মুড়ি মুড়কির মতো বিক্রি হচ্ছে AirPods Pro 2, এক সপ্তাহে‌ বিক্রি ছাড়ালো ৪০ লক্ষ

গোটা বিশ্বে Apple-এর সমস্ত প্রোডাক্টগুলির জনপ্রিয়তার কথা কারোরই অজানা নয়। চমকপ্রদ iPhone-এর পাশাপাশি Apple Watch এবং সংস্থার ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডসের (truly wireless earbuds) চাহিদাও বিশ্বের সর্বত্র উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। চড়া দাম হওয়া সত্ত্বেও একগুচ্ছ কার্যকর ফিচার মজুত থাকার সুবাদে ডিভাইসগুলি কিনতে বিন্দুমাত্রও পিছপা হচ্ছেন না ইউজাররা। সম্প্রতি এক রিপোর্টেও একই দাবি করা হল। জানা গেছে, এক সপ্তাহের মধ্যে ৪০ লাখেরও বেশি AirPods Pro 2 বিক্রি করেছে Apple। খুব স্বাভাবিকভাবেই এই বিপুল পরিমাণ বিক্রি যে-কোনো সংস্থার কাছেই যে এক দুর্দান্ত সাফল্য, সেকথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

একাধিক কার্যকর ফিচার থাকার সুবাদে ব্যবহারকারীদেরকে রীতিমতো মুগ্ধ করেছে Apple AirPods Pro 2

ক্যানালিস (Canalys)-এর একটি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে সেপ্টেম্বরের গোড়ার দিকে অ্যাপলের দ্বিতীয় প্রজন্মের এয়ারপডস প্রো মার্কেটে পা রেখেছে। পূর্বের তুলনায় এই ডিভাইসটিতে সংস্থাটি বেশ কয়েকটি উল্লেখযোগ্য তথা কার্যকর পরিবর্তন করেছে, যার সুবাদে এই সেগমেন্টে এখন গ্যাজেটটির কোনো জোরদার প্রতিদ্বন্দ্বী নেই বলেই আশা করা যেতে পারে। প্রোডাক্টটির নজরকাড়া ডিজাইনের পাশাপাশি অত্যন্ত উন্নত মানের অডিও কোয়ালিটি ব্যবহারকারীদেরকে রীতিমতো মুগ্ধ করেছে। সর্বোপরি মোটামুটি সাশ্রয়ী মূল্যে উপলব্ধ হওয়ায় বহু ইউজার ইতিমধ্যেই এটিকে পকেটস্থ করে ফেলেছেন। আর এই সবকিছুর সৌজন্যেই এক সপ্তাহের মধ্যে প্রায় ৪ মিলিয়নেরও বেশি এয়ারপডস প্রো ২ বিক্রি করতে সক্ষম হয়েছে কার্পেটিনো ভিত্তিক টেক জায়েন্টটি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, অ্যাপল এই বছরের তৃতীয় ত্রৈমাসিকে প্রায় ২৩.৮ মিলিয়ন ইউনিট ওয়্যারেবেল প্রোডাক্ট সরবরাহ করতে সক্ষম হয়েছে, যার ফলে কোম্পানিটি ৩০.৯ শতাংশ মার্কেট শেয়ার নিজেদের দখলে রাখতে পেরেছে। উল্লেখ্য, এই সাংখ্যমানটি গত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই বিপুল সংখ্যক ওয়্যারেবেল প্রোডাক্টের মধ্যে চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে শুধুমাত্র ৪.২ মিলিয়ন ইউনিট এয়ারপডস প্রো টু তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।

বিক্রয়পর্ব শুরু হওয়া মাত্রই হুড়মুড়িয়ে বিকিয়েছে Apple AirPods Pro 2

প্রসঙ্গত জানিয়ে রাখি, চলতি বছরে সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে Apple তাদের বহুপ্রতীক্ষিত ফার আউট (Far Out) ইভেন্টে AirPods Pro (2nd Generation) বা AirPods Pro 2 লঞ্চ করেছিল। ৭ সেপ্টেম্বর লঞ্চ হওয়ার পর ২৩ সেপ্টেম্বর থেকে সমস্ত স্টোরে এটি বিক্রির জন্য উপলব্ধ হয়। আর বিক্রয়পর্ব শুরু হওয়া মাত্রই ওই মাসের শেষেই প্রতিদিন প্রায় অর্ধেক মিলিয়নেরও বেশি AirPods Pro 2 বিক্রি করতে সক্ষম হয়েছে সংস্থাটি। উল্লেখ্য যে, Apple-এর এই ডিভাইসটি নয়া এইচ২ (H2) চিপ সহ বাজারে এসেছে। এটি প্রথম প্রজন্মের AirPods Pro-এর তুলনায় দ্বিগুণ অ্যাক্টিড নয়েজ ক্যান্সলেশন (ANC) ফিচার অফার করতে সক্ষম। এছাড়া, এতে স্কিন ডিটেকশন ফিচার রয়েছে, যার সুবাদে কান থেকে ইয়ারবাডস খুলে নিলে চলতে থাকা মিডিয়া ফাইল বন্ধ হয়ে যাবে।