দেওয়া হয়। লেটেস্ট Apple Beats Pill স্পিকারটি ম্যাট ব্ল্যাক, স্টেটমেন্ট রেড এবং শ্যাম্পেন গোল্ড কালারে এসেছে। এটি ২৪ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দেয়। বিশেষ বিষয় হলো একে পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে।

Apple Beats Pill ব্লুটুথ স্পিকার এর স্পেসিফিকেশন ও ফিচার

নতুন বিটস পিল স্পিকারের সাউন্ড কোয়ালিটি আগের মডেলের তুলনায় আরও সুন্দর। এতে থাকা অ্যাকোস্টিক আর্কিটেকচার মিষ্টি সাউন্ড শুনতে দেবে। এর পাশাপাশি, সংস্থাটি এই ব্লুটুথ স্পিকারে ইঞ্জিনিয়ারড রেসট্র্যাক উফারের সাথে শক্তিশালী নিওডিমিয়াম ম্যাগনেটও সরবরাহ করছে, যা এর সাউন্ড আউটপুটকে শ্রুতিমধুর করে তোলে। সংস্থার দাবি, স্পিকারে দেওয়া উফারটি ২৮ শতাংশ বেশি মোটর ফোর্স এবং ৯০ শতাংশ বেশি এয়ার ভলিউম অফার করে।

এটি স্পিকারের বেসটিকে বেশ দর্শনীয় করে তোলে। Apple Beats Pill স্পিকারে একটি নতুন ডিজাইন করা টুইটারও রয়েছে। আবার স্পিকারের ডিজাইন এমন করা হয়েছে যা ব্যবহারকারীর কানে সরাসরি শব্দ তরঙ্গ পৌঁছে যায়। সংস্থার দাবি, একবার চার্জ দিলে Beats Pill স্পিকার ২৪ ঘণ্টা পর্যন্ত চলবে।

বিশেষ বিষয় হল একে পাওয়ার ব্যাংক হিসাবে ব্যবহার করে আপনি ইউএসবি-সি কেবলের সাহায্যে আপনার ফোনটি চার্জও করতে পারবেন। Beats Pill আইপি৬৭ ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং সহ লঞ্চ হয়েছে। এই স্পিকারটি আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে কানেক্ট করা যাবে।

Apple Beats Pill ব্লুটুথ স্পিকার এর দাম

বিটস পিল এর দাম ১৪৯.৯৯ ডলার (প্রায় ১২,৫০০ টাকা)‌ রাখা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বাজারে এর শিপিং ২৭ জুন থেকে শুরু হবে।