অনেক সস্তায় boAt আনল দীর্ঘ ব্যাটারি লাইফের দুর্দান্ত ইয়ারফোন, চার্জও হবে দ্রুত

দেশীয় সংস্থা boAt বাজারে আনল তাদের নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড, যার নাম boAt Airdopes 100। এটি সেমি ইন ইয়ার স্টাইল ডিজাইন এবং নজরকাড়া কালার সহযোগে এসেছে। চলুন দেখে নেওয়া যাক নতুন boAt Airdopes 100 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

boAt Airdopes 100 ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে বোট এয়ারডপস ১০০ ট্রু ওয়্যারলেস ১০০ ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১,২৯৯ টাকা। স্যাফায়ার ব্লু, ওপাল ব্ল্যাক এবং এমারেল্ড গ্রিন এই তিনটি কালার অপশনে ই-কমার্স সাইট হয়ে ফ্লিপকার্ট এবং সংস্থার নিজস্ব ওয়েবসাইটে কিনতে পাওয়া যাচ্ছে নতুন এই ইয়ারফোন।

boAt Airdopes 100 ইয়ারফোনের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত বোট এয়ারডপস ১০০ ইয়ারফোনের ফিচার প্রসঙ্গে বলতে গেল এতে ব্যবহৃত হয়েছে ১০ এমএম ডায়নামিক ড্রাইভার, যা মনোরম অডিও কোয়ালিটির পাশাপাশি ডিপ বেস সরবরাহ করতে সক্ষম। তাছাড়া হ্যান্ডস ফ্রি কলিংয়ের জন্য এতে রয়েছে কোয়াড মাইক্রোফোন এবং ইএনএক্স টেকনোলজি।

নিরবিচ্ছিন্ন অডিও এবং কানেক্টিভিটির জন্য নতুন এই ইয়ারফোনটি ব্লুটুথ ৫.২ সাপোর্ট করবে। তাছাড়া এতে ইন্সটা ওয়েক এন্ড পেয়ার টেকনোলজি থাকায় চার্জিং কেসের ঢাকনা খোলার সাথে সাথে স্বয়ংক্রিয় ভাবে ইয়ারফোনটি নিকটবর্তী স্মার্টফোনের সাথে যুক্ত হয়ে যাবে। এমনকি এতে রয়েছে ৫০এমএস আলট্রা লো ল্যাটেন্সি সহ বিষ্ট মোড। আবার টাচ কন্ট্রোলের মাধ্যমে মিউজিক পরিবর্তন, ভলিউম নিয়ন্ত্রণ এবং ফোন কলের উত্তর দেওয়া সম্ভব। তদুপরি ইয়ারফোনটি গুগল ও সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্স সাপোর্ট করবে।

এবার আসা যাক boAt Airdopes 100 ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, এর গ্যালভানিক ব্যাটারি একবার চার্জে ৫০ ঘন্টা পর্যন্ত ইয়ারফোনটিকে সক্রিয় রাখবে। আবার এর প্রত্যেকটি ইয়ারবাড ১০ ঘণ্টা করে প্লে টাইম অফার করতে সক্ষম। এছাড়া ফার্স্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র পাঁচ মিনিট চার্জে এটি ৬০ মিনিট পর্যন্ত প্লেটাইম অফার করবে। সর্বোপরি,জল এবং ঘাম থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটি IPX4 রেটিংপ্রাপ্ত।